মেয়েদের ক্রিকেটবিশ্বে যে রেকর্ড আজ পর্যন্ত আছে মাত্র একজনের, সেই রেকর্ডের ঢিল ছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে বাংলার ঝুলন গোস্বামী। মেয়েদের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে দু’শো উইকেট তোলা থেকে আর মাত্র পাঁচ ধাপ দূরে। অস্ট্রেলিয়ার ফ্রিৎজ প্যাট্রিক আজ পর্যন্ত সর্বোচ্চ উইকেট পেয়েছেন মেয়েদের মধ্যে। ২৪৬। আর ঝুলনের উইকেটসংখ্যা ১৯৫। |
লক্ষ্য ২০০। বাড়িতে ঝুলন। ছবি: শঙ্কর নাগ দাস |
আর সেই স্বপ্নপূরণের সম্ভাব্য মঞ্চ হতে চলেছে কোথায়? না, ইংল্যান্ডে। ভারতীয় দল যেখানে পাঁচটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম ওয়ান ডে লর্ডসে। অর্থাৎ, বাকি পাঁচ উইকেট এখানে এলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর আরও এক বাঙালির কৃতিত্ব দেখবে লর্ডস। এবং প্রিয় ‘দাদা’-র সঙ্গে এক ব্র্যাকেটে ঢুকে যাওয়া এখন থেকেই তাতাচ্ছে ঝুলনকে। বৃহস্পতিবার দমদম পার্কের বাড়িতে বসে ঝুলন বলছিলেন, “লর্ডস বললে লোকে ওখানে দাদার দুরন্ত সেঞ্চুরি বোঝে। সেখানে যদি আমার কোনও রেকর্ড হয়, তা হলে তৃপ্ত তো হবই। কিন্তু আমি কোনও দিন রেকর্ডের কথা ভেবে খেলিনি। বিশ্বের দ্বিতীয় মহিলা বোলার হিসাবে দু’শো উইকেটের গণ্ডি পেরোব, এই ব্যাপারটা তৃপ্তি দিলেও চিন্তা হচ্ছে ভারতীয় দলের হালফিলের পারফরম্যান্স নিয়ে। আমরা এখন ভাল খেলছি না। বরং আমি আরও খুশি হব যদি টিমের প্রত্যাবর্তনটা লর্ডস থেকে হয়।”
সদ্য পদ্মশ্রী পেয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে। কিন্তু অতীতের দিকে ফিরে তাকালে পুরস্কারের আমেজ নয়, জীবনের সঙ্গে রোজ যুঝে চলাটাই মনে পড়ে বাঙালি কন্যার। বলছিলেন, “ওই যুদ্ধ কোনও দিন ভুলব না। আমি ছোট ছোট স্বপ্নের বৃত্ত তৈরি করতাম। ভাবতাম, আর একটু চেষ্টা করি। তা হলে বাংলা টিমে ঢুকব। সেখানে ঢুকে নিজেকে বলতাম, আরও একটু খাটাখাটনি করলে ভারতীয় দলেও ঢুকতে পারি।” তাঁর স্বপ্ন এখন দেশকে বিশ্বকাপ এনে দেওয়া। |