|
|
|
|
ডেবরায় শুরু টোল আদায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বহু টানাপোড়েনের পর ফের চালু হল ডেবরা টোল প্লাজা। শনিবার গভীর রাত থেকেই টোল আদায়ের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর ফের টোল আদায়ের কাজ শুরু হওয়ায় ‘স্বস্তিতে’ প্রশাসন। তবে, যে দাবিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এখানে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে কাজে যোগ দিতে বাধা দিচ্ছিলেন, সেই দাবি পূরণ হয়নি। পুরনো সব কর্মীকে কাজে বহাল রাখা হয়নি। এই পরিস্থিতিতে ফের আন্দোলনের ‘হুঁশিয়ারি’ দিয়েছেন তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি অলোক আচার্য। তাঁর কথায়, “মন্ত্রী সৌমেন মহাপাত্র, খড়্গপুরের মহকুমাশাসকের অনুরোধে আমরা আন্দোলন স্থগিত রেখেছি। কিন্তু পুরনো কর্মীদের কাজের ব্যবস্থা করতে হবে। দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে আমরা ৭২ ঘন্টা সময় দিচ্ছি।” |
|
ছবি: রামপ্রসাদ সাউ। |
গত বছর ২৯ নভেম্বর থেকে টোল আদায়ের কাজ বন্ধ ছিল ডেবরায়। এখান থেকে টোল বাবদ প্রতিদিন প্রায় ৮ লক্ষ টাকা আদায় হত। গত বছর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, টোল নেওয়ার জন্য এ বার থেকে প্রকাশ্যে দরপত্র আহ্বান করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই ৬ নম্বর জাতীয় সড়কের উপরে থাকা ধুলাগড়ি ও ডেবরা টোলপ্লাজার দায়িত্ব পায় দু’টি সংস্থা। নতুন সংস্থা টোল আদায়ের দায়িত্বে তাদের কর্মীদের রাখতে চায়। সেখানেই দেখা দেয় সমস্যা। পুরনো কর্মীরা দাবি করেন, তাঁদের কাজে বহাল রাখতে হবে। ২০১১ সালের ২৯ নভেম্বর নতুন সংস্থার লোকজন ডেবরায় এসে প্রবল বাধার মুখে পড়েন। গোলমাল দেখা দেয়। এরপরই জাতীয় সড়ক কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়ে দেন, আপাতত টোল নেওয়া বন্ধ থাকবে। আন্দোলনকারীদের পাশে দাঁড়ান স্থানীয় তৃণমূল বিধায়ক রাধাকান্ত মাইতি। তাঁর বক্তব্য, “কেউ কাজ হারাক, আমরা চাই না।” জেলাশাসক সুরেন্দ্র গুপ্তর সঙ্গে দেখা করেও একই আবেদন জানান তিনি। তৃণমূল নেতৃত্ব পাশে দাঁড়ানোয় প্রশাসনও ‘অস্বস্তিতে’ পড়ে। সম্প্রতি প্রশাসনের সর্বোচ্চস্তরে আলোচনার মাধ্যমে জট কাটে। শনিবার রাত ১২টা থেকে এখানে নতুন সংস্থা টোল আদায়ের কাজ শুরু করেছে। |
|
|
|
|
|