বিড়লা তারামণ্ডলের উল্টো দিকে চৌরঙ্গি রোডের একটি বহুতলে বৃহস্পতিবার রাতে আগুন লাগে। দমকল জানায়, রাত ৮টা নাগাদ আগুন লেগেছিল ইস্কো ভবনের বি ব্লকের ১১তলায়। তখন ওই বহুতলে শ’খানেক মানুষ ছিলেন। দমকলই তাঁদের বার করে আনে। মৃত বা আহত হওয়ার খবর নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই ঘটনাস্থলে যান। দমকলমন্ত্রী জাভেদ খান জানান, ১১তলার একটি অফিসের ফল্স সিলিংয়ে আগুন লেগেছিল। দমকল সূত্রের খবর, ওই বহুতলে একটি ইংরেজি দৈনিক সংবাদপত্র-সহ একাধিক অফিস রয়েছে। বেশ কিছু অফিস আছে ১১তলাতেও। তবে যখন আগুন লাগে, তখন বেশির ভাগ অফিসেই ছুটি হয়ে গিয়েছিল। |
ওই সংবাদপত্রের দফতরের কর্মীরা জানান, বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে দেখেন, ১১তলা থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। পাশে একটি পেট্রোল পাম্প থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাতেই। দমকল জানায়, প্রথমে পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরও ছ’টি ইঞ্জিন যায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী ভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত হচ্ছে।
দমকলের ডেপুটি ডিরেক্টর তপন ঘোষের অভিযোগ, ওই বহুতলে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। বাড়িটি মূল রাস্তা থেকে ভিতরে হওয়ায় দমকলের মই ঢুকতে পারেনি। বহুতলের সিঁড়ি দিয়ে এবং পাশের বাড়ি থেকে পাইপে করে জল ছিটিয়ে আগুন নেভানো হয়। তপনবাবু বলেন, “এই ধরনের বহুতলে অগ্নি নির্বাপক ব্যবস্থা না-থাকায় দমকলের কাজ কঠিন হয়ে যাচ্ছে। এই বহুতলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” |