টুকরো খবর
বকেয়া নিয়ে ধন্দ, ধর্মঘট ভুটভুটি মালিকদের
বহু তদ্বিরেও দীর্ঘ দিন ভাড়া বাড়ায়নি বন দফতর। তার উপরে, বকেয়া ভাড়া আদায়ের জন্য এখন আর বন দফতর নয়, তাঁদের ট্রেজারির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। এই অবস্থায় শুক্রবার, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ভাড়া করা ভুটভুটির মালিকেরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মধটের ডাক দিলেন। ফলে, সুন্দরবনের বিভিন্ন নদী-নালা দিয়ে ব্যাঘ্র প্রকল্পের বিস্তীর্ণ এলাকা টহলদারি দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ল বন দফতরের পক্ষে। ধর্মঘটের ফলে নজরদারি ও অন্যান্য কাজে যে অসুবিধা হবে তা স্বীকার করে নিয়েছেন বন-কর্তারা। ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর প্রশান্তকুমার পণ্ডিত বলেন, “আমাদের সঙ্গে আলোচনা না করেই ধর্মঘট ডাকা ঠিক হয়নি ভুটভুটি মালিকদের। এই অবস্থায় দফতরের ৪টি রেঞ্জ এলাকায় যেক’টি স্পিড বোট ও লঞ্চ রয়েছে আপাতত সেগুলি দিয়েই নজরদারি চালাতে হবে।” ব্যাঘ্র প্রকল্পের অধীনে ভাড়ায় খাটা কয়েকটি ভুটভুটির মালিক অসিত মৃধা, দীপক দেশাইরা বলেন, “দীর্ঘ দিন ধরে আমাদের ভুটভুটি ব্যাঘ্র প্রকল্পে ভাড়া খাটছে। অথচ, এখন প্রকল্পের কর্তারা বলছেন, নতুন করে টেন্ডার করাতে হবে। তার উপরে বকেয়া টাকা সরাসরি বন দফতর নয়, জেলা ট্রেজারি থেকে তুলতে হবে।” সে জন্য ব্যাঙ্কে নতুন করে অ্যাকাউন্টও খুলতে হবে তাঁদের। ফলে, বকেয়া ভাড়া পেতে বছর ঘুরে যাবে বলে তাঁদের আশঙ্কা। এত দিন ভুটভুটি ভাড়া কিংবা স্থানীয় গ্রামবাসীদের প্রাণহানির ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা সরাসরি বন দফতর থেকেই দেওয়া হত।

খুনের দায়ে যাবজ্জীবন
এক মহিলাকে খুনের দায়ে আসামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক। বৃহস্পতিবার বনগাঁ মহকুমা অদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক (ফাস্ট ট্রাক-১) তাপসচন্দ্র দাস ওই আদেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, বিশ্বনাথ মাঝি নামে ওই আসামীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বজবজে। সরকারি আইনজীবী অমরেশ শূর বলেন, “বিচারক যাবজ্জীবনের পাশপাশি ৬ হাজার টাকা জরিমানোা করেছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে কাজ করত বিশ্বনাথ। ওই পঞ্চায়েতেই চাকরি করতেন লতা করণ নামে এক মহিলা। একই কর্মস্থলে কাজের সুবাদ বিধবা ওই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল বিশ্বনাথের। পরে এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যাওয়ায় বিশ্বনাথকে পাশের ফুলসরা গ্রাম পঞ্চায়েতে বদলি করা হয়। চাঁদপাড়ার লকাচে সোনাটিকাঠি এলাকায় লতাদেবী ভাড়া থাকতেন। সেখানে যাতায়াত ছিল বিশ্বনাথের। ২০০৪ সালের ১৭ মার্চ রাত পৌনে ৮টা নাগাদ বিশ্বনাথ লতাদেবীর বাড়িতে আসে। লতাদেবী তখন রান্না করছিলেন। সেই সময় দু’জনের বচসা বাধে। অমরেশবাবু জানান, বিশ্বনাথ লতাদেবীকে সন্দেহ করতে শুরু করেছিল। সে দিন সেই প্রসঙ্গেই দু’জনের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার মধ্যেই লতাদেবীকে উঠোনে টেনে নিয়ে গিয়ে ছুরি দিয়ে সে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মারা যান লতাদেবী। ওই রাতেই পুলিশ বিশ্বনাথকে গ্রেফতার করে।

চাষিদের পাট্টা বিলি
৪৩ জন ভূমিহীন কৃষককে ২২ একর জমির পাট্টা দিল হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি। শুক্রবার সমিতির দফতরে এক অনুষ্ঠানে সাহেবখালি পঞ্চায়েতের দেউলি গ্রাম, সান্ডেলের বিল পঞ্চায়েতের খোসবাস ও সিংহের আটিএই তিনটি গ্রামের বাসিন্দাদের পাট্টা দেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর গাজি। পাট্টা পেয়ে হরিদাসি মুন্ডা, সত্যবতী বীর, সুশীল মুন্ডা প্রমুখরা বলেন, এখন থেকে আর নদীর বাঁধে বা পূর্ত দফতরের জমিতে বাস করতে হবে না। নিজেদের জমি হওয়ায় ঘর করার পর সামান্য হলেও চাষের জমি পাওয়ায় সুবিধা হবে।

বসিরহাটে বাসন্তী পুজো
আলোর রোশনাই আর ঢাক-কাঁসরের বাদ্যিতে বসিরহাটে জমে উঠেছে বাসন্তী পুজো। সপ্তমীর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রতিমা দেখতে মণ্ডপগুলিতে ভিড় জমান এলাকাবাসী। বসিরহাটের এলিট ক্লাবের মাঠে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং লোক সংস্কৃতি বিষয়ক মেলা বসেছে। শশিনা যুবক সমিতির মণ্ডপ ও প্রতিমা দর্শক টানছে। ইটিন্ডার কালিবাড়ি ও ঘোজাডাঙার বাসন্তী পুজো হচ্ছে বেশ ধুমধামের সঙ্গেই। আলোয় সেজেছে হরিশপুরের বিদ্রোহী সঙ্ঘ এবং জনপ্রিয় সমিতির পুজো মণ্ডপ। পুজোয় এখানেও মেলা বসেছে। জনপ্রিয় সমিতির পক্ষে প্রসেনজিৎ বসাক বলেন, “পুজোয় নাটক ও যাত্রানুষ্ঠানের রীতি দীর্ঘ ৭৮ বছর ধরে চলে আসছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.