গৌতমের আবেদন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ১০ ও ১১ এপ্রিল তরাই ও ডুয়ার্সে যে বন্ধের হুমকি দেওয়া হয়েছে তা প্রত্যাহারের জন্য আন্দোলনকারীদের কাছে অনুরোধ জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বুধবার সন্ধ্যায় শিলিগুড়ি সার্কিট হাউসে মন্ত্রীর ডাকে ওই বৈঠকে যোগ দেন জয়েন্ট অ্যাকশন কমিটির প্রতিনিধিরা। সেখানে তাঁরা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এ তরাই ও ডুয়ার্সের কিছু মৌজা অন্তর্ভুক্ত হতে পারে, এই আশঙ্কায় বন্ধ ডাকা হয়েছে বলে জানান। সেই সঙ্গে আগামী ৩ থেকে ৭ এপ্রিলের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছে কমিটি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “সবার বক্তব্য শুনেছি। আমাদের বক্তব্য বলেছি। বন্ধ আমরা চাই না। বিশেষ করে উত্তরবঙ্গে এখন উন্নয়নের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে তাঁরা যাতে বন্ধ প্রত্যাহার করেন, সে ব্যপারে আবেদন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।” কমিটি সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ মিললে স্পষ্ট আশ্বাস পেলে বন্ধ প্রত্যাহার করার কথা ভাবা হবে।তরাই ও ডুয়ার্সের অংশ জিটিএ’তে অন্তর্ভুক্ত করার বিরোধিতা এপ্রিল মাসে লাগাতার আন্দোলনে হুমকি দিয়েছে আদিবাসী বিকাশ পরিষদ, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি সহ ১১টি সংগঠন। |
ধর্ষণে মদত, ধৃত
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মদত দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ‘পাগলা বাবা’ নামে ব্যক্তি যে মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, বুধবার পুলিশ তাঁকেও গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম পার্বতী সূত্রধর। ধূপগুড়ি থানার আই সি সুভাষ প্রধান বলেন, “কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণে মদত দেওয়ার অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।” মহিলার দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। ধৃত মহিলার স্বামী অসমে কাজ করেন। বাড়িতে তার দুই ছেলে রয়েছে। চিকিৎসার অছিলায় কলেজ ছাত্রী ওই তরুণীকে পার্বতী দেবী বাড়িতে ডেকে আনেন বলে অভিযোগ। সেখানে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা হয় বলে অভিযোগ। |
শাস্তি দাবি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নিগৃহকারীদের শাস্তির দাবি জানাল কংগ্রেস। বুধবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দফতরে স্মারকলিপি দিয়ে হেনস্থা কারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অভিযোগ, গত রবিবার বারোপেটিয়া পঞ্চায়েতের নাথুয়ার চর এলাকায় সরকারি জমি পরিদর্শন করতে গেলে কয়েকজন দুষ্কৃতী প্রধানকে ঘিরে বিক্ষোক্ষ দেখাতে থাকেন। প্রধানকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার পরে কোতোয়ালি থানায় অভিযোগ জানানো হলেও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এদিন বারোপেটিয়া পঞ্চায়েতের কংগ্রেস প্রধান মনোহরি রায় বলেন, “উদ্দেশ্য প্রণোদিত ভাবে আক্রমণ করা হয়েছে। অভিযোগে বিস্তারিত বলা হয়েছে।” |
ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদন |
ভোরবেলা ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি ও লাগোয়া এলাকা। বুধবার ভোর ৫টা ১০ মিনিট নাগাদ শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। বহু বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ঘুমচোখে বাড়ির বাইরে বার হয়ে আসেন। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের গ্যাংটক শাখা সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। উৎসস্থল ভারত ও নেপাল সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১২ কিমি গভীরে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের গ্যাংটক শাখার আধিকারিক গোপীনাথ রাহা বলেন, ‘‘বহু মানুষ ভূমিকম্প সম্পর্কে খোঁজ নিয়েছেন। তবে ক্ষতির তেমন খবর মেলেনি।” |