টুকরো খবর
সুশান্তের নামে দুর্নীতি মামলায় আরও তদন্ত
আর্থিক দুর্নীতির মামলায় সিপিএম নেতা সুশান্ত ঘোষের বিরুদ্ধে প্রয়োজনে আরও তদন্ত চালাতে বলল আদালত। মঙ্গলবার আলিপুরের বিশেষ আদালতের বিচারক কৃষ্ণা পোদ্দারের এজলাসে ওই মামলার শুনানি হয়। বিচারক পোদ্দার বলেন, তদন্তকারী অফিসার মনে করলে বিষয়টি নিয়ে আরও তদন্ত করতে পারেন। ৩১ মার্চ তদন্তকারীকে মতামত জানাতে হবে। এই মামলায় সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর তরফে হলফনামা পেশ করে বলা হয়েছিল, সুশান্তবাবু দলের ‘হোলটাইমার’ বা সর্বক্ষণের কর্মী নন। তিনি দলের কাছ থেকে ভাতা নেন না। দলকে লেভিও দেন না। সরকার পক্ষ থেকে বলা হয়, বিধানসভার ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সুশান্তবাবু নির্বাচন কমিশনের কাছে একটি হলফনামা দেন। তাতে উল্লিখিত তথ্যের সঙ্গে রাজ্য সম্পাদকের হলফনামায় দেওয়া তথ্যের সঙ্গতি নেই। বিষয়টি বিবেচনার ভার আদালতের উপরে ছেড়ে দেয় সরকার পক্ষ। আদালত জানিয়েছে, তদন্তকারীরা চাইলে দুর্নীতির মামলায় সিপিএম বিধায়কের বিরুদ্ধে তদন্ত চালাতে পারেন। হাড়গোড়-মামলার সঙ্গে সঙ্গে দুর্নীতি নিয়ে মামলা চলছে তাঁর বিরুদ্ধে।

কেশপুরের তরুণীর জেল হেফাজত
সম্মান বাঁচাতে মাঝবয়সী শেখ সালাউদ্দিনের মাথায় কোদালের কোপ মেরেছিলেন এক যুবতী। কেশপুরের ওই ঘটনায় যুবতী ও তাঁর মা-কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন মেদিনীপুরের সিজেএম কল্লোল দাস। ১১ এপ্রিল ফের তাঁদের আদালতে হাজির করানো হবে। মঙ্গলবার দুপুরে কেশপুরের দামোদরচকে ওই ঘটনায় মৃত্যু হয় সালাউদ্দিনের। ওই যুবতীর বাড়িতে ঢুকে সালাউদ্দিন তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ জানায়, গ্রেফতারের পর বুধবার দুপুরে ওই যুবতী ও তাঁর মাকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হয়। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর এ দিন গোপন জবানবন্দি দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি তা দেননি। সরকারপক্ষের আইনজীবী অর্ধেন্দু সাহা বলেন, “কেশপুরের ঘটনায় ধৃত দু’জনকেই জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।”

হাইকোর্টে গরহাজির তমলুকের সুপার
হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ময়না-তদন্তের রিপোর্ট নিয়ে বুধবার আদালতে গেলেন না তমলুক জেলা হাসপাতালের সুপার প্রকাশ বাড়ুই। কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এ দিন সুপারের কাছে সরাসরি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশপত্র পাঠাতে বলেছে রেজিস্টার জেনারেলকে। সেই নির্দেশপত্রে আগামী ৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। হাইকোর্টের সরকারি আইনজীবী কাজি সফিউল আহমেদ জানান, ওই দিনও আদালতে না এলে সুপারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। সুপার প্রকাশবাবু এ দিন অবশ্য তমলুকে জেলা হাসপাতালে উপস্থিত ছিলেন। যোগাযোগ করা হলে তিনি বলেন, “আদালতের নির্দেশ কেন অমান্য করেছি, তা কাউকে জানানো প্রয়োজন বলে মনে করছি না।” পটাশপুরের গোনাড়া গ্রামের অন্তঃসত্ত্বা বধূ রূপালি বেরাকে খুনের অভিযোগে শ্বশুরবাড়ির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ঘিরে যাবতীয় বিতর্ক। ২৯ ফেব্রুয়ারি ওই বধূর অস্বাভাবিক মৃত্যু হলেও কাঁথি ও তমলুক হাসপাতালের গড়িমসিতে ময়না-তদন্ত হয় ৩ মার্চ। ৪ মার্চ বধূর বাবা শ্বশুরবাড়ির লোকজন ও সেখানকার প্রতিবেশী-সহ মোট ১৪ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। পুলিশ মৃতার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে। বাকিরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। ২১ মার্চ তারই শুনানির সময় ময়না-তদন্তের রিপোর্ট না পেয়ে ক্ষুব্ধ হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২৮ মার্চ তমলুক জেলা হাসপাতালের সুপারকে ময়না-তদন্তের রিপোর্ট নিয়ে সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

