শব্দবিধি শিথিল করার আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কলকাতা নাইট রাইডার্স। শব্দবিধি নিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কিছু বিধি-নিষেধ আছে। গত বার ইডেনে আইপিএল ম্যাচের সময় এ নিয়ে মামলাও হয়। ওই সময় হাইকোর্টের কাজের সময় বাদ দিয়ে বাকি সময়ে শব্দবিধি শিথিল করার অনুমতি দেয় হাইকোর্ট। এ বার আগেভাগেই তাই দ্বারস্থ হয়েছে নাইট রাইডার্স। নাইটদের পক্ষ থেকে বলা হয়, ইডেনের আশেপাশে কোনও জনবসতি নেই। কিছু সরকারি অফিস ও হাইকোর্ট রয়েছে। তাই ব্যাপারটা বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। শুক্রবার এই মামলার শুনানি।
এ দিকে, শুধু পিচ কিউরেটরের উপর ভরসা করে থাকা নয়, আইপিএলের প্রথম বল পড়ার আগে ইডেনের উইকেট ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে তা খতিয়ে দেখতে পর্যবেক্ষক পাঠাচ্ছে বোর্ড। আগামী ২ এপ্রিল ইডেনের উইকেট পরিদর্শনে আসছেন রাতুল দাস। যিনি এক দিকে বোর্ডের পিচ কমিটিতে রয়েছেন। অন্য দিকে আবার পূর্বাঞ্চলীয় পিচ কমিটির প্রধানও তিনি।
অন্য দিকে, দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক বীরেন্দ্র সহবাগ আবার জানিয়ে রাখলেন, পুরো আইপিএল নয়। মাত্র তিনটে ম্যাচের জন্য পাওয়া যাবে না রস টেলরকে। “টেলরকে আমরা চতুর্থ ম্যাচ থেকে পাচ্ছি। ডেভিড ওয়ার্নারকে পাওয়া যাবে না দশটা ম্যাচ। আর কেভিন পিটারসেন ঢুকবে আইপিএলের মাঝামাঝি।” একই দিনে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের সঙ্গে চুক্তি সেরে ফেলল সহারা পুণে ওয়ারিয়র্স। ক্লার্ক এবং তামিমকে পর পর দু’দিনে সই করিয়ে নেওয়ায় বিদেশি ক্রিকেটারের কোটা শেষ হয়ে গেল পুণে-র। সৌরভের টিম আবার জেসি রাইডারকেও সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাচ্ছে। মদ্যপানে আসক্তি থেকে বেরিয়ে রাইডার পুণে-তে যোগ দিচ্ছেন দুই মনোবিদকে সঙ্গে নিয়ে। |