আগুনে পুড়ে ছাই হল ৭টি বাড়ি। আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হল আরও ২টি। বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ শহর সংলগ্ন নাককাটিগছ গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের দুইটি ইঞ্জিন দু’ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নার উনান থেকে প্রথমে একটি বাড়িতে আগুন লাগে। পরে আশপাশে ছড়ায়। তুফানগঞ্জ-১ ব্লকের বিডিও তাপস সিংহরায় বলেন, “মোাট ৯টি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। একজনের বাড়িতে নগদ ১৫ হাজার টাকাও পুড়েছে। ক্ষতিগ্রস্থদের ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে।” শুক্রবার তৃণমূল নেতারা এলাকায় যান। দলের তুফানগঞ্জ শহর কমিটির সভাপতি হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন, “দলের তরফে ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে।” ব্যবসায়ী সমিতির সদস্যরা এ দিন ক্ষতিগ্রস্থদের হাতে চাল, ডাল সহ নানা সামগ্রী তুলে দেন। শুক্রবার দুপুরে সুভাষপল্লী এলাকায় ১টি বাড়ির তিনটি ঘর ভস্মীভূত হয়েছে।
|
কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে স্কুল গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও বাসিন্দারা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে করণদিঘির ব্লকের চাপাইচন্ডি প্রাথমিক স্কুলে। এদিন স্কুলগেটে তালা মারার পাশাপাশি স্কুলের শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। অভিভাবক ও বাসিন্দাদের অভিযোগ, “শিক্ষকরা ঠিকমত ক্লাস নেন না, হাজিরাও দেননা। দীর্ঘদিন ধরে স্কুলে মিডডে মিল বন্ধ হয়ে রয়েছে। রান্নার ব্যবস্থা না করে পড়ুয়াদের মধ্যে চাল বিলি করছেন” স্কুলের প্রধান শিক্ষক অধীর মাহাতো বলেন, “অভিভাবক ও বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” ওই স্কুলে তিনজন শিক্ষক আছেন। ২০০ জনেরও বেশি পড়ুয়া রয়েছে।
|
পুলিশের উপর ভরসা না রাখতে পেরে বেআইনি চোলাই মদের ঠেক ভেঙে দিলেন এলাকার মহিলারাই। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পদ্মপুকুর এলাকায়। এদিন এলাকার একদল মহিলা বাঁশ ও লাঠি দিয়ে মদের ঠেকে ভাঙচুর চালায়। মহিলাদের অভিযোগ, “ওই বেআইনি ঠেকে মদের পাশাপাশি নিয়মিত জুয়া ও মধুচক্রের আসর বসত। বহুবার পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। বাধ্য হয়েই মহিলাদের পথে নামতে হয়েছে।” ঘটনার সময় দুষ্কৃতীরা এক চিত্রসাংবাদিককে মারধর করে। তাঁর রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। আরও দুই চিত্র সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়া চেষ্টা করা হয় বলে অভিযোগ। চোলাই মদের কারবারে যুক্ত থাকার অভিযোগে পুলিশ বিকালে এক যুবককে আটক করেছে। উদ্ধার হয় বেশ কিছু মদের খালি মদের বোতল এবং প্রায় ১০০ লিটার চোলাই মদ।
|
একটি জিপের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ির কাশিয়াবাড়িতে। মৃত ব্যাক্তির নাম অজয় দাস (৪৫)। তিনি হলদিবাড়ি থানার ভোলার হাটের বাসিন্দা ছিলেন। শুক্রবার দুপুরে তিনি কাশিয়াবাড়ির একটি পেট্রল পাম্পে গিয়েছিলেন। সেখান থেকে রাস্তায় উঠে হলদিবাড়ির দিকে যাওয়ার সময় জিপ থেকে পড়ে যান। জখম অবস্থায় হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে রেগুলেটেড মার্কেট কমিটির চেকপোস্টের এক কর্মীর। আহতআরও এক কর্মী। বৃহস্পতিবার গভীর রাতে চোপড়া থানার সোনাপুরের নলহাটিতে ঘটনাটি ঘটেছে। মৃত ওই ব্যক্তির নাম হরেরাম রায়(৫১)। তাঁর বাড়ি ইসলামপুরের নিউ টাউন এলাকায়। |