তরুণী-খুনে ধৃত ভগ্নীপতি
ধানখেত থেকে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় মৃতার ভগ্নীপতিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সুভাষচন্দ্র ঘোষ পটাশপুরের বারুইপুর গ্রামের বাসিন্দা। বুধবার মৃতা কৃষ্ণা ঘোষের বাবা ঈশ্বরবাবু জামাই সুভাষের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তারপরই বাড়ি থেকে পেশায় কাঠ ব্যবসায়ী সুভাষকে গ্রেফতার করে পুলিশ। বারুইপুরের পাশের গ্রাম ফতেপুরের বাসিন্দা ঈশ্বরবাবুর মেজ মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল সুভাষের। তাঁদের দুই সন্তানও রয়েছে। কয়েক বছর আগে জামাইবাবুর সঙ্গে কৃষ্ণার সম্পর্ক গড়ে ওঠে। এ দিকে, অন্য এক পাত্রের সঙ্গে কৃষ্ণার বিয়ে ঠিক করেন পরিবারের লোকেরা। ১২ মার্চ বিয়ের দিন নির্দিষ্ট হয়। ১১ মার্চ, রবিবার রাতে কৃষ্ণা বাড়ি থেকে চলে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন ওই তরুণী। খোঁজাখুঁজি করেও না মেলায় থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা। প্রাথমিক ভাবে সন্দেহ হওয়ায় সুভাষকে জিজ্ঞাসাবাদ করেন আত্মীয়-পরিজনেরা। কিন্তু সুভাষ এই সম্পর্কে কিছুই জানা নেই বলে দাবি করেন এবং বাড়ি ছেড়ে চলে যান। কয়েকদিন পরে অবশ্য ফিরেও আসেন। ষোলো দিন পরে, গত সোমবার সুভাষের বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে ফতেপুর গ্রামের ধান খেতে কীটনাশক দিতে গিয়ে কৃষ্ণার পচাগলা দেহ দেখতে পান তাঁর কাকা। মৃতার বাবার অভিযোগ, “সুভাষই আমার মেয়েকে ডেকে নিয়ে গিয়ে খুন করার পরে ধানখেতে ফেলে দিয়ে গিয়েছে।” পুলিশ জানিয়েছে, ধৃতকে বৃহস্পতিবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হবে।

লক্ষ্মণকে দেখে এলেন তমালিকা
একদা হলদিয়ার দাপুটে সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ এখন রয়েছেন হলদিয়ারই জেলে। বুধবার সেই জেলে গিয়েই তাঁর সঙ্গে দেখা করে এলেন স্ত্রী তমালিকা পণ্ডা শেঠ। ছেলেদের নিয়ে হলদিয়ার পুরপ্রধান তমালিকাদেবী বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ হলদিয়া সাব-জেলে পৌঁছন। স্ত্রী-র সঙ্গে মিনিট দশেক কথা বলেন লক্ষ্মণবাবু। টানা ১০ দিন সিআইডি হেফাজতের পর আদালতের নির্দেশে আপাতত জেল হেফাজতে সিপিএমের এই প্রাক্তন সাংসদ। সঙ্গী সিপিএমের জেলা কৃষকসভার নেতা অশোক গুড়িয়া ও প্রাক্তন বিধায়ক অমিয় সাউ। তিন জনেই শারীরিক ভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন হলদিয়া সাব-জেলের ভারপ্রাপ্ত আধিকারিক সন্তোষ সরকার। একটি পৃথক ‘সেলে’ তাঁদের তিন জনকে রাখা হয়েছে। দুপুরে ভাত, মাছের ঝোল, রাতে রুটিস্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন তাঁরা। উল্লেখ্য, নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে জড়িত অন্য ৭ অভিযুক্ত এই জেলে আগে থেকেই বন্দি রয়েছেন।

