টুকরো খবর |
ঘুষ-বিতর্কে দেবগৌড়া-পুত্র |
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
সেনাবাহিনীতে ঘুষ-বিতর্কের মধ্যেই আজ নতুন বিতর্ক তৈরি করলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।
তাঁর দাবি, বাবা এইচ ডি দেবগৌড়া প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁকে এবং বাবাকে এক ব্যক্তি ঘুষ দিতে চেয়েছিলেন। সেটাও হয়েছিল একটি প্রতিরক্ষা চুক্তি ঘিরেই। কিন্তু কোনও ব্যক্তি তাঁকে এমন প্রস্তাব দেয়নি বা ছেলেও তাঁকে এমন কোনও ঘটনা জানাননি বলে দাবি করেন খোদ দেবগৌড়া। তার পরেই সুর বদলে কুমারস্বামী জানান, কয়েক জন দালাল তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল, তাঁর বাবার সঙ্গে নয়। এবং দেবগৌড়া এ ব্যাপারে কিছু জানেনও না।
এ দিন কুমারস্বামী বেঙ্গালুরুতে সাংবাদিকদের প্রথমে বলেন, “প্রতিরক্ষা চুক্তির জন্য এক ব্যক্তি আমাকে এবং আমার বাবাকে ঘুষ দিতে চেয়েছিলেন। সেটা ১৯৯৬ সাল। বাবা তখন দেশের প্রধানমন্ত্রী।” হঠাৎ ১৬ বছর পরে এই প্রসঙ্গে মুখ কেন খুললেন কুমারস্বামী? তিনি বলেন, সেনাধ্যক্ষ বিজয় কুমার সিংহ ঘুষের বিষয় জানানোয় তাঁরও মনে হয়েছে পুরনো ঘটনাটি প্রকাশ্যে আনা উচিত। আর দেবগৌড়া এ সব শুনে বলেন, আপনারা বরং কুমারস্বামীকেই জিজ্ঞাসা করে দেখুন উনি এই মন্তব্য কেন করেছেন। তার পরেই পুত্রের সুর বদল!
|
ঘুষ-কাণ্ডে যোগ নেই, দাবি ট্রাক সংস্থার |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ঘুষ কাণ্ডের সঙ্গে তাঁদের সংস্থার যোগাযোগ নেই বলে দাবি টেট্রা ট্রাক নির্মাণকারী সংস্থার চেয়ারম্যান রবি ঋষির। ভেকট্রা গোষ্ঠীর চেয়ারম্যান ঋষি জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রক বা সেনাপ্রধানের সঙ্গে তাঁর সংস্থার কোনও কথাই হয়নি। লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিংহের মাধ্যমে সেনাপ্রধানকে ওই ট্রাক কেনানোর জন্য ১৪ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেনার বিবৃতিতেও তেমনই জানানো হয়। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন ঋষি। তিনি বলেন, “তেজেন্দ্র সিংহের সঙ্গে আমাদের কোনও সম্পর্কই নেই। ১৯৮৬ সাল থেকে ভারত আর্থ মুভার্স লিমিটেডের মাধ্যমে আমাদের ট্রাক সেনাবাহিনীতে যায়। প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গেও আমাদের যোগাযোগ রাখার কোনও প্রয়োজনই হয় না।” রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স-এর প্রধান ভি আর এস নটরাজনও এ দিন বলেন, সেনার সরঞ্জাম কেনার অর্ডার দেওয়া হয় প্রতিরক্ষামন্ত্রক থেকে, সেনাপ্রধানের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।
|
