পুলিশ ফাঁড়ির কাছেই ছিনতাইকারীর কবলে মহিলা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক গৃহবধূকে মারধর করে গুলি ছুঁড়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। বসিরহাটের যদুনাথ বসু রোডে পুলিশ ফাঁড়ির কাছে বুধবার এই ঘটনা ঘটে। ঘটনার পরে ক্ষুব্ধ স্থানীয় মানুষ দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে এক ঘণ্টা এস এন মজুমদার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে বসিরহাট থানা থেকে পুলিশ গিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মেয়েকে গৃহশিক্ষকের কাছে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন রিনা ঘোষ নামে ওই গৃহবধূ। সাড়ে ৭টা নাগাদ তিনি যখন যদুনাথ বসু রোড দিয়ে হেঁটে এস এন মজুমদার রোডের দিকে আসছিলেন সেই সময় তিন যুবক মোটর সাইকেলে করে ওই দুই রাস্তার সংযোগস্থলে পুলিশ ফাঁড়ির কাছে এসে দাঁড়ায়। রিনাদেবী জানান, মোটর সাইকেল থেকে দু’জন নেমে তাঁর দিকেই এগিয়ে আসছিল। একজন মোটর সাইকেলেই বসেছিল। মোটর সাইকেলটি স্টার্ট দেওয়া ছিল। তিনি কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতীর একজন তাঁর গলা থেকে হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টা করলে আর এক দুষ্কৃতী তাঁর মুখে ঘুঁসি মারে। টানাটানিতে হারের একটি অংশ ছিঁড়ে দুষ্কৃতীদের হাতে চলে যায়। ইতিমধ্যে ওই মহিলার চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। জনতাকে ছুটে আসতে দেখে রিভলভার বের করে দু’রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা।তবে গুলিতে কেউ হতাহত হননি। গুলি ছোঁড়া দেখে জনতা থমকে গেলে সেই সুযোগে মোটর সাইকেলে করে চম্পট দেয় তিন দুষ্কৃতী। |
বিএসএফ এবং গ্রামবাসীর বিবাদ বাগদায়
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
কাঁটাতারের গেট খোলা এবং বন্ধ করার সময়সূচি নিয়ে গ্রামবাসীর সঙ্গে ঝামলা বাধল বিএসএফের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বাগদা থানার নওদা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় কাঁচাতারের বেড়ার বাইরের এলাকায় ৭০টি পরিবার বাস করেন। তাঁদের যাতায়াতের জন্য কাঁটাতারের বেড়ায় দু’টি গেট রয়েছে। বিএসএফ জওয়ানদের অনুমতি নিয়ে ‘নির্দিষ্ট’ সময়ে গ্রামবাসীদের যাতায়াত করতে হয়। স্থানীয় মানুষের অভিযোগ, গেট খোলা-বন্ধ নিয়ে প্রায়ই তাঁদের সমস্যায় পড়তে হয়। এ দিন গ্রামের কয়েকজন কাঁটাতারের বেড়ার ওধারে কাজকর্ম সেরে রাত ৮টা নাগাদ এ পারে বাড়িতে ফিরতে গিয়ে দেখেন গেট বন্ধ। জওয়ানদের গেট খুলতে বলা হলেও তাঁরা রাজি হননি বলে অভিযোগ। ক্ষুব্ধ গ্রামবাসীরা অস্থায়ী কাঁচাতারের বেড়া ভেঙে ফেলেন। এরপরেই বিএসএফ জওয়ানেরা তাঁদের উপরে চড়াও হন। বিএসএফ কর্তৃপক্ষের বক্তব্য, যখন-তখন গেট খোলা সম্ভব নয়। এ ব্যাপারে বুধবার সকালে বাগদার বিডিও ঘটনাস্থলে যান। সেখানে পুলিশ, বিএসএফ, পঞ্চায়েতের ইৃউপপ্রধান ও গ্রামবাসীদের নিয়ে এক বৈঠক হয়। বিডিও জানান, বৈঠকে ঠিক হয়েছে প্রতিদিন বিকেল ৫টায় একটি গেট এবং সন্ধ্যা সাড়ে ৭টায় অন্য গেটটি বন্ধ করা হবে। একইভাবে সকাল ৬টায় একটি গেট এবং ৭টায় আর একটি গেট খোলা হবে। এই কাজে বিএসএফ এবং গ্রামবাসীরা পরস্পরকে সহযোগিতা করবেন। |
গাড়ি থামিয়ে ছিনতাই বাসন্তীতে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
