|
|
|
|
মেচেদায় পঞ্চায়েতিরাজ সম্মেলন |
রাজ্য পুনর্গঠনে তৃণমূল কর্মীদের সামিল হওয়ার ডাক শুভেন্দুর |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রাজ্য পুনর্গঠনে দলীয় কর্মীদের সামিল হওয়ার ডাক দিলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। রবিবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন মেচেদার নবীন সঙ্ঘের মাঠে তৃণমূলের পঞ্চায়েতিরাজ সম্মেলনে তিনি বলেন, “নেত্রী পদে-পদে হোঁচট খাচ্ছেন। বাম সরকার রাজ্যে পাহাড়-প্রমাণ সমস্যা তৈরি করে রেখেছে। সেগুলো মেটানোর চেষ্টা করা হচ্ছে। নেত্রী একাই রাজ্য পুনর্গঠন করতে পারবেন না। আমাদের কাজ করতে হবে। আপনাদেরও কাজ করতে হবে।” |
|
— নিজস্ব চিত্র। |
তমলুক ও হলদিয়া মহকুমার এই সম্মেলনে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, বিধায়ক, জেলা নেতৃত্ব ছাড়াও হাজার ছয়েক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বেলা তিনটে নাগাদ সভা শুরু হয়। দুর্নীতিগ্রস্ত নেতা-কর্মীদের ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেওয়ার হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, “সাধারণ মানুষদের কথা যারা বলে, সেই সব খবর কাগজ পড়ুন। খুনী-মাওবাদীদের খবর কাগজ পড়বেন না।” অবশ্য খুনী-মাওবাদী বলতে কাদের কথা বোঝাচ্ছেন, সুনির্দিষ্ট করে তা জানাননি কাঁথির সাংসদ। তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “সিঙ্গুরে প্রথম দিকটায় আমরা সাফল্য পাইনি। নন্দীগ্রামের আন্দোলনই প্রথম আশার আলো দেখালযে পরিবর্তন সম্ভব। বাকিটা ইতিহাস। আজ লক্ষ্মণ জেলে।” দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দলের বিষয় নিয়ে দোকানে-বাজারে আলোচনা করবেন না। প্রয়োজন হলে দলীয় কার্যালয়ে আলোচনা করুন।” শিশির-শুভেন্দু ছাড়াও এ দিনের সভায় মন্ত্রী সৌমেন মাহাপাত্র, জেলার সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মঞ্চেই এ দিন অসুস্থ হয়ে পড়েন নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি। |
|
|
|
|
|