টুকরো খবর
বাংলার নেতা হয়তো সৌরভ
সম্ভবত আগামী মরসুমেও রঞ্জিতে বাংলার নেতৃত্বে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সিএবি ঠিক করেছে, পরের বার সৌরভ আইপিএল খেলা ছেড়ে না দিলে তাঁকে বলা হবে বাংলারও দায়িত্ব নিতে। চলতি বছরে সৌরভের নেতৃত্বে বাংলার যা পারফরম্যান্স তাতে আর কোনও নাম ভাবনাতেই আনছে না সিএবি। যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় এ দিন বলেন, “এ বার সৌরভের নেতৃত্বে বাংলা ট্রফি পেয়েছে। ও খেললে কার কথাই বা ভাবা যায়?” কোচ থাকছেন ডব্লিউ ভি রামনই। চুক্তি হবে আরও দু’বছরের। এ দিকে, শহর থেকে জাতীয় পর্যায়ের বোলার তুলতে মে মাসের শেষে শিবির বসছে বোর্ডের।

সন্তোষে কোচ সাব্বিরই
সন্তোষ ট্রফির জন্য বাংলার কোচ নির্বাচন শনিবার। গত দু’বছর বাংলাকে চ্যাম্পিয়ন করা সাব্বির আলিই কোচ থেকে যাচ্ছেন। সন্তোষে এ বার আই লিগের ফুটবলার খেলতে পারবেন না। তবু সাব্বির বললেন, “বাংলার হয়ে যাদের পাব, তাদের নিয়েই কোচিং করাতে রাজি।” সাব্বির আলি কোচ হলেও গতবারের গোলকিপার কোচ দেবাশিস মুখোপাধ্যায় থাকবেন কি না চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে সন্তোষ ট্রফির শিবির।

ভেটেল ছিঁচকাঁদুনে, বললেন কার্তিকেয়ন
ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেলের সঙ্গে লেগে গেল নারায়ণ কার্তিকেয়নের। মালয়েশীয় গ্রাঁ প্রি-তে ভারতীয় চালকের সঙ্গে ধাক্কা লেগেছিল রেড বুল চ্যাম্পিয়নের গাড়ির। একাদশ হওয়ায় রেস থেকে পয়েন্ট পাননি ভেটেল। পরে তিনি কার্তিকেয়নকে দায়ী করে বলেন, “একদম নির্বোধের মতো চালাচ্ছিল।” ক্ষুব্ধ কার্তিকেয়ন পাল্টা বলেন, “নিজের হতাশার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া অপেশাদারি আচরণ। ভেটেল ছিঁচকাঁদুনের মতো করছে।”

ধাক্কা খেল মহমেডান
আই লিগে প্রথম ডিভিশনে ওঠার ক্ষেত্রে ধাক্কা খেল মহমেডান। এ বছর যে দলকে চার বার হারিয়েছে, সেই ভাস্কোর কাছে গুরুত্বপূর্ণ সময়ে তারা হারল। গ্যাংটকে, ২-৩ গোলে। বাংলার আর এক ক্লাব কালীঘাট মিলন সঙ্ঘও ০-১ হেরেছে ওএনজিসির কাছে। ফলে সাত ম্যাচ পর ওএনজিসি (১৩) টপকে গেল মহমেডানকে (১২)। এই পর্বে ইউনাইটেড সিকিম খেলবে রয়্যাল ওয়াহিংডোর সঙ্গে। এই মুহূর্তে ভাইচুংয়ের দল লিগ শীর্ষে ছ’ম্যাচে ১৩।

মায়ামির শেষ চারে পেজরাও
মিয়ামি মাস্টার্সে স্প্যানিশ জুটি ডেভিড মারেরো-ফের্নান্দো ভের্দাস্কোকে ৭-৬ (৬), ৬-৪ হারিয়ে ডাবলসের শেষ চারে পৌঁছে গেলেন লিয়েন্ডার পেজ ও তাঁর চেক পার্টনার রাদেক স্টেপানেক। টুর্নামেন্টের সপ্তম বাছাই পেজদের সামনে এ বার মাইক এবং বব ব্রায়ানের কড়া চ্যালেঞ্জ। অপর সেমিফাইনালে মহেশ ভূপতি-রোহন বোপান্না লড়বেন ম্যাক্স মির্নি-ড্যানিয়েল নেস্টরের সঙ্গে। ফলে মিয়ামি মাস্টার্সের ফাইনালে লিয়েন্ডার বনাম মহেশের সম্ভাবনা থাকছেই।

জয় শ্রীলঙ্কার
রঙ্গনা হেরাথের বাঁ-হাতি স্পিনের সামনে দুমড়ে গিয়ে গল টেস্ট ৭৫ রানে হারল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩৪০ রান তাড়া করতে নেমে ২৬৪ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। হেরাথ (৬-৯৭) ও রণদিভের (৪-৭৪) দাপটে।

ধর্ষণের দায়ে গ্রেফতার হাইন্ডস
ধর্ষণের দায়ে গ্রেফতার হয়ে জামিন পেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রায়ান হাইন্ডস। ২৮ বছরের এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট এবং এক দিনের ক্রিকেট খেলেছেন হাইন্ডস।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.