টুকরো খবর
ট্রান্সফর্মার ফেটে ব্যাহত বিদ্যুৎ সরবরাহ
রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিধাননগর সাব স্টেশনে একটি ‘কারেন্ট ট্রান্সফর্মার’ ফেটে যাওয়ায় শুক্রবার ভোর ৩টে নাগাদ ডিপিএল থেকে বিদ্যুৎ সরবরাহকারী এলাকায় বিদ্যুৎ চলে যায়। ভোর ৫টা নাগাদ বিদ্যুৎ এলেও দিনভর ডিপিএলে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা গিয়েছে। ডিপিএল সূত্রে জানা গিয়েছে, ভোরে রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিধাননগর সাব স্টেশনে একটি ‘কারেন্ট ট্রান্সফর্মার’ ফেটে যায়। সেই সময় ডিপিএলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল ২৮৫ মেগাওয়াট। এক ধাক্কায় তা শূন্যে নেমে আসে। ডিপিএলের এলাকা যেমন বিধাননগর, সিটি সেন্টার, সগড়ভাঙা, দুর্গাপুর স্টেশন-সহ রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুক, বামুনাড়া শিল্পাঞ্চলে বিদ্যুৎ চলে যায়। ঘণ্টা দু’য়েক পরে রাজ্য বিদ্যুৎ পর্ষদ থেকে গ্রিড মারফত বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু করে ডিপিএল। এ দিকে, ডিপিএলের ইউনিটগুলি চালু করতে গিয়ে সমস্যায় পড়েন কর্তৃপক্ষ। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ওয়াটার ওয়ার্কস বিভাগের পাইপ লাইনে জমা জল ফিরে গিয়ে ডুবিয়ে দেয় পাম্প। পাম্প না চলায় বয়লারে জল পাঠানো যায়নি। ফলে ইউনিট চালু করা যায়নি। বিকেলে ৭ নম্বর ইউনিটটি চালু করা সম্ভব হয়। রাতের দিকে বাকি তিনটি ইউনিটও চালু করে ফেলা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সুবর্ণজয়ন্তী উৎসব পালন
পঞ্চাশ বছরে পা দিল আসানসোলের কবিকণ্ঠ পত্রিকা। সেই উপলক্ষ্যে আসানসোল ট্রিনিটি ট্রাস্ট পাঠচক্রে ২৫ মার্চ পালিত হল সুবর্ণজয়ন্তী। উপস্থিত ছিলেন কবি আব্দুস সামাদ, পি কে বন্দ্যোপাধ্যায়-সহ ১৪২ জন কবি ও সাহিত্যকর্মী। প্রকাশিত হল পত্রিকায় ৫০ বছরের সাহিত্য সংকলন ‘কবিকন্ঠ সুবর্ণ সংগ্রহ’। অনুষ্ঠানের উদ্বোধন করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। ১৯৬৩ সাল থেকে কবি অসীমকৃষ্ণ দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়ে চলেছে এই পত্রিকা। অন্নদাশঙ্কর রায়, প্রেমেন্দ্র মিত্র, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়-সহ বহু খ্যাতনামা সাহিত্যিকের লেখা তাঁর এই ছোট পত্রিকাটিকে সমৃদ্ধ করেছে। প্রকাশিত হয়েছে বিভিন্ন ভারতীয় ভাষা ও বিদেশি ভাষা সাহিত্যের বাংলা অনুবাদও। এ দিনের অনুষ্ঠানে কবিতা পাঠ ছাড়াও ছিল ‘বাংলা কবিতার ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনাচক্র।

বার-এর ভোটে কাটোয়ায় জয় পেল কংগ্রেস
তৃণমূলকে হারিয়ে কাটোয়া মহকুমা আদালতের বার অ্যসোসিয়েশন নির্বাচনে ৫ টি আসনে জয়ী হলেন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এ বছর কোনও প্রতিদ্বন্দ্বিতা করেনি সিপিএম। ১২০ জন ভোটারের মধ্যে ১১২ জন ভোট দিয়েছেন। ১০০ বছরের বেশি পুরনো এই সংগঠনের প্রথম নির্বাচন হয় ২০০৮ সালে। ওই বছর তৃণমূল ও কংগ্রেস জোট করে হারায় সিপিএম প্রভাবিত গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘকে। এ বছর তারা পরস্পরের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামে। সভাপতি পদে কংগ্রেস সমর্থিত প্রার্থী বিশ্বনাথ ঘোষ তৃণমূল সমর্থিত রমনীমোহন গুপ্তকে হারিয়ে দেন। সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে জয়ী হন যথাক্রমে কার্তিক দত্ত, অম্লান বন্দ্যোপাধ্যায়, ইমরান কাসেম ও শ্যামল চট্টোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সদস্য, কাটোয়া মহকুমা আদালতের আইনজীবী শেখ আসরাফ আলি বলেন, “বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বিগত বছরগুলিতে বার পরিচালনায় আমাদের ভূমিকা দেখে ভোটাররা আমাদের পাশে দাঁড়িয়েছেন।” তৃণমূলের বর্ধমান জেলা সাধারণ সম্পাদক তথা আইনজীবী মণ্ডল আজিজুলের অবশ্য দাবি, “সিপিএম ও কংগ্রেস এক হয়ে আমাদের প্রার্থীকে হারিয়ে দিয়েছে।” বধর্মান জেলার তৃণমূলের সহ-সভাপতি, কাটোয়া মহকুমা আদালতের আইনজীবী কাঞ্চন মুখোপাধ্যায় বলেন, “বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে আমার জানা নেই।”

ধস এলাকা ভরাটের চেষ্টা
রানিগঞ্জের রতিবাটি এলাকায় ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি। নিজস্ব চিত্র।
রতিবাটি ফায়ার প্রজেক্ট সংলগ্ন এলাকায় ফাটল দেখা দিয়েছিল দু’দিন আগে। তা থেকে ধোঁয়াও বেরোচ্ছিল। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ধসের পরে আবাসিকেরা এলাকা ছেড়ে চলে গিয়েছেন। জায়গাটি যে বিপজ্জনক, তা আগেই জানানো হয়েছিল। অন্যত্র স্থানান্তরের জন্য পাঁচ হাজার টাকা দিতে রাজি ছিল ইসিএল। কিন্তু তাঁরা তা নেননি। ওই ধস ভরাটের চেষ্টা হচ্ছে বলে জানায় ইসিএল।

অবৈধ ভাবে মদ বিক্রি, ধৃত
অবৈধ ভাবে বিদেশি মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জামুড়িয়ার নিঘার কাছে একটি ধাবা থেকে ওই ব্যক্তিকে ধরেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সেন্ট্রাল) সুনীল যাদব জানান, ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ১১ লিটার লাইসেন্স বিহীন বিদেশি মদও বাজেয়াপ্ত করা হয়েছে।

বেতনের দাবি
ফেব্রুয়ারি মাসের বেতন না মেলায় বিক্ষোভ দেখালেন বাঁকোলা এরিয়া কার্যালয়ের ঠিকা নিরাপত্তাকর্মীরা। কর্তৃপক্ষ মঙ্গলবার বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.