টুকরো খবর
শিশু চুরির দায়ে কারাদণ্ড
একটি শিশুকে চুরি করে ভিক্ষা করানোর ঘটনায় মা ও ছেলেকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। অনাদায়ে আরও চার মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতের সেশন জজ ফাস্ট ট্র্যাক দ্বিতীয় আদালতের বিচারক এই আদেস দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, চাপড়ার বাসিন্দা পিয়ার মণ্ডল ৩ বছরের শুভ সাউকে কলকাতার কালীঘাট এলাকা থেকে অপহরণ করে। সরকার পক্ষের আইনজীবী রবীন্দ্রনাথ চাকী বলেন, “পিয়ার মণ্ডল বাচ্চাটিকে চুরি করে আনার পর তার মা টুনি মণ্ডল তাকে দিয়ে ভিক্ষা করাত। বিষয়টা জানাজানি হলে বাসিন্দারা পুলিশে অভিযোগ করেন। পুলিশ দু’জনকে গ্রেফতার করে এবং শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেয়।

কল্যাণীতে কর্মবিরতি প্রত্যাহার
সরকারি আশ্বাস পেয়ে শুক্রবার কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন অনুমোদিত ৩৬ দন শিক্ষক নিয়োগ ওবং শিক্ষকদের পদোন্নতির দাবিতে মঙ্গলবার থেকে এই কর্মবিরতি শুরু করেছিলেন শিক্ষকেরা। সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম পাল বলেন, “উপাচার্যের মাধ্যমে সরকারি আশ্বাস পেয়ে এবং পড়ুয়াদের কথা ভেবে আপাতত কর্মবিরতি প্রত্যাহার করা হল।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দোপাধ্যায় বলেন, “সরকারের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের পদোন্নতির বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। এটা জানার পর শিক্ষকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।”

শিশু চুরি করায় কারাদণ্ড
একটি শিশুকে চুরি করে নিয়ে গিয়ে ভিক্ষা করানোর ঘটনায় মা ও ছেলেকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। অনাদায়ে আরও চার মাস কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে। শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতের সেশন জজ ফাস্ট ট্র্যাক দ্বিতীয় আদালতের বিচারক শিউলি বিশ্বাস ওই সাজা দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, চাপড়ার বাসিন্দা পিয়ার মণ্ডল শুভ সাউ নামে এক তিন বছরের বাচ্চাকে খাবারে আফিং মিশিয়ে কলকাতার কালীঘাট এলাকা থেকে অপহরণ করে নিয়ে আসে। সরকার পক্ষের আইনজীবী রবীন্দ্রনাথ চাকী বলেন, “পিয়ার মণ্ডল বাচ্চাটিকে চুরি করে আনার পর তার মা টুনি মণ্ডল তাকে দিয়ে ভিক্ষা করাত। বিষয়টা জানাজানি হওয়ার পর স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ দু’জনকে গ্রেফতার করে এবং শিশুটিকে তার মা মঞ্জু সাউয়ের হাতে তুলে দেয়।”

দুর্ঘটনায় জখম ৩৬
নিজস্ব চিত্র।
রাস্তার পাশের নয়ানজুলিতে বাস উল্টে গিয়ে আহত হয়েছেন ৩৬ জন। কৃষ্ণনগরের মুক্তিনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর রানাঘাটগামী একটি বেসরকারি বাস উল্টে ওই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ২৫ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এক জনকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। পুলিশের অনুমান, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারানোয় ওই দুর্ঘটনা ঘটেছে।

