সাইকেল চুরির গুজবের জেরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল বালুরঘাট থানার নাজিরপুর অঞ্চল। বুধবার দুপুর ১ টা নাগাদ ঘটনাটি ঘটে ওই অঞ্চলের হরিশিরা গ্রামে। সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে দু’পক্ষের আটজন গুরুতর জখম হন। তাঁদের বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় তুমুল উত্তেজনা ঠেকাতে নামানো হয়েছে প্রচুর পুলিশ। বসানো হয়েছে পুলিশ পিকেট। অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। উভয় তরফে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে অভিযুক্তদের ধরার চেষ্টা হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার হরিশিরা গ্রামে কালীপূজা উপলক্ষে মেলা বসে। রাতে মেলা থেকে পাশের দাশুল গ্রামের এক ব্যক্তির সাইকেল চুরি হয় বলে অভিযোগ ওঠে। |
এরপর থেকে হরিশিরা গ্রামের যুবক সত্যম সিংহের বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ ঘিরে ক্রমশ উত্তেজনা দানা বাঁধতে থাকে। রাতে নেশাগ্রস্ত হয়ে এক ব্যক্তি সত্যমের বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করে সাইকেল ফিরিয়ে দিতে হুমকি দেয় বলে অভিযোগ। তা নিয়ে কয়েকদিন ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল। এদিন দুপুরে কার সাইকেল, কে চুরি করছে তার বিচার করতে ওই দুই গ্রামের লোকজন হরিসিরা গ্রামে সালিশিতে বসেন। সে সময় বিষয়টি নিয়ে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। গোলমালের খবর পৌঁছে যায় পাশের দাশুল গ্রামে। সেখান থেকে জনা তিরিশেক পুরুষ ও মহিলা হাসুয়া, রামদাঁ, তির ধনুক, বল্লম নিয়ে হরিশিরা গ্রামে চড়াও হলে শুরু হয় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ওই ঘটনায় হরিশিরা গ্রামের ৪ জন এবং দাশুল গ্রামের ৪ জন জখম হন। প্রত্যেকেই মাথায় ধারাল অস্ত্রের আঘাত নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি। হরিশিরার বাসিন্দা এক্রামূল মন্ডলের অভিযোগ, “দাশুল গ্রাম থেকে আমাদের গ্রামের সত্যম সিংহের বিরুদ্ধে সাইকেল চুরির অপবাদ দেওয়া হয়। সাইকেলের মালিকের কে, তা স্পষ্ট করে তারা বলতে পারেননি।” সত্যম সিংহের স্ত্রী অনীতাদেবী অভিযোগ করেন, “এক ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে সাইকেল ফিরিয়ে দেওয়ার দাবি করে রাতে বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করলে তাকে বের করে দেওয়া হয়। ওই ব্যক্তিকে আমরা কেউই চিনি না। আজ সালিশির নামে ওই গ্রামের কিছু লোক আমার স্বামীকে মারধর করেন।” হাসপাতালের শয্যায় শুয়ে দাশুল গ্রামের বিশ্বনাথ কিস্কু দাবি করেন, “ওই গ্রামের সত্যম সিংহের বাড়িতে সাইকেল রয়েছে বলে খবর পেয়ে তা উদ্ধারে গেলে হামলার মুখে পড়তে হয়।” যদিও চুরি যাওয়া সাইকেলের মালিকের নাম তিনি বলতে পারেননি। পুলিশ সাইকেল-চুরি রহস্য কিনারায় নেমেছে। |