টুকরো খবর
সৌরভের পুণেতে ক্লার্ক
অবশেষে আইপিএলে খেলতে দেখা যাবে অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ককে। এ বছরের আইপিএলে নিলামে না থেকেও বিদেশিদের মধ্যে সবথেকে বড় নামকে নিজেদের ঘরে তুলে নিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুণে ওয়ারিয়র্স। যদিও গোটা এপ্রিল মাসটা ক্লার্ককে পাবে না পুণে, কিন্তু মে মাস থেকে গুরুত্বপূর্ণ সব ম্যাচেই অস্ট্রেলীয় অধিনায়কের সাহায্য পেতে চলেছেন সৌরভ। ইডেনে ৫ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাই প্রোফাইল ম্যাচে গৌতম গম্ভীরদের বিরুদ্ধে এক সঙ্গে মাঠে নামবেন সৌরভ-ক্লার্ক। এর আগে এক বার নিলামের ঠিক আগে আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন ক্লার্ক। এ বারও তিনি নিলামে নাম দেননি। কিন্তু পরে পুণের তরফে যোগাযোগ করা হয় ক্লার্কের সঙ্গে। বেশ কিছু দিন আলোচনার পর অবশেষে তিনি রাজি হয়ে গেলেন আইপিএলে খেলতে। এ দিনই যুবরাজ সিংহের বিকল্প ক্রিকেটার হিসাবে ক্লার্ককে সই করাল পুণে। সইয়ের পরে সহারা অ্যাডভেঞ্চার স্পোর্টসের এম ডি সুশান্ত রায় বলেছেন, “ক্লার্ককে দলে পাওয়াটা একটা দারুণ ব্যাপার। বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটারদের এক জন। ভারতে ক্লার্ক দারুণ জনপ্রিয়ও। ক্রীড়াপ্রেমীরা আইপিএলে ক্লার্কের অংশগ্রহণের দিকে তাকিয়ে থাকবে।” কিন্তু জাতীয় টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া ক্লার্ককে নিতে কেন ঝাঁপাল পুণে? সৌরভের যুক্তি ছিল, ক্লার্ক শুধু দুর্দান্ত ফর্মেই নেই, একই সঙ্গে তাঁর বাঁ হাতি স্পিনের সাহায্যটাও পাওয়া যাবে। ভারতের পিচেও কিন্তু ক্লার্ক যথেষ্ট সফল ব্যাটসম্যান। তবে সমস্যা হল, পয়লা মে-র আগে ক্লার্ক দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ হচ্ছে ২৭ এপ্রিল। তার পরে পয়লা মে ডেকান চার্জার্সের বিরুদ্ধেই সম্ভবত অভিষেক ঘটবে ক্লার্কের।

ছেত্রী-নাটকে বিপদে বার্নার্ড
সুনীল ছেত্রীকে নিয়ে মোহনবাগানে নাটক একেবারে অন্য দিকে মোড় নিল। কী করে সুনীল মোহনবাগান কর্তাদের না জানিয়ে পুণে থেকে দুবাই চলে গেলেন, তা জানতে ক্লাব চিঠি দিল মোহনবাগান ম্যানেজার বার্নার্ড ওপারনোজিকে। নাইজিরিয়ান বার্নার্ড পড়েছেন বিপদে। তাঁকে চব্বিশ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মোহনবাগানের প্রাক্তন কোচ বার্নার্ড এমনিতে শান্ত লোক। চুপচাপ আড়ালে থেকে কাজ করছেন। সুনীল তাঁকেই প্রথম বলেন, আমি দুবাই যাচ্ছি। বার্নার্ড তাঁকে বলেন, সুব্রত ভট্টাচার্যকে বলতে। সুনীল সুব্রতকে বলে চলে যান। সুনীলের মনোভাবেই স্পষ্ট, তিনি মোহনবাগান ছাড়ছেন। বার্নার্ড বললেন, “যা বলার ক্লাবকে জানাব, আজ চিঠি দিয়ে।” সুনীলের বাবা বললেন, “দুবাই থেকে দিল্লি হয়ে ও কলকাতা চলে গেছে। বৃহস্পতিবার প্র্যাক্টিস করবে।” পরিস্থিতি এতটাই জটিল যে আজ প্র্যাক্টিসের পরে ঝামেলা সামলাতে নামতে হতে পারে সুব্রত ভট্টাচার্যকেই। লিগ শেষ হওয়ার মুখে হাতে মাত্র এক বিদেশি। কাজেই সুনীলের সঙ্গে ঝামেলা থাকলে দলে প্রভাব পড়তে পারে। তাই কোচেরা ঝামেলা মিটিয়ে নেওয়ার পক্ষপাতী। মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ ডেম্পো শুক্রবার কলকাতায় আসছে। কোচ আর্মান্দো কোলাসো গোয়া থেকে জানালেন, তিনি পুরো দল নিয়েই আসছেন। চোট বা কার্ড সমস্যা নেই। র্যান্টি মার্টিন্স ডেম্পো ছেড়ে কলকাতা যাওয়ার দিকে পা বাড়িয়েছেন শুনে আর্মান্দো বলেন, “ইচ্ছে করলে যেতে পারে। আমি একই দল রাখতে চাই।” র্যান্টি নিজে বললেন, “যা সিদ্ধান্ত নেব, একেবারে শেষ ম্যাচের আগে। আর্মান্দোর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব।” ডেম্পো কোচের ধারণা, “লিগে এখনও যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। কেউ নিশ্চিত নয়।”

