|
|
|
|
|
|
|
নৃত্য সমালোচনা ২... |
|
সব সুন্দর নয়
শিখা বসু |
‘আনন্দ চন্দ্রিকা’র নিবেদনে ভানুসিংহের পদাবলীর নৃত্য পরিবেশিত হল অমিতা দত্তর পরিচালনায়। অমিতার নৃত্যমাধ্যম কত্থক। আশা ছিল অমিতা হয়তো এই শৈলীকে ভেঙে নতুন কোনও নৃত্যরূপ সৃষ্টি করবেন। তা না করে তিনি বোল-বাণী সহ ব্যবহার করেছেন বিশুদ্ধ কত্থকের, যা কত্থক হিসেবে প্রশংসনীয় কিন্তু ভানুসিংহের পদাবলীর সঙ্গে মেলে না। দ্বিতীয়ত, এই পদাবলীর ব্রজবুলী ভাষার বিশেষ একটি ধরন এবং সৌন্দর্য আছে। পরিচালিকা তা না মেনে অনায়াসে তার সঙ্গে মিশিয়েছেন ‘তারে চোখে দেখিনি’, ‘ওগো শোনো’ প্রভৃতি রবীন্দ্রসঙ্গীত। রাধাবেশী অমিতা দত্তর নৃত্যভঙ্গি ভাল, কিন্তু সময় বাড়াতে গিয়ে তিনি একই ভঙ্গির পরিবেশন কেন বারবার করেছেন, বোঝা গেল না। রাধার অভিব্যক্তি এতটা চড়া কেন? বরং অমিতার প্রশংসা করতে হয় সখীদের নাচের দৃশ্যে, যেখানে সুন্দর ছবি তৈরি করেছেন তিনি।
|
অপরূপ নৃত্য
পিনাকী চৌধুরী |
সম্প্রতি রবীন্দ্রসদনে ‘ব্রহ্মকমল’ আয়োজিত নৃত্যানুষ্ঠানের শুরুতেই ছিল ‘আরতি’ নৃত্যশৈলী, উপস্থাপনা করলেন সার্বণিক দে। পরে শিবের অর্ধনারীশ্বর রূপের নৃত্যটি প্রদর্শন করলেন সুতপা তালুকদার। শিল্পীর অপরূপ নৃত্যশৈলী এবং নিখুঁত পদচারণা দর্শকদের মুগ্ধ করে। সংস্থার শিশুশিল্পীদের রবীন্দ্রনাথের ‘আনন্দধারা’য় অংশ নিয়েছিল স্নেহা নন্দী, চৈতালী রায় প্রমুখ। শেষে ছিল সার্বণিক দে-র ‘মায়া কৈলাস’। বীররস ও শৃঙ্গার রসের মিশ্রণে নৃত্যশৈলীটি বেশ উপভোগ্য। সঞ্চালনায় ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়।
|
সফল চণ্ডালিকা
চৈতি ঘোষ |
সম্প্রতি ‘নৃত্যক্ষেত্র’ আয়োজিত কর্ণাটকী সুরে প্রভাবিত এক গুচ্ছ রবীন্দ্রসঙ্গীতের সম্ভার নিয়ে তাদের প্রথম নিবেদন ছিল ‘আজি দক্ষিণ পবনে’। এই উপস্থাপনাটিতে ভরতনাট্যম নৃত্যাঙ্গিকে রূপায়িত ‘মীনাক্ষ্মী মে’, ‘নিদুচরণমূলে’ ইত্যাদি দক্ষিণ ভারতীয় গানগুলির সঙ্গে সার্থক সমন্বয়সাধন ঘটে রাবীন্দ্রিক নৃত্যশৈলীতে নিবদ্ধ ‘লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘বাসন্তী হে ভুবন মোহিনী’ গানগুলির। পরিচালক অনুসূয়া বন্দ্যোপাধ্যায়। পরে খুদে শিল্পীদের ‘লুকোচুরি’ নৃত্যনাট্যে খোকার ভূমিকায় রূপসা বেশ সপ্রতিভ। অনুষ্ঠানটি শেষ হয় ‘চণ্ডালিকা’ নৃত্যনাট্য দিয়ে। নৃত্যশিল্পী অনুসূয়ার দক্ষতার পরিচয় পাওয়া যায় তাঁর সুন্দর মুখজ অভিনয়ে। বিশেষত ‘নিদুচরণমূলে’ গানটিতে শবরীর ভূমিকায় তাঁর অসাধারণ অভিব্যক্তি দর্শকদের মন ছুঁয়ে যায়। তবে সহকারী শিল্পীদের নৃত্যে সামঞ্জস্যের কিছুটা অভাব চোখে পড়ে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুকৃতি লহড়ি। |
|
|
|
|
|