নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
পুরমন্ত্রীর সঙ্গে দেখা করে ময়নাগুড়িকে পুরসভা ঘোষণার দাবি জানাল কংগ্রেস। বুধবার দলের ময়নাগুড়ি ব্লক কমিটির সভাপতি প্রদীপ ঘোষাল বিধানসভায় পুরমন্ত্রীর সঙ্গে দেখা করে ওই দাবি জানান। তিনি বলেন, “গত ফেব্রুয়ারি মাসে পুরমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছি। কিন্তু কাজ এগোয়নি। ফের একই স্মারকলিপি দেওয়া হল। আর অপেক্ষায় থাকব না। পুরসভার দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ এপ্রিল থেকে মিছিল, ডেপুটেশন, অবস্থান শুরু হবে।” ব্লক কংগ্রেসের অভিযোগ, বামফ্রন্ট সরকারের ৩৪ বছর শাসনকালে ময়নাগুড়ি পুরসভার মর্যাদা পায়নি। সাধারণ মানুষের দাবি নতুন সরকারও গুরুত্ব দিয়ে দেখছে না। গত ৯ মাসে এলাকা উন্নয়নে কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে লাগাতর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু পুরসভা নয়। কংগ্রেস নেতৃত্ব বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া এবং নিউ ময়নাগুড়ি স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিও তুলেছেন। কংগ্রেস নেতৃত্ব জানান, গ্রাম পঞ্চায়েতের পরিকাঠামোতে ময়নাগুড়ির প্রায় ৬ বর্গ কিলোমিটার এলাকায় উন্নয়নের কাজ সম্ভব হচ্ছে না। পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবু জোর করে ওই এলাকায় পঞ্চায়েত ব্যবস্থায় টিকিয়ে রাখা হয়েছে। দলের ব্লক সভাপতি বলেন, “গত বিধানসভা ভোটের সময় জোর গলায় বলেছিলাম রাজ্যে পালা বদল হলে ময়নাগুড়ি পুরসভার মর্যাদা পাবে। কিন্তু গত কয়েক মাসে প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। আরও একটি পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ফের পঞ্চায়েত ভোটের লাইনে দাঁড়াতে হবে! ওই প্রশ্নের কী জবাব দেব আমরা!” কংগ্রেস নেতৃত্বের দাবি, তাঁদের আন্দোলনের চাপে ব্লক প্রশাসনের তরফে গত বছর জানুয়ারি মাসে ময়নাগুড়ি ও খাগরাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের ৬ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে পুরসভা গঠনের প্রস্তাব জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। প্রস্তাবে ৭টি মৌজার বসতি এলাকা ও জনঘনত্ব দেখে ১ হাজার ৪৯২.৭৫ একর জমির উপরে পুরসভা গঠনের কথা বলা হয়। জনসংখ্যা প্রায় ৫০ হাজার। তাঁদের ৮০ শতাংশ অকৃষিজীবী। সোমবার প্রশাসনের তৈরি ওই প্রস্তাবের কপি পুরমন্ত্রীর হাতে তুলে দেন ব্লক কংগ্রেস সভাপতি। তিনি বলেন, “পুরমন্ত্রীকে এলাকার বাসিন্দাদের দাবির কথা খুলে বলেছি। তাঁকে জানিয়েছি আর অপেক্ষা করা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে আন্দোলনের সিদ্ধান্ত নিতে হয়েছে।” কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ওই আন্দোলনে যোগ দিতে জন্য দলের প্রদেশ নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে। |