অসম-অরুণাচলে যৌথ অভিযান |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সন্ত্রাস দমনে দুই রাজ্যের সীমানায় যৌথ অভিযান চালাল অসম ও অরুণাচল পুলিশ। অরুণাচলের পাঁচটি জেলার সঙ্গে অসমের সীমানা রয়েছে। প্রথম পর্যায়ে অসমের তিনসুকিয়া ও অরুণাচলের লোহিত, নামনি দিবাং উপত্যাকা ও চাংলাং জেলায় জঙ্গি দমনে অভিযান চালানো হবে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই অঞ্চলগুলিতে আলফা, মাওবাদী ও নাগা জঙ্গিদের ঘাঁটি রয়েছে। তিনসুকিয়া ও অরুণাচলের মধ্যে প্রায় আড়াইশো কিলোমিটার দীর্ঘ সীমানা। পাহাড়, জঙ্গল এলাকা। জঙ্গিরা অসমে নাশকতা চালিয়ে জঙ্গলের পথে অরুণাচলে পাড়ি দেয়। মাও প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে অরুণাচলে। দু’পারের পুলিশ হাত না মেলালে অপরাধ দমনে সমস্যা হচ্ছিল। এ নিয়ে গত সপ্তাহে তিনসুকিয়া, লোহিত, নামনি দিবাং, চাংলাং জেলার এসপি, আইজি (পূর্ব) ও সিআরপিএফ-এর বৈঠক হয়। ঠিক হয়েছে, তিনটি যৌথ বাহিনী গড়া হবে। জওয়ানদের হাতে থাকছে একে-৪৭, অটোম্যাটিক পিস্তল, জিপিএস সেট, নাইট ভিশন গগ্ল্স। পরণে থাকছে বুলেটপ্রুফ জ্যাকেট। ভারি মোটরবাইক ও বুলেট প্রুফ ‘ক্যাসপার’ গাড়িতে থাকবেন জওয়ানরা। পুলিশবাহিনীকে দরকার পড়লেই সাহায্য করবে সিআরপিএফের ‘কোবরা’ বাহিনী।
|
ভুয়ো সংঘর্ষে খুন, যাবজ্জীবন ১৭ পুলিশের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গুরুদ্বার থেকে তুলে নিয়ে গিয়ে ভুয়ো সংঘর্ষে এক যুবককে মেরে ফেলার ২০ বছর পরে ১৭ জন পুলিশকর্মী ও অফিসারের যাবজ্জীবন কারাদণ্ড হল। শুক্রবার গাজিয়াবাদে সিবিআইয়ের বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে। ওই ১৭ জনই উত্তরপ্রদেশ পুলিশের কর্মী। বিজনৌর জেলার এসআই ধীরেন্দ্র সিংহের নেতৃত্বে ১৯৯২ সালের ৩০ অক্টোবর যশবিন্দর সিংহ নামে ওই যুবককে দিল্লি থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ’৯৩-এর নভেম্বরে তদন্তে নামে সিবিআই। তদন্তে জানা যায়, দিল্লি পুলিশকে কিছু না-জানিয়ে উত্তরপ্রদেশ পুলিশের একটি বিশাল দল দিল্লির রাকাবগঞ্জ গুরুদ্বার থেকে তুলে নিয়ে যায় যশবিন্দরকে। পরের দিন বিজনৌর জেলার বারধাপুর থানায় একটি মামলা রুজু করে পুলিশ। বলা হয়, বিজনৌরের কাশিওয়ালা গ্রামের কাছে দুই সন্ত্রাসবাদীর সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। এক জন পালিয়ে যায়। মারা যায় যশবিন্দর। তার কাছে একে-৫৭, দোনলা বন্দুক এবং গুলি পাওয়া গিয়েছে। সিবিআই ১৯ জন পুলিশকর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ এনে চার্জশিট জমা দেয়। অভিযুক্তদের মধ্যে দু’জন ইতিমধ্যে মারা গিয়েছেন।
|
বিজেপিকে নিয়ে ধোঁয়াশা কাটেনি |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডে রাজ্যসভার ভোটে বিজেপির অবস্থান নিয়ে ধোঁয়াশা আজও কাটল না। রাজ্য সরকারের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে (জেএমএম) আশ্বস্ত করলেও ভোটে অনুপস্থিত থাকার বিজেপির পূর্ব সিদ্ধান্ত আজ সন্ধ্যা পর্যন্ত অপরিবর্তিতই রয়ে গিয়েছে। রাজ্য বিজেপির সভাপতি দীনেশানন্দ গোস্বামী বলেন, “রাজ্যসভার ভোটে ঝাড়খণ্ডে ভোট না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রস্তাব জেএমএম দিয়েছিল ঠিকই। কিন্তু পুনর্বিবেচনা করার খবর সন্ধ্যা পর্যন্ত পাইনি।” শুক্রবার