সর্বজনীন বাসন্তী-বন্দনা হলদিয়ায় |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বসন্তের ‘বাসন্তী’ পুজোও এখন সর্বজনীন। শুক্রবার, মহাসপ্তমীতে উৎসবের সেই রূপই ধরা পড়ল হলদিয়া মহকুমার বিভিন্ন এলাকায়। তবে থিমের পুজো নয়। মণ্ডপ থেকে প্রতিমাসমস্তটাই সাবেক।
রমরমায় ঘাটতি নেই। বাজেটে কিছু ক্ষেত্রে দুর্গাপুজোকেও ছাপিয়ে গিয়েছে বাসন্তীপুজো। মহিষাদলের ভারত সেবাশ্রম সঙ্ঘের পুজো এ বার ৪৭ বছরে পড়ল। পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই নিজেদের বাৎসরিক উৎসব সেরে ফেলেন প্রতিষ্ঠানের সদস্যরা। বছরভরের প্রণামী দিয়ে প্রায় ৫ লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে। আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রিগুনানন্দ বলেন, “আমাদের এটাই মূল উৎসব। পুজোর পাশাপাশি দীক্ষা দিতে উপস্থিত রয়েছেন সঙ্ঘের সহ-সভাপতি স্বামী মাধবানন্দ।” মৃণ্ময়ী প্রতিমার চিন্ময়ী রূপ। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও লাঠি খেলা, বাউল গান, লোকসঙ্গীত, ঝুমুর, ছৌ-নৃত্যের আয়োজন করা হয়েছে। এ বার ৪০টি স্কুলের দুঃস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য ও ৩০ হাজার লোকের পংক্তিভোজনের ব্যবস্থা করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। |
|
মহিষাদলের একটি ক্লাবের পুজো। ছবি: আরিফ ইকবাল খান। |
মহিষাদলেরই কসমস ক্লাবের পুজোর এ বার ২৭তম বর্ষ। আটচালার সাবেক মণ্ডপে ১০ ফুটের মৃণ্ময়ী প্রতিমা। পুজো উপলক্ষে নানান অনুষ্ঠানের পাশাপাশি নবমীতে দুঃস্থদের বস্ত্রদান ও সকলের জন্য পংক্তিভোজনের ব্যবস্থা থাকছে। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন এই পুজোর বাজেট ৩ লক্ষ টাকা। এলাকারই গড়কমলপুর মিলন সঙ্ঘের ১৫ ফুটের প্রতিমাটি কুমোরটুলির শিল্পী সুকুমার প্রামাণিকের তৈরি। ১৮ বছরের এই পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেবামূলক কাজে গুরুত্ব দিয়েছেন উদ্যোক্তারা।
পিছিয়ে নেই শিল্পশহরও। ৬৩তম বর্ষের পুজোয় বাসুদেবপুর বাসন্তী পুজো কমিটির বাজেট প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। মণ্ডপে ১২ ফুটের প্রতিমার অপরূপ শোভা। ষষ্ঠীর দিন পুজোর উদ্বোধন করেছেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। পুজো কমিটির সম্পাদক পবিত্র দাসের কথায়, “এ বার স্বাস্থ্যপরীক্ষা ও রক্তদান শিবিরের পাশাপাশি সেবামূলক কাজে জোর দিয়েছি।” হলদিয়া টাউনশিপের ভেটেরান্স ক্লাবের পুজোর এটাই প্রথম বছর। ডাকের অলঙ্করণে দেবীর প্রতিমার অন্য রূপ এখানে। ধূমধাম সহকারে বাসন্তী পুজো করছে মাখনবাবুর বাজারের বন্ধন স্পোর্টিং ক্লাবও। সর্বজনীন বাসন্তী পুজোকে ঘিরে উৎসবের মেজাজ চারিদিকে।
|
|