সুনীল ছেত্রী-নাটক চলছে। ক্লাবকে না জানিয়ে দুবাই যাওয়ার জন্য সুনীল ছেত্রীকে শো-কজ করল মোহনবাগান। বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানেজার বার্নার্ড রিপোর্ট দেওয়ার পরেই সুনীলকে শো কজ করল ক্লাব। তবে তাতে রবিবার ডেম্পো ম্যাচ খেলা আটকাচ্ছে না ভারত অধিনায়কের।
মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বলেন, “ক্লাবকে না জানিয়ে যাওয়ায় ক্লাবের শৃঙ্খলা ভাঙা হয়েছে। ওকে সাত দিনের মধ্যে জবাব দিতে হবে। তার পর ক্লাব সিদ্ধান্ত নেবে ওর কোনও শাস্তি হবে কি না।” তবে সচিব জানান, এই সাত দিনের মধ্যে সুনীল প্র্যাক্টিস করতে পারবেন। খেলতেও পারবেন। |
বিমর্ষ সুনীল। বৃহস্পতিবার মোহনবাগান প্র্যাক্টিসে। ছবি: উৎপল সরকার |
বৃহস্পতিবার সকালেই অনুশীলনে যোগ দেন সুনীল। প্র্যাক্টিস ম্যাচ খেলেছেন ওডাফা-ব্যারেটোর সঙ্গে একই দলে থেকে। বিতর্কের মধ্যে ডেম্পো ম্যাচের আগে মোহনবাগানের জন্য সুখবরব্যারেটো ও জুয়েল রাজার সুস্থ হয়ে যাওয়া। কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিলেন, ব্যারেটো-জুয়েল প্রথম দলে থাকবেন। প্রশান্ত স্বীকার করে নেন, ডেম্পোর কাছে হারলে আই লিগ স্বপ্ন কার্যত শেষ । প্রথম পর্বে গোয়ায় ০-৫ হেরেছিলেন নবি-কিংশুকরা। দীর্ঘ দিন পর মাঠে ফিরেছেন ডেম্পো কোচ আর্মান্দো কোলাসো। তাঁর মতে, এয়ার ইন্ডিয়া ম্যাচ ড্র করে মোহনবাগান আরও তেতে থাকবে ডেম্পো ম্যাচে। এই ম্যাচের দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যানও। তিনি চাইছেন, অমীমাংসিত থাক মোহনবাগান-ডেম্পো ম্যাচ। |