সকাল থেকে বিধানসভা ভবনে শুরু হচ্ছে রাজ্যসভার দুটি আসনের ভোটগ্রহণ। বিধানসভার ৮০ জন বিধায়কের অংশ নেওয়ার কথা। বিজেপির ১৮ জন বিধায়ক ভোটে অনুপস্থিত থাকলে ভোটদাতার সংখ্যা নেমে আসবে ৬২-তে। ভোটের লড়াইয়ে জেএমএম, কংগ্রেস এবং জেভিএম ছাড়াও রয়েছেন দুই নির্দল প্রার্থী। সে ক্ষেত্রে কোনও প্রার্থীকে জিততে হলে প্রথম পছন্দের ২১টি ভোট পেতে হবে। আরজেডি (ঝাড়খণ্ড বিধানসভায় তাদের সদস্য সংখ্য পাঁচ) কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করেছে। জেএমএমের ১৮, কংগ্রেসের ১৩ ও জেভিএম-এর ১১ জন বিধায়ক রয়েছেন।
|
তালাক নিয়ে দার উল উলুম |
সংবাদসংস্থা • লখনউ |
মদ্যপ অবস্থায় ফোনে তালাক দিলেও তা বৈধ বলে মত দিল দেওবন্দের দার উল উলুম। ইসলামি সংগঠনটির ফতোয়া দফতর, দার উল ইফতা গত ১৩ মার্চ এই মত জানিয়েছে বলে জানা গিয়েছে। দার উল ইফতা-র কাছে এক ব্যক্তি জানতে চান, তাঁর ভগ্নীপতি মদ্যপ অবস্থায় ফোনে তাঁর স্ত্রীকে তালাক দেন। নেশা কেটে যাওয়ার পরে তিনি অনুশোচনায় ভুগছেন এবং দাম্পত্য বজায় রাখতেই চাইছেন। এ অবস্থায় কী করণীয়, জানতে চান তিনি। দার উল ইফতা জানায়, তিন বার তালাক উচ্চারিত হয়ে থাকলে তা বৈধ। সে ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের পরে মহিলার পুনর্বিবাহ হতে পারে। কিন্তু যে হেতু মদ্যপ অবস্থায় ফোনে তালাক দেওয়া হয়েছে, তাই ওই ব্যক্তির সঙ্গে ওই মহিলার নিকাহ সম্ভব নয়। যদি মহিলার দ্বিতীয় স্বামী মারা যান বা তাঁর সঙ্গে বিচ্ছেদ ঘটে, কেবল তখনই ওই মহিলা তাঁর প্রথম স্বামীকে পুনর্বিবাহ করতে পারবেন।
|
দুষ্কৃতী হামলায় নিহত প্রধান |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পঞ্চায়েত অফিস থেকে ফেরার পথে খুন হলেন এক গ্রাম পঞ্চায়েত প্রধান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদ জেলার হাসপুরা থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ছোটু সিংহ (৫২)। ঘটনার পরে এলাকার মানুষ রাস্তা অবরোধ করেন। পুলিশ জানায়, আজ দুপুর দুটো নাগাদ তিনি মোটরসাইকেলে পঞ্চায়েত অফিস থেকে ফিরছিলেন। সেই সময় দুই বাইক-আরোহী দুষ্কৃতী তাঁকে পর পর তিনটি গুলি করে। ঘটনাস্থলেই প্রধানের মৃত্যু হয়েছে। এরপরেই এলাকার মানুষ ওই রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে বিডিও এলে তাঁকে উদ্দেশ করে ইট ছোড়া হয়। ঔরঙ্গাবাদের পুলিশ সুপার সিদ্ধার্থ জৈন বলেন, “কেন খুন করা হয়েছে তা নিয়ে পুলিশ এখনও কোনও তথ্য পায়নি। পুরনো কোনও শত্রুতা থেকে ঘটনা ঘটেছে কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”
|
মাওবাদীদের অভিযোগ |
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
