টুকরো খবর
পদার্থবিদ্যার গবেষণা প্রসারে আলোচনাচক্র
সত্যেন্দ্রনাথ বসু সেন্টার ফর বেসিক সায়েন্সের আর্থিক সহায়তায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের উদ্যোগে ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন হলে সম্প্রতি তিন দিনব্যাপী এক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হল। বিষয় ছিল: ফিজিক্স অব কোয়ান্টাম অ্যান্ড ন্যানো সিস্টেমস। গত মঙ্গলবার এই কর্মশালার উদ্বোধন করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব কাল্টিভেশন অব সায়েন্সের অধ্যাপক অশ্বিনী ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অব টেকনোলজি-র সহ-উপাচার্য প্রশান্তকুমার মহাপাত্র, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রধান পি সি জানা, আইআইটি খড়্গপুরের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন প্রধান আর এন পি চৌধুরী, ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ কে কে রাহি প্রমুখ। তিন দিনের এই কর্মশালায় গবেষণাপত্র উপস্থাপন করেন ১৩ জন শিক্ষক-গবেষক। তাঁদের মধ্যে ছিলেন আইআইটি খড়্গপুরের অমল মণ্ডল, বেসুর অধ্যাপিকা দীপালি বন্দ্যোপাধ্যায়, সাহা ইনস্টিটিউটের সত্যজিৎ হাজরা, আইআইটি মান্ডির মেন্টর অর্ঘ তরফদার প্রমুখ। কর্মশালার আহ্বায়ক অধ্যাপক রাধারমণ পাল জানান, প্রত্যন্ত এলাকায় পদার্থবিদ্যার অনুশীলন ও গবেষণাকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে ঝাড়গ্রাম রাজ কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিশেষ সহায়তায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পিংলায় তৃণমূলের সংঘর্ষে জখম ১২
শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব আবার সংঘর্ষের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরে। এ বার পিংলায়। শুক্রবার সন্ধ্যায় পিংলার ক্ষীরাইয়ে সংঘর্ষ বাধে তৃণমূলের গৌরহরি মাইতি গোষ্ঠীর সঙ্গে আয়ুব খান গোষ্ঠীর লোকজনের। দু’পক্ষের কম করে ১২ জন আহত হন। তাঁদের পিংলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ যায়। আয়ুব খানকে গ্রেফতার করে। সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেফতারের জন্যও তল্লাশি শুরু হয়েছে। বিড়ম্বিত ব্লক এবং জেলা তৃণমূল নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। শাসকদলের নিয়মিত সংঘর্ষের জেরে জেলারই কেশপুরে এক সময়ে ১৪৪ ধারা পর্যন্ত জারি করতে হয় প্রশাসনকে। অন্য একাধিক ব্লকে তৃণমূলের প্রায় নিত্যকার গোষ্ঠী-সংঘর্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ ছড়াচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও বিরক্তি ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

নিখোঁজ কলেজ ছাত্রী
পরীক্ষার ফল আশানুরূপ না-হওয়ায় বকাবকি করেছিলেন বাবা-মা। সেই রাত থেকেই আর খোঁজ মিলছে না এক কলেজ ছাত্রীর। নিখোঁজ অভিষিক্তা মণ্ডলের বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া স্টেশনবাজার সংলগ্ন রেলওয়ে কলোনি এলাকায়। কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের বোটানি অনার্সের প্রথম বর্ষের ছাত্রী অভিষিক্তার বাবা-মাদু’জনেই পাঁশকুড়ার দু’টি হাইস্কুলের প্রধানশিক্ষক-প্রধানশিক্ষিকা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কলেজের প্রথম বর্ষের টেস্ট পরীক্ষায় আশানুরূপ ফল করতে না-পারায় বৃহস্পতিবার রাতে অভিষিক্তাকে বকেছিলেন তাঁর বাবা-মা। রাতেই বাবা-মা ঘুমিয়ে থাকার সময় বাড়ি ছেড়ে বেরিয়ে যান ওই তরুণী। বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও সন্ধান না মেলায় পরিবারের লোকেরা পাঁশকুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিষিক্তার বাবা দেবেন্দ্রনাথ মণ্ডল বলেন, “পরীক্ষায় ভাল ফল না-হওয়ায় ওকে বকুনি দিয়েছিলাম। কিন্তু এমন ঘটনার কথা ভাবতেও পারনি। উদ্বেগে রয়েছি।” তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পাঁশকুড়া থানার পুলিশ।

রাজার নামে কলেজ, দাবি
লালগড়ের রামগড়ে নির্মীয়মাণ পলিটেকনিক কলেজটি রামগড় রাজবংশের প্রয়াত রাজা রঞ্জিতকিশোর সিংহ সাহস রায়ের নামাঙ্কিত করার দাবি তুলেছেন স্থানীয়েরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, রামগড়ে ওই পলিটেকনিক কলেজটির ভবন তৈরির জন্য প্রয়োজনীয় টেন্ডার হয়ে গিয়েছে। পলিটেকনিক-এর জন্য জমি দিতে সম্মত হয়েছে স্থানীয় রাজ পরিবার। রামগড় রাজ পরিবারের দান করা সাড়ে দশ একর জমিতে বুধবার থেকে পলিটেকনিক-ভবনের জন্য ভিতকাটার প্রাথমিক কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রের খবর, রামগড় রাজপরিবারের উত্তরসূরি দুলালি রায়ের সম্মতিক্রমে রাজ পরিবারের তরফে ‘রাই-কালাচাঁদ সেবা-শিক্ষা-স্বাস্থ্য ট্রাস্ট’ ওই জমিটি দান করেছে। আগামী ৩ এপ্রিল, মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পলিটেকনিকটি রঞ্জিতকিশোর সিংহ সাহস-রায়ের নামাঙ্কিত করার জন্য রাজ্য কারিগরি শিক্ষা দফতরের সচিব মনোজকুমার অগ্রবালের কাছে দাবিপত্র পাঠিয়েছেন এলাকাবাসী।

