টুকরো খবর
গ্রন্থাগারে মহাভোজ
ফের সরকারি দফতরে গ্যাস জ্বালিয়ে পিকনিকের অভিযোগ উঠল স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা গ্রন্থাগারের অফিস চত্বরে উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (২) দফতরের এক কর্মীর বদলি হয়ে যাওয়া উপলক্ষে ওই আসর বসে। আড়াই মাস আগে বালুরঘাট হাসপাতালের এক্সরে ঘরে গ্যাস জ্বালিয়ে পিকনিক করার জেরে তুমুল হয়। পিকনিক কাণ্ডে জড়িত দুই রেডিওলজিস্ট-সহ ১১ স্বাস্থ্যকর্মীকে শোকজ করে বিভাগীয় তদন্ত চলছে। গ্রন্থাগার দফতরের দোতলা অফিসের এক তলার ঘরগুলি দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চলছে। উপরের ঘরগুলিতে রয়েছে জেলা গ্রন্থাগার আধিকারিক অফিস। বৃহস্পতিবার জেলা গ্রন্থাগার আধিকারিক মৃত্যুঞ্জয় মিত্র অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “পুরো অফিস চত্বর ও বিল্ডিং গ্রন্থাগার বিভাগের অধীনে। মূল গেট ও ওই অফিস চত্বরের চাবি উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কর্মীর কাছেও থাকে। অফিস ছুটির পর পিকনিকের খবর পেয়েছি। জেলা গ্রন্থাগারিককে রপোর্ট দিতে বলেছি।”

দল গড়ছেন বংশী
সম মনোভাবাপন্ন বিভিন্ন সংগঠনকে এক ছাতায় এনে নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন জামিনে মুক্তিপ্রাপ্ত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক বংশীবদন বর্মন। ইতিমধ্যে প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। নতুন দলের নাম দেওয়া হচ্ছে গ্রেটার কোচবিহার পিপলস পার্টি। আগামী রবিবার দিনহাটায় নতুন দলের রূপরেখা চূড়ান্ত করতে বৈঠক হবে। কোচবিহার আইন পরিষদ, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (জ্যোতিষপন্থী), ভেঙে দেওয়া গ্রেটার কোচবিহার বন্দি মুক্তি কমিটির মত সংগঠনগুলি বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে সন্মতি দিয়েছে। বংশীবদন বর্মন বলেন, “নানা সংগঠনের সঙ্গে কথা হয়েছে। বাকি সম মনোভাবপন্ন সবাইকে এক ছাতার নীচে এনে নতুন দল গঠনের প্রস্তুতি চলছে। এপ্রিলের মধ্যে নতুন দলের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা যাবে আশা করছি।”

চাঁচলে ছাই ৩০টি বাড়ি
ছবি: বাপি মজুমদার।
পুড়ে ছাই হল ৩০টি বাড়ি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচলে অরবরা উত্তরপাড়ায়। দমকল যাওয়ার আগে আগুন নেভাতে গিয়ে ৬ জন জখম হয়েছেন। জখমদের একজনকে চাঁচল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে দমকলের ধারণা, রান্নাঘর থেকে ওই আগুন লেগেছে। চাঁচলের ভারপ্রাপ্ত মহকুমাশাসক অশোক সরকার বলেন, “ব্লক প্রশাসনকে দ্রুত দুর্গতদের মধ্যে ত্রাণ পৌঁছে দিতে বলা হয়েছে। সন্ধ্যার মধ্যেই বাসিন্দারা যাতে ত্রাণ পান তা দেখতে বলা হয়েছে।” পরিস্থিতি আঁচ করে বিকালে ত্রাণ নিয়ে এলাকায় যান চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ইনতাজ হোসেন। তিনি বলেন, “অগ্নিকান্ডে ৪৩টি পরিবার নিঃস্ব হয়ে গিয়েছেন। দুর্গত পরিবারগুলিকে ত্রিপল, ১২ কেজি চাল ও ১২০ টাকা এবং জিআর দেওয়া হচ্ছে। বিকাল থেকেই ত্রাণ বিলি করার কাজ শুরু হয়েছে।”

যাবজ্জীবন কারাদণ্ড
স্ত্রী’র সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে খুন করার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের অতিরিক্ত দায়রা তথা ফাস্ট ট্র্যাক (২) আদালতের বিচারক অনির্বাণ দাস ওই রায় দিয়েছেন। সাজাপ্রাপ্তের নাম নিবারণ পাহান। বাড়ি ইটাহার থানার গোপীনাথপুর এলাকায়। ২০০৯ সালের ২৯ জুলাই সে প্রতিবেশী যুবক প্রদীপ পাহানকে গাছের ডাল দিয়ে পিটিয়ে খুন করে।

চাষে ভর্তুকি দিল চা পর্ষদ
জেলার ক্ষুদ্র চা চাষিদের ১১টি স্বনির্ভর গোষ্ঠীকে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ভরতুকি দিল ভারতীয় চা পর্ষদ। কারখানা তৈরি, পাতা বহনকারি গাড়ি কেনা, সার বা পাতা রাখার ঘর সহ ছোট চা বাগানের নানান পরিকাঠামো তৈরির জন্য এই ভরতুকি প্রদান করা হয়েছে। চা পর্ষদের এই ভরতুকির জেরে ১১টি গোষ্ঠীর প্রায় তিন হাজার চা চাষি উপকৃত হবেন বলে চা পর্ষদ সূত্রে জানিয়েছে। পর্ষদের তপশিলি জাতি সাব প্ল্যান স্কিমের আওতাতেই এই ভরতুকি প্রদান করা হয়েছে।

ব্যাঙ্কে হানা, লুঠের চেষ্টা
পুলিশ ফাঁড়ির কাছে ব্যাঙ্কে হানা দিল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটে গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা ওই ব্যাঙ্কের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা লকার ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। ব্যাঙ্কের আলমারি ভেঙে কাগজ তছনছ করে পালিয়ে যায়। ব্যাঙ্কের শাখা ম্যানেজার শুভ সিংহরায় বলেন, “ব্যাঙ্ক ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা হানা দেয়। তারা লকার ভাঙতে পারেনি। থানায় অভিযোগ করা হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.