|
|
|
|
টুকরো খবর |
এক সন্ধ্যায় একা রঞ্জন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
অনুষ্ঠানে রঞ্জন জানা |
এক অন্য সন্ধ্যা দেখল মেদিনীপুর। বাঁশির সুরে, তবলার বোলে উপস্থিত সকলের মন জয় করলেন শিল্পী রঞ্জন জানা। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেদিনীপুরের রঞ্জন জানাকে সকলে বংশীবাদক হিসেবেই চেনেন। রঞ্জন রাজ্যের বাইরেও নানা অনুষ্ঠান করেছেন। বাঁশির সুরে শ্রোতাদের মন জয় করেছেন। কিন্তু শনিবারের সন্ধ্যা দেখল এক অন্য রঞ্জনকে। ‘বাজে মুরজ মুরলী’ শীর্ষক অনুষ্ঠানে শুধু বাঁশি নয়, একই সঙ্গে তবলা, মাদল, ঢোল, ধামসা, ঢাক, বেহালা, সানাই প্রভৃতি শব্দযন্ত্রে সুর তুললেন রঞ্জন। তৈরি করলেন এক অন্য আবহ। অনুষ্ঠান শেষে রঞ্জন বলেন, “ওঁদের কাছে আমি কৃতজ্ঞ। অনেক দিন ধরেই ভাবছিলাম, কবে এমন অনুষ্ঠান করতে পারব। আজ সেই সুযোগ পেয়ে সত্যি আনন্দ হচ্ছে। শ্রোতাদের এই উৎসাহ আরও ভাল কিছু করার অনুপ্রেরণা দেবে।”
|
স্কুলের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তাঁতিগেড়িয়া জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল শনিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগীত, নৃত্য, নাটক পরিবেশন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালতোড় কলেজের অধ্যক্ষ হরিহর ভৌমিক, ব্রজকিশোর চক্রবর্তী, গোবিন্দ পান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীনকুমার ঘোষ প্রমুখ।
|
খড়্গপুরে রামনবমী
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার রামনবমী পালিত হল খড়্গপুর শহরের বিভিন্ন মন্দির ও আখড়ায়। গোলবাজার, আয়মা, ইন্দা, নিউ সেটেলমেন্ট-সহ নানা এলাকায় শোভাযাত্রা বেরোয়। ছিল যজ্ঞ, পুজোপাঠ, নরনারায়ণ সেবা-সহ নানা আয়োজন। |
|
|
|
|
|