ইস্টবেঙ্গলে পীত জ্বরের টিকা
সচরাচর যা হয় না, তা ইরাক যাত্রার জন্য করতে হচ্ছে ইস্টবেঙ্গল ফুটবলারদের। পীত জ্বরের জন্য টিকা নিয়ে আসতে হল দল বেঁধে। করাতে হল রক্ত পরীক্ষাও। সল্টলেকে এ জন্য ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে গেলেন অ্যালভিটো ডি’কুনহা ও সৈকত সিংহরায়। যাতে শেষ মুহূর্তে কেউ বাদ গেলে টিকা সমস্যা না হয়। ১৮ জনে এই দু’জন নেই। ট্রেভর মর্গ্যান, টোলগে ওজবেকে ভিসা দিচ্ছে না ইরাক। ফলে এ এফ সি কাপের এই ম্যাচে ইস্টবেঙ্গল কোচ হয়ে যাচ্ছেন রঞ্জন চৌধুরী। এই ম্যাচটার প্রস্তুতির ফাঁকে চলছে দলবদলের ভাবনা। টোলগে ওজবে এখন কলকাতার তিন ক্লাবের সঙ্গেই কথা চালিয়ে যাচ্ছেন। দর বেড়ে গেছে অনেক। চতুর্থ বিদেশি হিসেবে চিডি এডে-র সঙ্গে কথা অনেক দূর এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। সঙ্গে সালগাওকর কিপার করণজিতের।

সোমনাথদের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে আসরে নামানো হল সুব্রতকে
নিজেদের ঝামেলা মিটিয়ে এক রাজ্য সংস্থা করুন। সোমনাথ চট্টোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, রমলা চক্রবর্তীকে কড়া বার্তা দিল রাজ্য ক্রীড়া দফতর। এঁদের রাজি করিয়ে এক মঞ্চে আনতে দায়িত্ব দেওয়া হল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। রাজ্য টেবল টেনিস, সাঁতার, দাবা, কবাডি, বক্সিং, হ্যান্ডবলে সর্বত্র গোষ্ঠীদ্বন্দ্বে ঝামেলা তুঙ্গে। রাজ্য সরকার দীর্ঘ দিন দর্শক। বামফ্রন্টের আমলে রাজ্য টিটিতে তিন সংস্থার পিছনে ছিলেন তিন সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়, রবিন দেব, অশোক ভট্টাচার্য। বুধবার ক্রীড়ামন্ত্রী মদন মিত্র সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, সব বিবদমান গোষ্ঠীকে এক করতে কমিটি হচ্ছে। যার চেয়ারম্যান সুব্রতবাবু। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী এখন সাঁতার সংস্থার প্রেসিডেন্ট। সাঁতারে বহু দিন ধরেই দুটো সংস্থা। সুব্রতবাবু কিছু করতে পারেন কি না, সেটাই দেখার। ক্রীড়ামন্ত্রী এ দিন জানান, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সংস্কার করে নতুন টিটি স্টেডিয়াম হবে। কলকাতার অন্য স্টেডিয়ামগুলো সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে ৫০ কোটি। স্পোর্টস মেডিসিন সেন্টার চলে যাচ্ছে যুবভারতীতে। ক্রীড়া পর্ষদের টিম করে ফুটবল, ক্রিকেট খেলানোর পরিকল্পনা তাঁদের। কৃশানু দে’র নামে এক টুর্নামেন্ট করে ২০ জন ফুটবলার বেছে শৈলেন মান্নার নামে বৃত্তি দেওয়ার পরিকল্পনা। কত দিনে এ সব হবে, সেটাই দেখার।

