কলেজ খোলার দাবি
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
অবিলম্বে বাঁকুড়া সম্মিলনি কলেজ খোলার দাবিতে বুধবার জেলাশাসক ও বাঁকুড়া সদর মহকুমাশাসকে স্মারকলিপি দিল এসএফআই। প্রসঙ্গত, কলেজের প্রথম বর্ষের টেস্ট পরীক্ষায় না বসা ছাত্রছাত্রীদের মূল পরীক্ষার আবেদনপত্র পূরণ করতে দেওয়া হচ্ছিল না। এর প্রতিবাদে গত ২৩ মার্চ অধ্যক্ষের ঘরে ভাঙচুর চালায় কিছু ছাত্র। অধ্যক্ষ সমীর মুখোপাধ্যায় ঘটনার জন্য তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের ছেলেদের দায়ী করে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখার ঘোষণা করেন। এসএফআইয়ের বাঁকুড়া জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তী বলেন, “এই কলেজে তৃণমূল আশ্রিত গুন্ডারা প্রায়ই ঝামেলা পাকায়। ওদের জন্য কলেজের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু অধ্যক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন না। শুধু কলেজ বন্ধ রেখে ছেলেমেয়েদের ক্ষতি করা হচ্ছে। অধ্যক্ষ পুলিশের কাছে অভিযোগ করুক।” টিএমসিপির জেলা সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই কলেজে আমাদের ছাত্ররা বিক্ষোভ করেনি। টেস্ট পরীক্ষায় অনুপস্থিত ছাত্ররা মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার পরেও অন্যায় ভাবে কর্তৃপক্ষ তাদের আবেদনপত্র পূরণ করতে দেননি। এই কারণে ছাত্ররাই বিক্ষোভ দেখিয়েছিল। কলেজ দ্রুত খুুলুক আমরাও চাই।” সদর মহকুমাশাসক অরিন্দম রায় বলেন, “দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি পাঠিয়েছি। আশা করছি দ্রুত সমস্যা মিটবে।” |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কর্মরত রেলকর্মীর। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম দুলাল বাউরি (২৮)। আদ্রার বেকো গ্রামে.তাঁর বাড়ি। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে আদ্রা ডিভিশনের আদ্রা-গোমো শাখার সাঁওতালডিহি ও ভোজুডি স্টেশনের মাঝে, নবগ্রাম রেলগেটে।.তিনি রেলের চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন। রেলপুলিশ জানিয়েছে, দুলালবাবু রাতে নবগ্রাম রেলগেটে কর্মরত ছিলেন। সেই সময় একটি প্যাসেঞ্জার ও একটি মালগাড়ি যাচ্ছিল। কোনওভাবে দুলালবাবু রেললাইনের কাছে চলে যান। মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।.পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায়। |
ব্যবসা বন্ধের ডাক পুরুলিয়ায়
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
আয়কর দফতরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার পুরুলিয়া শহরে ১২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর পুরুলিয়া জেলা শাখা। সংগঠনের জেলা সভাপতি গোবিন্দ মুখোপাধ্যায়ের অভিযোগ, “আয়কর দফতরের কিছু কর্মী অভিযানের নামে আমাদের হয়রান করছেন। তাই বন্ধের সিদ্ধান্ত।” আয়কর দফতরের পুরুলিয়া জেলা আধিকারিক মনোজ মাহাতো বলেন, “অভিযোগ নিয়ে মন্তব্য করব না।” |
ধর্ষণের সাজা ১০ বছর দণ্ড
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পড়শি এক বধূকে ধর্ষণের দায়ে ১০ বছর কারাদণ্ড হল এক ব্যক্তির। মঙ্গলবার এই রায় ঘোষণা করেছেন পুরুলিয়া জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্টের বিচারক সুতপা সাহা। সরকার পক্ষের আইনজীবী অজিত সিংহ জানিয়েছেন, ২০০৮ সালের ৯ ডিসেম্বর বরাবাজার থানার লাকা গ্রামের বাসিন্দা ননীগোপাল পরামাণিক পাড়ার এক গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে বধূটি স্বামীকে ঘটনার কথা জানান। বধূটি বরাবাজার থানায় অভিযোগ করেন। এক বছর পরে পুলিশ চাজশির্ট দেয়। বিচারক অভিযুক্তের ১০ বছর কারাদণ্ডের ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দেন। জরিমানার টাকা ওই বধূকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। |
রাস্তায় এক যুবককে মারধর করে তাঁর মোটরবাইক ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। তবে একটি নম্বর প্লেট হীন মোটরবাইক তারা ফেলে রেখে গিয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে খাতড়া থানার বনতিল্লা সেতুর কাছে। বনতিল্লা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মাহাতো রাতে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। বনতিল্লা সেতুর কাছে তিন দুষ্কৃতী তাঁকে আটকায়। মারধর করে বাইক নিয়ে পালায়। |