ওড়িশা সরকারের জন্যই ইতালীয় পাওলো বোসুস্কোর মুক্তিতে দেরি হচ্ছে বলে অভিযোগ জানাল মাওবাদীরা। মাওবাদীদের সব্যসাচী পণ্ডা গোষ্ঠীর দাবি, তারা জানিয়েছে তেরোটির জায়গায় অন্তত তিনটি শর্ত মানলেই বোসুস্কোকে ছেড়ে দেওয়া হবে। তবুও ওড়িশা সরকার রফায় আসতে চাইছে না। মাওবাদীদের অভিযোগ, আলোচনার নামে নানা অছিলায় রফায় আসতে ক্রমেই দেরি করছে সরকার। মধ্যস্থতাকারীদের নাম জমা দেওয়ার আর্জি খারিজ করে দিয়েছে বিধায়ক ঝিনা হিকাকার অপহরণকারী অপর গোষ্ঠীর মাওবাদীরা। স্থানীয় সাংবাদিকদের হাত দিয়ে পাঠানো চিঠিতে তারা সরকারকে জানিয়েছে যে তারা মধ্যস্থতাকারীদের নাক গলাতে দিতে রাজি নয়। সেই সঙ্গে আদিবাসী ও মাওবাদীদের মুক্তির দাবি থেকে সরে আসারও প্রশ্ন নেই।
|
এসএসবি জওয়ানের দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পুলিশ ব্যারাকের কাছেই সীমান্ত সুরক্ষা বল (এসএসবি)-র এক কনস্টেবলের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে আরারিয়া জেলায় ললিত মোহন সিংহ (২৮) নামে উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা ওই পুলিশ কর্মীর মৃতদেহটি উদ্ধার করা হয়। এসএসবি-র ২৪ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন ওই জওয়ান। আরারিয়ার পুলিশ সুপার শিউদ্বীপ লাণ্ডে জানান, ওই কনস্টেবলকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রাখা হয়েছে। তার পায়ে চটিও ছিল না। যেখানে দেহ মিলেছে, তার থেকে ৬০ মিটার দূরে রক্তের দাগ পাওয়া গিয়েছে। দেহটি যে টেনে আনা হয়েছে তারও প্রমাণ মিলেছে। পুলিশ সুপার বলেন, “ঘটনাটি অন্য কোথাও ঘটেছে বলে মনে হচ্ছে। কেন এই খুন, তা স্পষ্ট নয়। পুলিশ খতিয়ে দেখছে।”
|
ওড়িশাকে দুষছে মাওবাদীরা |
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
ওড়িশা সরকারের জন্যই ইতালীয় পাওলো বোসুস্কোর মুক্তিতে দেরি হচ্ছে বলে অভিযোগ জানাল মাওবাদীরা। মাওবাদীদের সব্যসাচী পণ্ডা গোষ্ঠীর দাবি, তারা ইতিমধ্যেই জানিয়েছে তেরোটির জায়গায় অন্তত তিনটি শর্ত মানলেই বোসুস্কোকে ছেড়ে দেওয়া হবে। তবুও ওড়িশা সরকার রফায় আসতে চাইছে না। মাওবাদীদের অভিযোগ, আলোচনার নামে নানা অছিলায় দেরি করছে সরকার। পাঁচ দিন পরেও আলোচনা একটুও এগোয়নি। ইতিমধ্যেই, মধ্যস্থতাকারীদের নাম জমা দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে বিধায়ক ঝিনা হিকাকার অপহরণকারী অপর গোষ্ঠীর মাওবাদীরা। স্থানীয় সাংবাদিকদের হাত দিয়ে পাঠানো চিঠিতে তারা সরকারকে জানিয়ে দিয়েছে যে তারা মধ্যস্থদের নাক গলাতে দিতে রাজি নয়। সেই সঙ্গে আদিবাসী ও মাওবাদীদের জেল থেকে মুক্তির দাবি থেকে সরে আসারও প্রশ্ন নেই।
|
শাস্তি হবে না অভাবে আত্মহত্যার চেষ্টায়: কোর্ট |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দারিদ্র এবং হতাশার জেরে কেউ আত্মহত্যার চেষ্টা করেন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে না, জানাল দিল্লির এক আদালত। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তিকে মুক্তি দিয়ে এ কথা জানিয়েছে আদালত। দিল্লির বাসিন্দা সতীশ জৈন আত্মহত্যা করার আগে ঘুমের ওষুধ মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে তাঁর পাঁচ কন্যা এবং স্ত্রীকেও হত্যা করার চেষ্টা করেন। আত্মহত্যার অভিযোগে ধৃত ব্যক্তির জরিমানা ছাড়াও এক বছর পর্যন্ত জেল হতে পারে। কিন্তু সতীশের ক্ষেত্রে আদালত বলে, “চরম দারিদ্র এবং অভাবের জেরেই মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তাকে ফের কড়া শাস্তি দেওয়ার যৌক্তিকতা নেই।” সতীশকে যাবতীয় অভিযোগ থেকে মুক্তি দিয়েছে আদালত। এমনকী স্ত্রী-কন্যাকে খুনের চেষ্টার অভিযোগ থেকেও রেহাই দেওয়া হয়েছে তাঁকে।
