বাজেটের পর দাম বাড়তে পারে, এই আশঙ্কায় মার্চেই পড়িমরি করে গাড়ি কিনতে ঝাঁপিয়েছিলেন বহু ক্রেতা। আর তারই ফলস্বরূপ ওই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় গাড়ি বিক্রি অনেকখানি বাড়ল টাটা মোটরস-সহ বেশ কিছু সংস্থার। মার্চে রেকর্ড বিক্রির নজিরও গড়েছে কয়েকটি সংস্থা। যেমন, লিভা ও এটিয়স মডেল দু’টির হাত ধরে টয়োটা কির্লোস্কর মোটরের বিক্রি ৮৭% বেড়ে হয়েছে ১৮,২২০। সংস্থার দাবি, এই দু’টি মডেল এর আগে কোনও এক মাসে এত বিক্রি হয়নি। টাটা মোটরসের মোট বিক্রি আগের বছর মার্চের ৮৩,৩৬৩ থেকে ২০% বেড়ে হয়েছে ১,০০,৪১৪। দেশীয় বাজারে যাত্রী-গাড়ির বিক্রি ৩৪% বেড়ে হয়েছে ৩৬,৯৮৪, যা কোনও এক মাসের হিসেবে সর্বাধিক। মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রার বিক্রি ২৫% বেড়ে হয়েছে ৪৭,০০১। তাদের ইতিহাসেও এটাই এক মাসের সর্বাধিক বিক্রি। হোন্ডা সিয়েল কারস ইন্ডিয়া তিন গুণ বিক্রি বাড়িয়ে করেছে ১১,০১৬। অডি ৪৭% বাড়িয়ে ১,০০২। বিক্রি বেড়েছে দ্বিচক্রযানেরও। ইয়ামাহা মোটরের ১৪% বেড়ে ৪১,৮৮৬, ভিই কমার্শিয়াল ভেহিকল্সের ১৯.৫% বেড়ে ৬,০৫১ হয়েছে। তবে মার্চের খুশির হাওয়া দীর্ঘস্থায়ী না-হওয়ারই আশঙ্কা গাড়ি সংস্থাগুলির। টয়োটা কির্লোস্করের ডেপুটি এমডি (বিপণন) সন্দীপ সিংহ বলেন, বাজেটে গাড়িতে উৎপাদন শুল্ক, রেজিস্ট্রেশন ট্যাক্স ও ভ্যাট চাপানোর জেরে গাড়ির দাম বেড়েছে। ফলে এ মাসে কমতে পারে চাহিদা।
|
উৎপাদনের সঙ্গে পাল্লা দিয়ে আলুর ব্যবহার বাড়াতে যৌথ উদ্যোগে আলুর ফ্লেকস তৈরির প্রকল্প শুরু করছে রাজ্য। মহাকরণে কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতে এগ্রিকালচারাল প্রোডিউস ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (অ্যাপেডা)-র সঙ্গে এ বিষয়ে চুক্তি সই হয়েছে সম্প্রতি। শেওড়াফুলিতে ২৫.৪৭ কোটি টাকার প্রকল্পে ৮ কোটি দেবে অ্যাপেডা। ১৮ মাসে তা চালু হবে বলে দুই দফতরের কর্তারা জানান। বছরে ৬০ হাজার টন আলু ব্যবহার হওয়ার কথা। |