প্রশ্ন: সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারগুলির জন্য এমন একটা নির্দেশিকা দরকার হল কেন?
উত্তর: ছোট কাগজগুলিকে সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত।
প্রশ্ন: কীসের ভিত্তিতে সংবাদপত্রগুলিকে নির্বাচন করলেন আপনারা?
উত্তর: সরকারি সাহায্য ছাড়াই যে সব সংবাদপত্র চলতে পারবে, সেগুলিকে তালিকায় রাখা হয়নি। আর্থিক ভাবে যেগুলি দুর্বল, সেগুলিকে সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত।
প্রশ্ন: কোনও সংবাদপত্রকে সাহায্য করা কি সরকারের কাজ?
উত্তর: কোনও মন্তব্য করব না।
প্রশ্ন: জেলার ছোট কাগজগুলিকে তা হলে তালিকায় রাখা হল না কেন?
উত্তর: এ নিয়ে মন্তব্য করব না।
প্রশ্ন: প্রথম নির্দেশিকায় কোনও ইংরেজি দৈনিক রাখা হয়নি কেন?
উত্তর: ভাষার সমস্যার কথা মাথায় রেখে প্রথমে কোনও ইংরেজি দৈনিক রাখা হয়নি। পরে দফতরে আলোচনা করে একটি ইংরেজি পত্রিকাকে তালিকায় ঢোকানো হয়েছে।
প্রশ্ন: জাতীয় স্তরের একটি
ইংরেজি দৈনিকেরও কি সরকারি সাহায্য দরকার আছে বলে আপনি মনে করেন?
উত্তর: কোনও ইংরেজি দৈনিক ছিল না বলে ওই দৈনিকটিকে রাখা হয়েছে। কিন্তু কেন ওটিকেই রাখা হল, কেনই বা বাকিরা বাদ গেল, তার উত্তর আমি দেব না। আমি তো আপনাদের (সাংবাদিকদের) পছন্দমতো সংবাদপত্র রাখব না! সরকারের যেটা পছন্দ হবে, সেটাই রাখা হবে।
প্রশ্ন: বেছে বেছে তৃণমূল সাংসদদের পত্রিকাগুলিই কি তালিকায় রাখা হল?
উত্তর: রাজ্যসভার সাংসদরা নির্বাচিত হওয়ার আগেই এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দলীয় মুখপত্র কিন্তু এই তালিকায় জায়গা পায়নি!
প্রশ্ন: মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের
কথা জানেন?
উত্তর: মুখ্যমন্ত্রী খুশি। উনি বলেছেন, ভাল কাজ হয়েছে। বুধবারই ওঁকে জানাই, তালিকায় আরও সংবাদপত্র যুক্ত করা হবে। সেই মতো পাঁচটি দৈনিক যোগ করা হয়েছে।
প্রশ্ন: বাড়িতে কী পত্রিকা পড়েন?
উত্তর: বাড়িতে সবই পড়ি। কারও পছন্দসই সংবাদপত্র পড়ার উপরে তো কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি! |