প্রথম ম্যাচ থেকেই ইডেনে মুখ্যমন্ত্রীকে চান শাহরুখ
কলকাতা নাইট রাইডার্স মালিক ‘ঘরে’ ফিরছেন ৫ এপ্রিল। তবে শহরে পা দিয়ে শাহরুখ খানের প্রথম গন্তব্য ইডেন বা কোনও পাঁচতারা হোটেল নয়, সোজা মহাকরণ। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর চাইছেন, নাইটদের প্রথম হোম ম্যাচ থেকেই মাঠে উপস্থিত থাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপিএলের পঞ্চম সংস্করণে আগামী মাসের ৫ এপ্রিল গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স খেলবে বীরেন্দ্র সহবাগের দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে। শহরে এসেই তাই মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীদের আমন্ত্রণ জানাতে বিমানবন্দর থেকেই মহাকরণে যাবেন শাহরুখ। প্রতি বারের মতো কেকেআর-এর সব ক’টি হোম ম্যাচে তাঁর থাকার কথা। থাকবেন জুহি চাওলাও। প্রথম ম্যাচে ইডেনে থাকতে পারেন প্রিয়ঙ্কা চোপড়া, অর্জুন রামপলরাও। এ দিন আবার ইডেনে নাইট শিবিরে যোগ দিলেন দুই বিদেশি ইয়ন মর্গ্যান এবং রায়ান টেন দুশখাতে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এসেছেন রজত ভাটিয়া, ইকবাল আবদুল্লা ও প্রদীপ সাঙ্গওয়ান। প্র্যাক্টিস শেষে মর্গ্যান বলছিলেন, “এ বার আমাদের দল অনেক বেশি শক্তিশালী। নতুন কোচ ট্রেভর বেলিস এবং মনোবিদ রুডি ওয়েবস্টার দু’জনেই নতুন কিছু ভাবনা এনেছেন। এ বার আরও খাটছি। আরও ভাল করতে চাই।” গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, ব্রেট লি, সাকিব আল হাসান, জাক কালিস-রা এসে পৌঁছননি বলে নাইটদের প্র্যাক্টিস যেমন পুরোদমে শুরু হয়নি, ইডেনের ম্যাচের টিকিট বিক্রির হারও চোখে পড়ার মতো নয়। তবে কেকেআর কর্তৃপক্ষ আশাবাদী, বড় নামেরা শহরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকিট বিক্রিও বাড়বে। ও দিকে, পুণেতে ১ এপ্রিল উদ্বোধন হচ্ছে সহারা পুণে ওয়ারিয়র্সের হোম ম্যাচের জন্য তৈরি সুব্রত রায় স্টেডিয়ামের। উদ্বোধনে থাকার কথা শরদ পওয়ার ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণের।

