নোটিস বোর্ড

নেতাজি সুভাষ ইনস্টিটিউট অব টেকনলজি, নয়াদিল্লিতে বিভিন্ন বিষয়ে এম টেক কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। যে সব বিষয়ে এম টেক করা যাবে সেগুলি হল সিগনাল প্রোসেসিং, ইনফরমেশন সিস্টেমস্ এবং প্রোসেস কন্ট্রোল। ২০ এপ্রিলের মধ্যে ১০০০ টাকার ডিমান্ড ড্রাফট/ পে অর্ডার সহ অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে এই ঠিকানায়: ডিরেক্টর, এনএসআইটি, নয়াদিল্লি- ১১০০৭৮। ওয়েবসাইট: www.nsit.ac.in

ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নানা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের ক্ষেত্রে যে সব বিষয়ে পড়ানো হবে সেগুলি হল ১) ফ্যাশন মার্চেন্ডাইসিং অ্যান্ড রিটেল ম্যানেজমেন্ট, ২) ফ্যাশন ডিজাইনিং, ৩) ফুটওয়্যার টেকনলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ৪) লেদার গুডস্ অ্যান্ড অক্সেসরিজ ডিজাইন। আর স্নাতকোত্তর স্তরে পড়া যাবে ফ্যাশন মার্চেন্ডাইসিং অ্যান্ড রিটেল ম্যানেজমেন্ট, ফুটওয়্যার টেকনলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড ক্যাড/ক্যাম, লেদার গুডস্ অ্যান্ড অ্যাক্সেসরিজ ডিজাইন, ভিসুয়াল মার্চেন্ডাইসিং অ্যান্ড কমিউনিকেশন ডিজাইন এবং প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট-এ। ওয়েবসাইট: www.fddiindia.com


অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন-এর ‘ম্যাট’ পরীক্ষার জন্য ফর্ম দেওয়া হচ্ছে। হাতে কলমে পরীক্ষা হবে ৬ মে এবং কম্পিউটার বেসড টেস্টটি হবে ১২ মে থেকে। যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক। অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেও পরীক্ষার জন্য রেজিস্টার করা যাবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৭ এপ্রিল। আর অনলাইন পদ্ধতির মাধ্যমে রেজিস্টার করার শেষ তারিখ ১৪ এপ্রিল। ওয়েবসাইট: www.aima-ind.org/matmay12

সেন্ট্রাল ইনস্টিটিউট অব ফিসারিজ নটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, কোচিতে চার বছরের ব্যাচেলর অব ফিশারি সায়েন্স (নটিক্যাল সায়েন্স)-এ ভর্তির জন্য ফর্ম দেওয়া হচ্ছে। যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। সেই সঙ্গে ইংরেজিতে কম পক্ষে ৫০ শতাংশ, অঙ্কে কম পক্ষে ৫০ শতাংশ এবং বিজ্ঞান বিষয়ে সব মিলিয়ে গড়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মে। পরীক্ষা হবে ১০ জুন। ওয়েবসাইট: www.cifnet.nic.in

দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য বি এড স্পেশাল এডুকেশন পাঠক্রমে ভর্তির আবেদনপত্র আহ্বান করছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি, নরেন্দ্রপুরের ট্রেনিং ইনস্টিটিউট ফর দ্য টিচার্স অব দ্য ভিসুয়ালি হ্যান্ডিক্যাপ্ড (ফোন: ২৪৭৭২২০১)। ফর্ম পাওয়া যাবে আজ থেকে ২১ এপ্রিল পর্যন্ত। যোগ্যতা: অন্তত ৪৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতক। বয়স: অনূর্ধ্ব ৪০ বছর। ফর্ম জমা নেওয়া হবে ১০-২১ এপ্রিল।


ভারতীয় ছাত্রদের জন্য স্কলারশিপ দিচ্ছে টোয়েফল। চারটি দশ হাজার এবং ছ’টি পাঁচ হাজার মার্কিন ডলার মূল্যের বৃত্তি দেওয়া হবে এই বছর। আবেদনের শেষ তারিখ ১৩ এপ্রিল। ওয়েবসাইট: http://www.ets.org/toefl/scholarships/overview/india


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.