আন্দোলন
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কর্মসংস্থান ও শিক্ষার দাবিতে বুধবার ধূপগুড়িতে ডিওয়াইএফের মিছিল। ছবি: রাজকুমার মোদক। |
পরীক্ষার মরসুমে রেশনে কেরোসিন সরবরাহ নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নামল ডিওয়াইএফআই। বুধবার সংগঠনের তরফে কোচবিহারের খাদ্য সরবরাহ আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়। তার প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও। ডিওয়াইএফআইয়ের অভিযোগ, গত সপ্তাহে জেলায় ৮ লক্ষাধিক গ্রাহক রেশনে কেরোসিন পাননি। একাদশ, উচ্চমাধ্যমিক পরীক্ষার মরসুমে চড়া দামে লিটার প্রতি ৪০-৪৫ টাকায় কেরোসিন কিনতে হচ্ছে। সংগঠনের তরফে দেবজ্যোতি গোস্বামী জানান, পুজো ও ইদের সময়ে রেশনে চিনি দেওয়া হয়নি। পরীক্ষার মরসুমে কেরোসিন পাওয়া যাচ্ছে না। |
দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
মোটর বাইক এবং ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বুধবার দুপুরে চাকুলিয়া থানার সূর্যাপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় মৃতরা হলেন বিজয় রায় (২৮) এবং গোপাল সাহা (২৫)। তাঁদের বাড়ি ওই এলাকাতেই। এদিন দুপুরে একটি বাইকে করে তিনজন যুবক সূর্যাপুর এলাকা থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। বাজার লাগোয়া এলাকায় একটি ছোট গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই জন মারা যান। সুরজ রায় নামে অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় কিসানগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। ৩১ নম্বর জাতীয় সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশ গাড়িটিকে আটক করেছে। |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
রাতে মাঠে ধানের জমি পাহারা দিতে গিয়ে এক কৃষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে মাঠ থেকে ওই কৃষকের দেহটি উদ্ধার হয়েছে। মালদহের চাঁচলের সিহিপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম রবিউল আলি (৩৫)। মঙ্গলবার রাতে তিনি খাওয়াদাওয়া সেরে মাঠে ঘুমোতে যান। সকালে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা মাঠে গিয়ে দেহটি দেখেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। |
দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
দশটি ৫০০ টাকার জালনোট-সহ এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বুধবার সকালে ওই দুষ্কৃতীকে পুলিশ ধরে। ধৃতের নাম এক্রামূল হক। তার বাড়ি চাঁচলের রানিপুরে। ধৃতের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাও রয়েছে। |