টুকরো খবর
দুর্ঘটনায় জখম দুই পুলিশ কর্মী
আসামি নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পড়ল পুলিশের গাড়ি। দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এই ঘটনায় জখম হয়েছেন। বৃহস্পতিবার রাতে রানিবাঁধ থানার পুলিশের গাড়িটি স্থানীয় দেউলিগ্রামের কাছে ভুরকুড়া-রুদড়া রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাড়ে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, রানিবাঁধ থানার দুই এএসআই কুন্তল সিংহ ও মানস পাত্র গুরুতর জখম হয়েছেন। তাঁদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আসামি দু’জন চোট পাননি। চাকা ফেটে একটি চলন্ত লরি বেসামাল হয়ে গাছে ধাক্কা মেরে উল্টে গেল। ঘটনাস্থলেই লরির এক শ্রমিকের মৃত্যু হয়। জখম হন অন্য এক শ্রমিক। শুক্রবার দুপুরে পুরুলিয়া-বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কে, হুড়া থানার পিয়াড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ লাল মহম্মদ (৩০)। গলসি থানার বনধুতিয়ায় তাঁর বাড়ি। জখম শ্রমিককে হুড়া গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বাঁকুড়ায় কংগ্রেসের বিক্ষোভ
রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারগুলিতে সংবাদপত্র রাখা সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ দেখালো কংগ্রেস। শুক্রবার বাঁকুড়া জেলা গ্রন্থাগারের সামনে কংগ্রেসকর্মীরা জমায়েত করে ওই বিক্ষোভ দেখান। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি। জনগণ কী পড়বেন আর কী পড়বেন না তা জনগণ ঠিক করবেন। অবিলম্বে এই ধরনের নির্দেশিকা প্রত্যাহার করা হোক।”

ধর্ষণের দায়ে যুবকের কারাদণ্ড
নাবালিকাকে ধর্ষণের দায়ে ১০ বছর সশ্রম কারাদণ্ড-সহ নগদ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত দু’মাস কারাবাসের সাজা হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম লক্ষ্মীকান্ত বাউড়ি। বাড়ি বাঁকুড়া সদর থানার গড়েরবাঁধ গ্রামে। সরকার পক্ষের আইনজীবি দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “২০০৮ সালের ২৬ মার্চ লক্ষ্মীকান্ত গড়েরবাঁধ গ্রামেরই এক নাবালিকাকে ধর্ষণ করে। ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীকান্তকে পুলিশ গ্রেফতার করে। বিচার শুরু হলে জামিনে মুক্তি পায় অভিযুক্ত। শুক্রবার বাঁকুড়া ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সুলগ্না দস্তিদার চট্টরাজ অভিযুক্তকে এই সাজা দিয়েছেন।”

বধূ নির্যাতন
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। রানিবাঁধ থানার ছাতারডোবা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই গ্রামের বধূ ঝুম্পা মাহাতোকে বৃহস্পতিবার বিকেলে মারধর করে শ্বশুরবাড়ির লোকেরা তাড়িয়ে দেয় বলে অভিযোগ। পরে বধূটি রানিবাঁধ থানায় তাঁর স্বামী অজয় মাহাতো, শ্বশুর কন্দর্ভ মাহাতোর-সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই রাতেই অজয় ও তাঁর বাবাকে গ্রেফতার করে। ঝুম্পাদেবীর অভিযোগ, “ন’বছর আগে বিয়ে হয়েছে। সাংসারিক নানা কারণে শ্বশুরবাড়ির লোকজন আমাকে মারধর করে আসছিল।” শুক্রবার ধৃতদের খাতড়া আদালতে তোলা হয়।

ঘেরাও প্রধান
একশো দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া পঞ্চায়েতের প্রধানকে ঘেরাও করে কংগ্রেসের নেতৃত্বে বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান। শুক্রবারের ঘটনা। মোরাম সরবরাহ নিয়ে দুর্নীতি হয়েছে বলে পরে তাঁরা বিডিও-র কাছে অভিযোগ করেন। কংগ্রেসের হুটমুড়া অঞ্চল সভাপতি গৌতম কুমার ওঝার অভিযোগ, “ওঝাসায়র থেকে শ্যামনগর রাস্তায় কম মোরাম ফেলে খাতায় বেশি মোরাম দেখিয়ে দুর্নীতি করা হয়েছে।” পঞ্চায়েতের প্রধান পিডিএসের মধুসূদন মাহাতোর দাবি, “এ ব্যাপারে নির্মাণ সহায়কের কাছে জানতে চাইব।” বিডিও প্রদীপ কুমার দাস বলেন, “অভিযোগের তদন্ত হবে।”

কয়লা আটক
যৌথ অভিযান চালিয়ে ৬৫ টন অবৈধ কয়লা আটক করল খয়রাশোল ও কাঁকরতলা থানার পুলিশ। বৃহস্পতিবার খয়রাশোলের আড়ং গ্রাম থেকে ওই কয়লা আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রের খবর, বর্ধমান এলাকা থেকে অবৈধ কয়লা এনে প্রথমে খয়রাশোল, কাঁকরতলা থানা এলাকার বিভিন্ন জায়গায় জড়ো করা হয় এবং পরে তা গরুরগাড়ি বা আন্য মাধ্যমে জেলার বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। পুলিশ জানিয়েছে, আড়ং গ্রামে সে জন্যই ওই কয়লা জড়ো করা হয়েছিল। অবৈধ কয়লা কারবার রুখতে লাগাতার আভিযান চলবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.