নতুন স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়
মুখ্যসচিবের মেয়াদ বাড়লেও আগেই সরছেন স্বরাষ্ট্রসচিব
রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষের অবসর নেওয়ার কথা ছিল আজ, শনিবার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় তিনি সেপ্টেম্বর পর্যন্ত আরও ৬ মাস ওই পদে থাকছেন। আবার স্বরাষ্ট্রসচিব জ্ঞানদত্ত গৌতমের অবসর নেওয়ার কথা আগামী ৩০ সেপ্টেম্বর। কিন্তু মুখ্যমন্ত্রীর ইচ্ছায় আগেই সরে যেতে হচ্ছে তাঁকে। মহাকরণের খবর, রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমানে রাজ্যের শিল্প-বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তি দফতরের সচিব পদে রয়েছেন। তথ্য কমিশনারের দায়িত্বে যাচ্ছেন জি ডি গৌতম।
রাজ্যের দুই শীর্ষ আমলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দু’রকম মনোভাবের কারণ কি? সরকারের এক মুখপাত্র জানান, দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) তৈরির জন্য চুক্তি হলেও পাহাড়ের নির্বাচন, নতুন এলাকা সংযোজন নিয়ে শ্যামল সেন কমিটির রিপোর্ট-সহ এখনও নানা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। নতুন সরকারের গোড়া থেকেই পাহাড়ের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বর্তমান মুখ্যসচিব। তাই তাঁকে আরও ৬ মাস (আইন অনুসারে এর চেয়ে বেশি দিন মেয়াদ বাড়ানো যায় না) রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রশাসনে সমরবাবুর ‘দক্ষতা’ এবং ‘প্রত্যেকের সঙ্গে কাজের সম্পর্ক’ সমাদৃত। মুখ্যমন্ত্রীও তাঁর উপরে অনেকটাই নির্ভরশীল।
স্বরাষ্ট্রসচিবের ক্ষেত্রে এর উল্টো মনোভাব মুখ্যমন্ত্রীর। বর্তমান স্বরাষ্ট্রসচিবকে নিয়ে ঘনিষ্ঠ মহলে বার বার উষ্মাও প্রকাশ করেছেন মমতা। মহাকরণের মতে, গত দশ মাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রসচিবের কার্যত কোনও বোঝাপড়াই গড়ে ওঠেনি। আইনশৃঙ্খলা-সহ স্বরাষ্ট্র দফতরের বিভিন্ন বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে গৌতমকে ডাকাই হয় না। পাশাপাশি, স্বরাষ্ট্র দফতরের অফিসারদের সঙ্গেও স্বরাষ্ট্রসচিবের সম্পর্ক স্বাভাবিক নয়। এই পদে তিনি যে নিজেও খুব স্বস্তিতে নেই, সহকর্মীদের কাছে তা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রসচিব। তাঁর বদলি নিয়ে আগেও কয়েক বার জল্পনা হয়েছে। কিন্তু এ বার তিনি নিশ্চিত ভাবেই সরে যাচ্ছেন।
শুক্রবার মহাকরণের খবর, তাঁকে তথ্য কমিশনার করার অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে ফাইল পাঠানো হয়েছে। এর অর্থ, ৬৫ বছর পর্যন্ত ওই পদে থাকতে পারবেন গৌতম। আগামী সপ্তাহেই তাঁর চলে যাওয়ার কথা। সে ক্ষেত্রে তাঁকে স্বেচ্ছাবসর নিতে হবে। কারণ, ওই পদটি সাধারণ ভাবে অবসর নেওয়ার পরে দেওয়া হয়। বর্তমানে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদে রয়েছেন সুজিত সরকার, আর তথ্য কমিশনার জন কোশী। গৌতম গেলে তথ্য কমিশনার আর এক জন বাড়বে।
রাজ্যের বর্তমান শিল্পসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ১৯৮৩ সালের আইএএস। টি বোর্ডের চেয়ারম্যান-সহ সরকারের বিভিন্ন দফতরে সচিবের দায়িত্ব সামলেছেন তিনি। তাঁকেই রাজ্যের পরবর্তী স্বরাষ্ট্রসচিব পদে দেখা যাবে। মহাকরণের খবর, তাঁর জায়গায় ১৯৮৯ সালের আইএএস অত্রি ভট্টাচার্যের নাম উঠে এসেছে। সে ক্ষেত্রে অবশ্য সমস্যা রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীন জুট বোর্ডের সচিব পদে কলকাতায় কর্মরত অত্রিবাবু। কাল, ১ এপ্রিল তাঁর রাজ্য সরকারের কাজে ফিরে আসার কথা ছিল। কিন্তু সম্ভবত এখনই তিনি ছাড়া পাচ্ছেন না। তবে যিনিই শিল্পসচিব হোন, নতুন সরকারের দশ মাসে তিন বার এই পদে পরিবর্তন হচ্ছে। নতুন সরকারের প্রথম শিল্পসচিব ছিলেন দীপঙ্কর মুখোপাধ্যায়।
আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর ইচ্ছায় সদ্য গঠিত রাজ্য হাইওয়ে অথরিটির প্রথম চেয়ারম্যান হতে পারেন তৃণমূল সাংসদ সুব্রত বক্সী। অথরিটির ম্যানেজিং ডিরেক্টর হওয়ার কথা সুব্রত গুপ্তর। গুপ্ত এখন পূর্ব-পশ্চিম মেট্রোর ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। সঙ্গে রাজ্য শিল্প পুনর্গঠন দফতরের সচিবের পদও সামলাচ্ছেন। এক মুখপাত্র জানান, এই পরিবর্তন হলে পূর্ব-পশ্চিম মেট্রো রেলের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব তিনি ছেড়ে দেবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.