টুজি স্পেকট্রাম বণ্টন নিয়ে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) রিপোর্টকে অস্ত্র করে এত দিন কেন্দ্রে কংগ্রেসকে চাপে রাখতে সচেষ্ট ছিল বিজেপি। আজ সেই সিএজি-র রিপোর্টকে অস্ত্র করেই বিজেপি-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেস। এবং তা-ও বিজেপির ‘পোস্টার বয়’ তথা গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে।
গুজরাতে তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের বিষয়ে সিএজি-র ওই রিপোর্টটি আজ বিধানসভায় পেশ হয়েছে। তাতে বলা হয়েছে, ‘গুজরাত রাজ্য পেট্রোলিয়াম কর্পোরেশন’ দু’টি বেসরকারি সংস্থাকে আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছে। এরই পাশাপাশি পরিচালন ব্যবস্থার ত্রুটির কারণে রাজ্য সরকারের অধীন এই রাষ্ট্রায়ত্ত সংস্থার পাঁচ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। ক’দিন আগেই গুজরাতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি নিয়ে আরও একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। তাতে বলা হয়েছে, ওই সংস্থাগুলির ক্ষতির পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা।
স্বাভাবিক ভাবেই এই রিপোর্টগুলি প্রকাশিত হওয়ার পর রাজ্য কংগ্রেস নেতৃত্ব এখন সরাসরি মোদীর বিরুদ্ধে মুখর। রাজ্য কংগ্রেস সভাপতি অর্জুন মোড়ওয়াড়িয়া আজ বলেন, গুজরাত সরকারের সব কিছুই মোদীর অঙ্গুলিহেলনে চলে। ফলে দু’টি বেসরকারি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার পিছনে তাঁরই হাত রয়েছে। রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে মোদী ‘উজ্জ্বল’ ছবি তুলে ধরতেন এত দিন। সেটা যে মিথ্যাচার তা এখন প্রমাণিত। আর তা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ক্ষতির বহর দেখেই বোঝা যাচ্ছে। এ বছরের শেষ দিকে গুজরাতে ভোট। তার আগে সম্প্রতি একটি উপনির্বাচনে বিজেপি পরাস্ত হওয়ায় কংগ্রেস নেতারা উজ্জীবিত। সিএজি-র রিপোর্ট হাতে পেয়ে এখন মোদী-বিরোধী প্রচার জোরদার করতে চাইছে কংগ্রেস। |