বঁটির কোপে নিহত বৃদ্ধ
সাত সকালেই বঁটি নিয়ে মানসিক ভারসাম্যহীন তরুণ ছুটেছিল ফরাক্কা স্টেশনের দিকে। স্টেশন চত্বরে সেই সময়ে ভিক্ষে করছিলেন স্থানীয় ভবঘুরে মন্টু রবিদাস (৬৫)। ভবেশ হালদার নামে বছর আঠারোর ওই তরুণের বঁটির কোপে স্টেশন চত্বরেই মারা যান তিনি। ভবেশকে ঠেকাতে গিয়ে বঁটির ঘায়ে অল্পবিস্তর চোট পান অনেকেই। আশারানি হালদার নামে এক জনকে গুরুতর জখম অবস্থায় বেনিয়াগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়। জনতা অবশ্য ভবেশকে ধরে বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাকেও ভর্তি করানো হয় ওই হাসপাতালে। স্থানীয় সূত্রের খবর, স্টেশন লাগোয়া ঝুপড়িতে বাবা-মার সঙ্গে দীর্ঘ দিন রয়েছে ভবেশ। তবে সে আগে কখনও এমন ‘হিংস্র’ হয়ে ওঠেনি বলেই পড়শিদের দাবি।

প্রতিবাদ মিছিল
জেলা পরিষদের আর্থিক ও উন্নয়নমুলক দায়দায়িত্ব জেলা শাসকের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে শুক্রবার জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করল বামফ্রণ্ট। তারা জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি পোষ্ট অফিস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এস এম সাদি বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং অগণতান্ত্রিকভাবে এটি করা হয়েছে। এর প্রতিবাদে আমরা ধারাবাহিক আন্দোলন করব।”

পুড়ে ছাই ৫টি বাড়ি
আগুনে পুড়ে ছাই হয়ে গেল পাঁচটি বাড়ি। শুক্রবার দুপুরে করিমপুরের সেনপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। দমকল ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর পিয়ার শেখের বাড়িতে রান্নাঘরের উনুন থেকে কোনওভাবে আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে পাশের আরও চারটে বাড়িতে। গ্রামবাসীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারা গিয়েছে দু’টি ছাগল ও একটি গরু।

বিষক্রিয়ায় অসুস্থ ২৮
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন ২৮ জন। এদের মধ্যে ১৭ জন শিশু। তাদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকলেই কোতোয়ালির বৈকুন্ঠনগরের বাসিন্দা। বৃহস্পতিবার রাত থেকেই সকলের পেট ব্যাথা-সহ নানান উপসর্গ দেখা দেয়। বুধবার রাতে স্থানীয় একটি প্রতিষ্ঠানের পুজোয় খিচুড়ি খেয়েছিলেন এলাকার লোকেরা। চিকিৎসকদের অনুমান তার থেকেই এই বিষক্রিয়া হয়েছে।

অস্ত্র-সহ গ্রেফতার
অস্ত্র-সহ গ্রেফতার করা হল এক যুবককে। শুক্রবার সন্ধ্যায় রানিনগরের শেখপাড়া এলাকা থেকে আজিজুল শেখ নামে ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। বাড়ি নবিপুর-আড়লপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, একটি পিস্তল, ম্যাগাজিন, ও তিন রাউন্ড গুলি পাওয়া গিয়েছে তার কাছ থেকে।

বাসুদেবপুরে লুঠপাট
সামশেরগঞ্জের বাসুদেবপুরে এক বৃদ্ধের বাড়িতে ডাকাতি হল শুক্রবার সন্ধ্যায়। তারাপদ চৌধুরী নামে ওই বৃদ্ধকে মারধর করে বেঁধে রেখে দুষ্কৃতীরা লুঠপাট চালায় বলে অভিযোগ। তদন্ত শুরু হয়েছে।

অস্ত্র-সহ গ্রেফতার পাঁচ
বৃহস্পতিবার রাতে নদিয়ার চাকদহের পাঁচপোতায় অস্ত্রসহ পাঁচ জন যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে দু’টি দেশি পিস্তল, দু’রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই পাঁচ জন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

আগুনে পুড়ে মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন আগেসান বেওয়া (৬৫) নামে এক মহিলা। বাড়ি বীরভুমের মুরারইয়ের বিশোর গ্রামে। নমাজ পড়ার সময় বাড়িতে কুপির আগুন লেগে ওই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। বুধবার তাকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার তিনি মারা যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.