নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে তরাই ও ডুয়ার্সের কোনও মৌজা অন্তর্ভুক্তির বিরোধিতা করে এ বার রাস্তায় নামছে আইএনটিইউসিও। রাজ্য সরকার গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জিটিএ নিয়ে চুক্তি করার পাশাপাশি তরাই ও ডুয়ার্সে কটি মৌজা অন্তর্ভুক্ত হবে তা নিয়ে হাই পাওয়ার কমিটি গঠন করে। তার পরেই আদিবাসী বিকাশ পরিষদ-সহ বিভিন্ন সংগঠন আন্দোলনে নামে। হাই পাওয়ার কমিটির কাছে নিজেদের বক্তব্য পেশ করা ছাড়াও একগুচ্ছ আন্দোলনের সূচি তৈরি করেছে ওই সংগঠনগুলি। নীতিগত ভাবে রাজ্য সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতায় নেমেছে সিপিএম, কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল। আইএনটিইউসি এতদিন প্রকাশ্যে রাস্তায় না-নামলেও আদিবাসী বিকাশ পরিষদ-সহ বিভিন্ন সংগঠনকে এই ব্যাপারে মদত দিয়েছে। এমনকী, আদিবাসী বিকাশ পরিষদ-সহ ১১টি সংগঠন মিলে ডুয়ার্সে যে জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করে তারও অন্যতম উদ্যোক্তা তরাই ও ডুয়ার্সের আইএনটিইউসি নেতারা। এ বার সরাসরি রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের নেতৃত্ব। আজ, বৃহস্পতিবার শিলিগুড়িতে আইএনটিইউসি’র দার্জিলিং জেলা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সংগঠনের দার্জিলিং জেলা কমিটির সভাপতি অলক চক্রবর্তী এই মুহুর্তে কলকাতায় রয়েছেন। সংগঠন সূত্রে জানা গিয়েছে, এই ব্যাপারে তিনি সংগঠনের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলতেই কলকাতায় গিয়েছিলেন। রাজ্য নেতৃত্বের সবুজ সঙ্কেত পেয়েই রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অলকবাবু বলেন, “তরাই ও ডুয়ার্সের কোনও মৌজা জিটিএতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে আইএনটিইউসি নীতিগত ভাবে বিরোধী। এতদিন রাজ্য নেতৃত্বের অনুমোদনের জন্য অপেক্ষা করেছিলাম। এ বার তা মিলেছে। বৃহস্পতিবার দলের জেলা নেতাদের সঙ্গে আলোচনা করে রাস্তায় নেমে আন্দোলনের পরিকল্পনা চূড়ান্ত করা হবে।” |