|
ইঞ্জিনিয়ারের বেতন বছরে ১.৩৪ কোটি |
সংবাদসংস্থা • এলাহাবাদ |
বার্ষিক ১.৩৪ কোটি টাকা বেতনে এক ইঞ্জিনিয়ারকে চাকরি দিল ফেসবুক। এলাহাবাদের মতিলাল নেহেরু ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমএনএনআইটি)-থেকে বি টেক পাশ করেছেন কানপুরের এই বাসিন্দা। দেশের কারিগরি প্রতিষ্ঠান থেকে পাওয়া চাকরির মধ্যে এটিই সবচেয়ে বেশি বেতনের। এমএনএনআইটি-র প্রধান পি চক্রবর্তী জানিয়েছেন, ‘নিরাপত্তার কারণে’ তিনি তাঁর নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। পি চক্রবর্তী জানান, গত বছরের অক্টোবরে একটি মেল পাঠিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ফেসবুক। ন’টি টেলিফোন ইন্টারভিউয়ের পর চাকরিটি পান ওই ইঞ্জিনিয়ার। |
সেতু ভেঙে নদীতে গাড়ি, মৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডের গঢ়বা জেলায় বাঁকি নদীর উপর সেতুর রেলিং ভেঙে যাত্রীবোঝাই একটি গাড়ি নীচে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। জখম চালক-সহ আরও ন’জন যাত্রী। তাদের চিকিৎসা চলছে। পুলিশ জানায়, এঁদের মধ্যে তিন জনের অবস্থা সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, শুখা মরসুম থাকায় বাঁকি নদীতে জল ছিল না। সেতুর রেলিং ভেঙে গাড়িটি নদীগর্ভে পাথরের উপরে মুখ থুবড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় আরও দু’জন।
|
পিএলএ নেতা ধৃত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মণিপুরি জঙ্গি সংগঠন পিপল্স লিবারেশন আর্মি (পিএলএ)-র এক শীর্ষ নেতাকে অসম থেকে গ্রেফতার করল যৌথ বাহিনী। কাছার জেলা থেকে তাকে ধরা হয়েছে। পুলিশ জানায়, বুধবার সেনাবাহিনী ও আসাম রাইফেল্স লখিপুর এলাকার ফুলেরথালে হানা দেয়। সেখানেই ধরা পড়ে ও ইবোমোচা সিংহ। পুলিশের দাবি ইবোমোচা পিএলএ সংগঠনের সহকারী অর্থ সচিব।
|
গঙ্গায় ডুবে মৃত ৪ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
গঙ্গায় ডুবে গিয়ে চার যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পটনার আলমগঞ্জ থানা এলাকার গৈ ঘাটে। মৃতদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে: গলু, সন্তোষ কুমার, বিকাশ কুমার এবং বিক্রন্ত কুমার নামে চার যুবক স্নান করতে নেমেছিল। সেই সময়েই তারা ডুবে যায়। এঁরা সকলেই পটনার বাসিন্দা।
|
দুর্ঘটনায় মৃত ১ |
সংবাদসংস্থা • রৌরকেলা |
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। আহত ১৬। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। সুন্দরগড় জেলার কাছে ১৪৩ নম্বর জাতীয় সড়কে কাল রাতে দুর্ঘটনা দু’টি ঘটে। |
|