বছর তিনেক আগে ডিভিসি ব্যারাজের লকগেট ভেঙে জল জমেছিল এলাকায়। তা এখনও নামেনি। কচুরিপানায় ভর্তি ওই জল থেকে বাড়ছে মশার উপদ্রব। সম্প্রতি এক ধরনের পোকা ঢুকছে বাড়িতে। পুরসভার কাছে দ্রুত জমা জল বের করে দেওয়ার দাবি জানিয়েছেন দুর্গাপুরের বীরভানপুর এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৯-এ বর্ষাকালে দামোদরের ব্যারাজ সংলগ্ন একটি লকগেট ভেঙে যায়। সেই ভাঙা অংশ দিয়ে জল ঢুকতে থাকে। জল গিয়ে জমে বীরভানপুর ক্যানাল সংলগ্ন নিচু জায়গায়। দীর্ঘ দিন ধরে জল জমে থাকায় বর্তমানে সবটাই ঢেকে গিয়েছে কচুরি পানায়। বাড়ছে মশার উপদ্রব। ইদানিং জোঁকের মতো দেখতে এক ধরনের পোকা জল থেকে বেরিয়ে ঢুকে পড়ছে বাড়ি ঘরের ভিতরে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই জমা জল তাঁদের কোনও কাজে আসে না। উল্টে জলের জন্য নানা সমস্যায় পড়ছেন তাঁরা। এলাকাবাসী মৃত্যুঞ্জয় দাঁ বলেন, “দুর্গন্ধ, মশা তো ছিলই। এখন আবার যোগ হয়েছে এই পোকা। বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। আতঙ্কে ভুগছেন মানুষজন।” এলাকার অপর এক বাসিন্দা বাপি ধর বলেন, “দিনের পর দিন সমস্যা বাড়ছে। অবিলম্বে ওই জল বের করে ফেলার ব্যবস্থা না করা হলে সমস্যা আরও বাড়বে।” |
এলাকার বাসিন্দাদের দাবি, প্রাথমিক ভাবে জল সরিয়ে ফেলতে উদ্যোগী হোক পুরসভা। যদি তা অসম্ভব হয়, জলাশয়টির সংস্কার করে তা কাজে লাগানোর ব্যবস্থা করা হোক। ওই জলে মাছ চাষের পরিকল্পনাও করা যেতে পারে। জলাশয়টির পাশে বিভিন্ন গাছ লাগালে তা থেকেও রোজগার বাড়বে। এতে এলাকার মানুষও উপকৃত হবেন। স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে ওই কাজ করানোর আর্জি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পুরসভার ডেপুটি মেয়র শেখ সুলতান আশ্বাস দেন,বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে। |