ক্রেতা সেজে দোকানে ঢুকে ব্যবসায়ীর মাথায় রিভলভার ঠেকিয়ে কয়েক লক্ষ টাকা লুঠ করে বোমা ও গুলি চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবার রাতে বসিরহাট মহকুমায় হাসনাবাদ থানার ভেবিয়া বাজারে ওই ঘটনায় ফের প্রমাণ হল পুলিশ প্রশাসন দাবি করলেও মহকুমায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমেনি, বরং বেড়েছে। এ দিন খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেবিয়া বাজারে বড় ব্যবসায়ী বলে পরিচিত জয়দেব পাল। বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ দোকানে বেচাকেনার শেষে টাকার হিসাব করছিলেন তিনি ও তাঁর দাদা। সেই সময়েই তিনটি মোটর সাইকেলে করে মোট ন’জন যুবক কেনাকাটার অছিলায় দোকানে ঢোকে। দিন কয়েক ধরে মহকুমায় চুরি-ডাকাতি-ছিনতাইয়ের ঘটনায় সজাগ স্থানীয় মানুষ অত রাতে মোটর সাইকেলে করে এসে এতজন যুবককে দোকানে ঢুকে দেখে সন্দেহ হওয়ায় এগিয়ে দেখতে যান। সেই সময় ওই ন’জন দুষ্কৃতী বোমা ফাটায়। এতে ভয় পেয়ে সরে যায় জনতা। এর পরেই তারা দোকানে ভিতরে ঢুকে দুই ভাইয়ের মাথায় রিভলভার ঠেকিয়ে ক্যাশবাক্সের চাবি চায়। চাবি দিতে দেরি করায় প্রতিবন্ধী জয়দেববাবুকে মারধর করে চাবি কেড়ে নেয় তারা। তার পরে ক্যাশবাক্স থেকে তিন লক্ষাধিক টাকা হাতিয়ে মোটর সাইকেলে করে চম্পট দেয়। যাওয়ার সময় দু’রাউন্ড গুলিও ছোড়ে। জয়দেববাবু পুলিশকে জানিয়েছেন, দুষ্কৃতীদের সকলেরই বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।
এদিকে বুধবার রাতের ঘটনার পরে এলাকায় অপরাধ দমনে ফের পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছে। তাঁদের অভিযোগ, যে ভাবে সাইকেলে বা মোটর সাইকেলে করে এসে রাস্তায় পথচলতি মানুষের কাছ থেকে টাকাপয়সা, মহিলাদের গলা থেকে হার ছিনতাই করছে দুষ্কৃতীরা তাতে রাস্তায় বের হতেই ভয় পাচ্ছেন অনেকে। প্রসঙ্গত, এ দিন সকালেই বসিরহাটের যদুনাথ বসু রোডে পুলিশ ফাঁড়ির কাছে বুধবার এই ঘটনা ঘটে। ঘটনার পরে ক্ষুব্ধ স্থানীয় মানুষ দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে এক ঘণ্টা এস এন মজুমদার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে বসিরহাট থানা থেকে পুলিশ গিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
সম্প্রতি খান বাহাদুর রোডে স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষিকার গলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিন কয়েক আগে ওই রাস্তাতেই দুই মোটর সাইকেল আরোহীর হাতে এক কিশোরীর লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। হার না পেয়ে মেয়েটির সঙ্গে অশালীন ব্যবহারও করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের গা ছাড়া মনোভাবের সুযোগ নিয়ে এলাকায় দুষ্কৃতীরা যে ভাবে ঘুরে বেড়াচ্ছে তাতে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। যদিও পুলিশের বক্তব্য, দুষ্কৃতীদের ধরতে জোর তল্লাশি চালানো হচ্ছে। |