কাঁথিতে রবীন
‘গণতন্ত্র’র প্রতিষ্ঠার নামে রাজ্যের বর্তমান সরকার গড়ার ‘দলতন্ত্র’ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন সিপিএম নেতা রবীন দেব। নির্বাচিত জেলা পরিষদ ভেঙে থেকে সংবাদপত্রের উপর ‘ফতোয়া জারি’ সবেরই নিন্দা করেন তিনি। বুধবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের ‘বেকারি দিবস’ উপলক্ষে কাঁথি টাউন হলে এক কনভেনশনে এসেছিলেন ডিওয়াইএফের প্রাক্তন রাজ্য সম্পাদক রবীনবাবু। দীর্ঘ বক্তব্যে রবীনবাবু ডিওয়াইএফের বিভিন্ন আন্দোলনের কথা উল্লেখ করেন। পাশাপাশি বর্তমান সরকারের কাজকর্মের সমালোচনা করেন তিনি। কনভেনশনে রবীনবাবু ছাড়াও জেলার সিটুর সভাপতি নির্মল জানা, সহ-সম্পাদক প্রশান্ত পাত্র ও ডিওয়াইএফের জেলা সম্পাদক প্রলয় দাস বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জেলা সভাপতি দীপক পন্ডা।

বিক্ষোভ-মিছিল
৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের আগে ক্ষতিগ্রস্ত জমিমালিকদের ক্ষতিপূরণ-পুনর্বাসন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল হল কোলাঘাটের দেউলিয়া বাজারে। বুধবার সকালে দেউলিয়া বাজার ব্যবসায়ী উন্নয়ন সমিতির তরফে ওই মিছিলে শতাধিক লোক যোগ দেন। সমিতির সভাপতি উজ্জ্বল ভট্টাচার্য বলেন, “জাতীয় সড়ক সম্প্রসারণ হলে বেশ কিছু বাড়ি ও কয়েকশো ব্যবসায়ীকে উচ্ছেদ করা হবে। ক্ষতিপূরণ প্যাকেজ এখনও জানায়নি প্রশাসন বা সড়ক কর্তৃপক্ষ। মিছিলে সেই দাবিই জানানো হয়েছে।”

কংক্রিট রাস্তা তৈরি
পঞ্চায়েতের উদ্যোগে এনআরইজিএ-র প্রকল্পে কংক্রিট (ঢালাই) রাস্তা তৈরির কাজ শুরু হল ভগবানপুর-১ ব্লকের বেঁউদিয়া গ্রাম পঞ্চায়েতে। বুধবার একতারপুরের বেরাবাজারে এই রাস্তার প্রকল্পের সূচনা করেন বিডিও হরিহর বালা, ব্লক পঞ্চায়েত সমিতির সভাধিপতি হারুণ রশিদ। উপস্থিত ছিলেন প্রধান অভিজিৎ দাস, জেলা পরিষদ সদস্য ও কর্মাধ্যক্ষরা। একতারপুর বেরাবাজার থেকে কোটনাউড়ি মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার জন্য ৪৮ লক্ষ ৫০ হাজার টাকার অর্থ বরাদ্দ হয়েছে। সাড়ে ছ’ফুট চওড়া হবে রাস্তাটি।

ভস্মীভূত বাড়ি
বস্তিতে আগুন লেগে পুড়ে গেল ঘরবাড়ি। বুধবার সকালে খেজুরি ১ ব্লকের জরানগরে রেল লাইনের ধারের বস্তিতে আচমকাই আগুন লাগলে সাত-আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.