|
|
|
|
‘হুইসল ব্লোয়ার্স’ বিল নিয়ে বিপাকে কেন্দ্র |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিরোধীদের সম্মিলিত আপত্তিতে বহুচর্চিত ‘হুইসল ব্লোয়ার্স’ বিল নিয়ে আলোচনাই হল না রাজ্যসভায়। বিজেপি, সমাজবাদী পার্টির সঙ্গে বিল পাশের জন্য আরও সময় দেওয়ার দাবি তুলল সরকারের শরিক তৃণমূলও। এর মধ্যে তেলেঙ্গানা নিয়ে দিনভর উত্তাল লোকসভায় পাশ হল ‘জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি’ বিল। তাতে বলা হয়েছে, কোনও সাংবিধানিক প্রতিষ্ঠানের বিষয়ে অবাঞ্ছিত মন্তব্য করলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিরা বিধিভঙ্গের দায়ে পড়বেন।
লোকসভায় আগেই পাশ হয়ে যাওয়া ‘হুইসল ব্লোয়ার্স’ বিল এ দিন রাজ্যসভায় আলোচনার জন্য পেশ করেন কর্মিবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী। এই বিলের মাধ্যমে কেন্দ্র একটি পদ্ধতি প্রণয়ন করতে চাইছে, যার মাধ্যমে সরকারি কর্মচারীদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তথ্য জানানো যাবে। বিলটি পেশের পরেই বিজেপির রবিশঙ্কর প্রসাদ, সিপিএমের সীতারাম ইয়েচুরি-সহ বিরোধীরা একযোগে দাবি জানাতে থাকেন, লোকসভায় লোকপাল বিলের সঙ্গেই এই বিলটি পেশ করা হয়েছে। তাই বিলটি নিয়ে আলাদা ভাবে আলোচনার প্রয়োজন নেই। সপা-র রামগোপাল যাদবের সঙ্গে বিলটি নিয়ে আলোচনা পিছিয়ে দেওয়ার দাবি জানান তৃণমূলের দেবব্রত গঙ্গোপাধ্যায়ও।
শোরগোলের মধ্যে বিলটি নিয়ে আলোচনা স্থগিত করে অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেন ডেপুটি স্পিকার। পরে ইয়েচুরি জানান, “সাম্প্রতিক অতীতে বেশ কিছু ‘হুইসল ব্লোয়ার’ ও সৎ সরকারি কর্মচারীকে মুখ খোলার জন্য প্রাণ হারাতে হয়েছে। সরকার ‘হুইসল ব্লোয়ার্স’দের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কী করছে সেটা আগে জানা দরকার। তাই আমাদের দাবি, বিলে আমরা যে সব পরিবর্তন ও পরিবর্ধনের দাবি জানিয়েছি, সেগুলি বিলে যুক্ত করার পরই লোকপালের সঙ্গে বিলটি নিয়ে আলোচনা হোক।” |
|
|
|
|
|