দেরিতে ‘রেফার’, ভাঙচুর দুর্গাপুর হাসপাতালে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
|
চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালালেন রোগীর পরিজনেরা। বুধবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন কাঁকসার গোপালপুরের বাসিন্দা শিবু মণ্ডল। রোগীর পরিজন বাণেশ্বর মণ্ডল, শ্যামল বাদ্যকরেরা জানান, মোটরবাইকে চড়ে গোপালপুর থেকে দুর্গাপুরে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন শিবুবাবু। শহরে ঢোকার পরে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আশপাশের বাসিন্দা ও পুলিশ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। শ্যামলবাবু বলেন, “এ দিন প্রথমে রোগীকে জরুরি বিভাগে দেখানো হয়। কিন্তু সেখানে উপযুক্ত ব্যবস্থা না থাকায় রোগীকে সার্জিক্যাল ওয়ার্ডে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করে নার্সেরা। কিন্তু চিকিৎসক আসেন প্রায় ঘণ্টাখানেক পরে। তিনি রোগীকে দেখেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করার কথা বলেন।” |
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রেফার করার কথা শুনেই ক্ষিপ্ত হন রোগীর সঙ্গে থাকা লোকজন। তাঁরা দাবি করেন, রেফারের কথা আগে জানালে তাঁরা এত ক্ষণে বর্ধমানের দিকে অনেকটা এগিয়ে যেতে পারতেন। হাসপাতাল থেকে রোগীকে বের করে নিয়ে যাওয়ার সময়ে জানালা-দরজায় ভাঙচুর চালানো হয়। হাসপাতালে মোট চারটি স্ট্রেচার রয়েছে। তার মধ্যে দু’টি ভেঙে দেন রোগীর সঙ্গে থাকা লোকজন। হাসপাতালের চিকিৎসক তথা প্রাক্তন সুপার মিহির নন্দী বলেন, “এ ভাবে হাসপাতালের সম্পত্তি ভাঙচুর করা অর্থহীন। দু’টি স্ট্রেচার কমে যাওয়ায় এক সঙ্গে বেশি রোগী এলে পরিষেবা দিতে অসুবিধায় পড়তে হবে।” হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন।
সুপার দেবব্রত দাস বলেন, “হাসপাতালের নিয়ম মেনেই রোগী আসা মাত্র প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়। কিন্তু ওই রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ‘রেফার’ করার কথা বলেন।” হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চিকিৎসা সম্পর্কে রোগীর সঙ্গে থাকা লোকজনের কোনও অভিযোগ থাকলে তাঁরা তা লিখিত ভাবে জানাতে পারতেন। সে ক্ষেত্রে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় পদক্ষেপ করা যেত। কিন্তু তা না করে ভাঙচুর চালিয়ে চলে যান তাঁরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|