সিএবি-র মিউজিয়ামে জায়গা পাচ্ছেন রাহুল
দ্য অবসর নেওয়া রাহুল দ্রাবিড় সিএবি-র মিউজিয়ামে চিরস্থায়ী জায়গা পেতে চলেছেন। আগামী ১৩ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স হোম ম্যাচে খেলবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। রয়্যালসের অধিনায়ক হিসেবে ওই ম্যাচে খেলবেন রাহুল। পরের বছর তাঁর আইপিএল খেলা অনিশ্চিত মাথায় রাখলে ইডেনে সম্ভবত শেষবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলবেন তিনি। এ কথা মাথায় রেখে রাহুলকে ইডেনে সংবর্ধনা দেওয়ার কথা ভাবছে সিএবি।
মাঠের মধ্যে রাহুলকে কোনও স্মারক দেওয়া হবে কি না, এখনও ঠিক হয়নি। কারণ এ ক্ষেত্রে আইপিএল গভর্ণিং কাউন্সিলের অনুমতি লাগে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, রাহুলের কাছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ সালের ঐতিহাসিক ইডেন টেস্টের কোনও স্মারক চাওয়া হবে। তা ব্যাট, গ্লাভস বা টুপি হতে পারে। ওই টেস্টে লক্ষ্মণের ২৮১-র পাশাপাশি রাহুল করেছিলেন ১৮০। ইডেনে ২০০৫-এ একই টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরিও আছে রাহুলের। সেই টেস্টের কোনও স্মারকও পেতে আগ্রহী সিএবি। মুম্বইয়ে গত মঙ্গলবার রাতে বোর্ডের দেওয়া সংবর্ধনার পরে রাহুলের সঙ্গে প্রাখমিক কথা হয় সেখানে থাকা সিএবি যুগ্মসচিব বিশ্বরূপ দে-র। বিশ্বরূপ এ দিন বললেন, “সিএবি-র মিউজিয়ামে আমরা নামী প্রাক্তনদের পাশাপাশি এই প্রজন্মের সচিন, সৌরভ, রাহুল, কুম্বলে, লক্ষ্মণদের ব্যবহার করা জিনিস রাখার কথা ভেবেছি। ইডেনে বেশ কয়েকটি স্মরণীয় ইনিংস খেলেছেন রাহুল। ও যে স্মারক আমাদের দেবে, সেটাই আমরা মিউজিয়ামে রাখব।” প্রয়োজনে মিউজিয়ামে ‘রাহুলস কর্ণার’ বলে একটি জায়গা সংরক্ষিত রাখার ভাবনা রয়েছে সিএবি-র। ১৩ এপ্রিলের ম্যাচের আগে স্বয়ং রাহুল যার উদ্বোধন করতে পারেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.