এমনই বেহাল তমলুক থেকে শ্রীরামপুর যাওয়ার রাস্তা। ছবি তুলেছেন পার্থপ্রতিম দাস।


ঝাড়গ্রামে মাইন
শুক্রবার ঝাড়গ্রাম থানার রাধানগর অঞ্চলের জয়নগর গ্রাম সংলগ্ন এলাকা থেকে একটি ডিরেকশনাল মাইন উদ্ধার করল যৌথ বাহিনী। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সিআরপি’র ১৮৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট রবীন্দ্র ভগতের নেতৃত্বে যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাইনটি উদ্ধার করে। জমির আলের কাছে মাটিতে পোঁতা ছিল মাইনটি। তারের সঙ্গে সংযুক্তও করা ছিল। দুপুরে মেদিনীপুর থেকে সিআইডি’র বম্ব স্কোয়াড এসে মাইনটি নিষ্ক্রিয় করে দেয়। রবীন্দ্র ভগতের দাবি, যৌথ বাহিনীর উপর হামলা চালানোর উদ্দেশ্যেই মাইনটি পোঁতা হয়েছিল। কারণ, যে জায়গায় মাইনটি পোঁতা হয়েছিল, সেখানে মাঝেমধ্যেই রুটিন-তল্লাশিতে যান বাহিনীর জওয়ানেরা। ঘটনার পিছনে মাওবাদী বা তাদের সহযোগীরা জড়িত বলে পুলিশের সন্দেহ। তবে কেউ গ্রেফতার হয়নি।

প্রৌঢ়া খুনের ঘটনায় কেউই ধরা পড়েনি
ছ’দিন কেটে গেলেও আদিবাসী প্রৌঢ়া টুনি মান্ডি খুনের ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এমনকী কী কারণে খুন হয়েছেন ওই প্রৌঢ়া, সে ব্যাপারেও পুলিশ এখনও অন্ধকারে। ফলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এলাকায়। যদিও পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। গত রবিবার ঘাটালের শিমুলিয়া গ্রামের বাসিন্দা টুনিদেবী বাড়ির কাছেই রানিরবাজারে পুজো দেখতে গিয়ে আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে বাড়ির অদূরে একটি মাঠে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। টুনিদেবীর দাদা গোপাল মান্ডির অভিযোগ, “এখনও বোনের খুনিদের পুলিশ ধরতে পারেনি। কিছু বলছেও না থানা।”

মন্ত্রীর আশ্বাস
সবং-পিংলায় লোডশেডিংয়ের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। মানসবাবু সবংয়ের বিধায়ক। সেখানেই তাঁর বাড়ি। বৃহস্পতিবার মেদিনীপুরে তাঁত-মেলা উদ্বোধনের পর বাড়ি যান তিনি। শুক্রবার স্থানীয় চাষিরা তাঁকে জানান, লোডশেডিংয়ের জেরে চাষের জল তোলা যাচ্ছে না। মার খাচ্ছে বোরো চাষ। বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তের সঙ্গে কথা বলেন মানসবাবু। মণীশবাবু জানান, লো-ভোল্টেজের জন্যই এই সমস্যা। মানসবাবু দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

ঝুলন্ত দেহ উদ্ধার
বাড়ির ভিতর থেকে শুক্রবার সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃত আর্য মণ্ডল (৩৬) তমলুক শহরের পার্বতীপুর এলাকার বাসিন্দা। এ দিন সকালে প্রাথমিক স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে পরীক্ষার ফল জানতে গিয়েছিলেন আর্যবাবুর স্ত্রী। পরে বাড়ি ফিরে আর্যবাবুর ঝুলন্ত দেহটি দেখতে পান তিনি। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তমলুক থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের অনুমান, ব্যবসায়িক কারণে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন।

ইতিহাস-আলোচনা
ইউজিসি-র অর্থানুকূল্যে মহিষাদল রাজ কলেজের ইতিহাস বিভাগ এবং তমলুক ইতিহাসচর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে শুক্র ও শনিবার রাজ কলেজে অনুষ্ঠিত হচ্ছে একটি আলোচনাচক্র। ‘বাংলার অপেশাদার ইতিহাসবিদদের কথা’ বিষয়ে এই আলোচনায় দু’দিনে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকলেজ, বিশ্ববিদ্যালয়, লেখ্যাগার, গ্রন্থাগারের শিক্ষক-গবেষক, আধিকারিকরা অংশ নিচ্ছেন।

সড়কে দেহ উদ্ধার
পেশায় কাঠমিস্ত্রি, দাসপুরের বরুণ বারুই (৪০) ভোর বেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন। হেঁটেই ঘাটালে আসছিলেন। পরে ঘাটাল থানার কাটান সংলগ্ন এলাকায় ঘাটাল-পাঁশকুড়া সড়কের পাশে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকার বাসিন্দারা। বরুণবাবুর মাথায় ও পায়ে আঘাত ছিল। পুলিশের অনুমান, ভোরে কোনও গাড়ির ধাক্কাতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। অন্য সম্ভাবনা নিয়েও তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.