যাত্রী সেজে ম্যাটাডরে উঠে চালককে মারধর করে টাকা ছিনতাই করার অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমার বাসন্তীর তেঁতুলতলা মোড়ের কাছে মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, ওই দিন রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক বিড়ি তৈরির কারখানার গাড়ি গোসাবায় মাল পৌঁছে দিয়ে টাকাপয়সা নিয়ে বসিরহাট ফিরছিল। পথে গদখালি থেকে এক যুবক গাড়ি থামিয়ে চালককে অনুরোধ করে তাকে সোনাখালিতে পৌঁছে দেওয়া জন্য। কিছুদূর যাওয়ার পরেই ওই যুবক চালককে এক জায়গায় গাড়ি থামাতে বলে। সেখানেই অপেক্ষা করছিল আরও কয়েকজন। এর পরে ওই যুবকেরা দুলাল দাস নামে ওই গাড়ি চালককে মারধর করে তাঁর কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। দুলালবাবু এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। |
আশাকর্মীদের বিক্ষোভ স্বরূপনগরে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সাম্মানিক বাড়ানোর দাবিতে পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। বুধবরা দুপুরে এলাকা শতাধিক আশাকর্মী পোস্টার, ব্যানার নিয়ে স্বরূপনগরের বালতি নিত্যানন্দকাটি পঞ্চায়েতের সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের বক্তব্য, দূরের গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি, শিশুদের স্বাস্থ্য পরিষেবার কাজ করে তাঁরা যে সামান্য অর্থ পান তাও ঠিকমতো দেওয়া হয় না। মাসে তিন থেকে সাতশো টাকা মেলে। কিন্তু গত কয়েক মাস ধরে সেই টাকা তাঁরা পাচ্ছেন না বলে আশাকর্মীদের অভিযোগ। এ দিন তাঁরা পঞ্চায়েত প্রধান মেহেদি হাসানের কাছে স্মারকলিপিও দেন। আশাকর্মীদের দাবি স্বাস্থ্য দফতরকে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান। |
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গলায় দড়ি দেওয়া অবস্থা এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসত থানার কদম্বগাছির রথতলায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মোমিন আলি (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর মোমিন মানসিক অবসাদে ভুগছিলেন। মোমিনের স্ত্রী আমবিয়া ববি পুলিশকে জানান, টানাটানির সংসারে বেশ কিছু দিন ধরে অবাব আরও বেড়েছিল। এ নিয়ে তাঁর স্বামী মানসিক অবসাদেহ ভুগছিলেন। কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেন। এমনকী তাঁকে ও ছেলেমেয়েকে কীটনাশক খাইয়ে মেরে ফেলার চেষ্টাও করেন। এ দিন ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে বাড়ির কাছে বাগানে আমগাছে গলায় দনি দেওয়া অবস্তায় তাঁক ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। |
স্কুলে দুষ্কৃতী হানা গাইঘাটায়
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
স্কুল গেটের তালা ভেঙে প্রধান শিক্ষকের ঘর সহ মোট ৪টি ঘরে হানা দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটার জলেশ্বর হাইস্কুলে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ঘরের ভিতরে ৫টি আলমারিও ভেঙেছে ওই দুষ্কৃতীরা। নথিপত্র উলট পালট করলেও তারা কিছু নেয়নি। গোঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |
আরএসপি নেতা প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
আরএসপি রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সম্পাদক এবং তেভাগা আন্দোলনের নেতা বলরাম বেরা বুধবার সন্ধ্যায় পরলোকগমন করেছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। |