তরুণদের অভিজ্ঞতা বাড়বে:ফ্লেচার
সামনে লম্বা আইপিএল মরসুম। তার আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রদর্শনী টি-টোয়েন্টি। তবে ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি জানিয়ে দিলেন, তাঁর দল ক্লান্তি নিয়ে দুশ্চিন্তায় নেই। মাত্র একটা ম্যাচের জন্য জো’বার্গ আসতে হলেও ধোনির মতোই কোচ ডানকান ফ্লেচার মনে করছেন ম্যাচ থেকে তরুণ ক্রিকেটাররা উপকৃতই হবে। বিশ্বকাপের পর থেকে ভারত ঘরে সফল হলেও বিদেশে পারফর্ম করতে পারেনি মনে করিয়ে ফ্লেচার বলেছেন, “বিশ্বকাপের পর থেকে ভারতের পারফরম্যান্সে মধ্যবর্তী রাস্তা দেখতে পাওয়া যায়নি।” সেই কারণেই মাত্র একটা টি-টোয়েন্টি হলেও দক্ষিণ আফ্রিকার পিচে খেলার অভিজ্ঞতাটা তরুণদের সাহায্য করবে বলেই ফ্লেচার মনে করছেন। অন্য দিকে, ধোনি লম্বা বিমানযাত্রার ক্লান্তিকে বড় করে দেখছেন না। বরং আগামী সেপ্টেম্বর-অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রাখলে এমন ম্যাচ খেললে দলের উপকারই হবে, বলছেন ধোনি। আইপিএল লম্বা টুর্নামেন্ট মনে করিয়ে তিনি বলেছেন, “আইপিএল আমরা সবাই উপভোগ করি। এখানে দেশের হয়ে খেলার চাপ থাকে না। ফিটনেস বাড়াতেও সাহায্য করে।” আলাদা করে বিরাট কোহলির প্রশংসা করে ধোনি বলেছেন, “দলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রতিশ্রুতিমান তরুণ ও। যে কোনও ফরম্যাটেই ধারাবাহিক ভাল খেলছে।”

সচিন নিয়ে জল্পনা থামল
সচিন তেন্ডুলকরের আইপিএল খেলা নিয়ে হঠাৎ জল্পনা তৈরি হলেও আজ তা কেটে গেল। মঙ্গলবার সচিন হঠাৎ লন্ডন উড়ে যাওয়ায় জল্পনা শুরু হয় তাঁর আইপিএল খেলা নিয়ে। তবে জানা গিয়েছে, সচিন লন্ডন গিয়েছেন তাঁর পায়ের আঙুলের চোট নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে। প্রাথমিক ভাবে বোর্ডের এক কর্তা বলেছিলেন, “চোটটা নিয়েই সচিন খেলে চলেছে। ওর অস্ত্রোপচারও হতে পারে।” গুজব ছড়িয়ে পড়ছে দেখে এর পর মুম্বই ইন্ডিয়ান্সের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়, সচিন পুরো আইপিএলেই খেলবেন। মুম্বই ইন্ডিয়ান্সের এক মুখপাত্র এ দিন বলেন, “নিশ্চিত বলতে পারি, পুরো আইপিএলেই সচিনকে পাচ্ছি। ও লন্ডনে গিয়েছে শুধু চিকিৎসকদের সঙ্গে কথা বলতে। অস্ত্রোপচারের প্রশ্নই নেই।” মুখপাত্রটি আরও বলেন, “সচিন ৩১ মার্চ দেশে ফিরবে। তেসরা এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠান এবং পরের দিন চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে সচিন থাকছে।”

চাপে পড়ে গেল ইংল্যান্ড
প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে ৩৪০ রানের পাহাড় খাড়া করল শ্রীলঙ্কা। যা তাড়া করতে নেমে অ্যান্ড্রু স্ট্রস (২৭) ও অ্যালিস্টেয়ার কুককে (১৪) হারিয়ে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ১১১-২। ক্রিজে জোনাথন ট্রট (৪০) ও কেভিন পিটারসেন (২৯)। ভাঙতে থাকা পিচে শ্রীলঙ্কান স্পিনারদের বিরুদ্ধে ইংল্যান্ডের কাজ সহজ নয়। চতুর্থ ইনিংসে আগে কখনও এত বড় রান তাড়া করতে হয়নি তাদের। ১৯২৮-এ মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ৩৩২-৭ করে জিতেছিল ইংল্যান্ড। কিন্তু গল-এ চতুর্থ ইনিংসে আজ পর্যন্ত সর্বোচ্চ ২৫৩। দুই টেস্টের সিরিজ হারলে দক্ষিণ আফ্রিকার কাছে এক নম্বর টেস্ট দলের আসনটা খোয়াবে ইংল্যান্ড।

জিতল চেলসি
অ্যাওয়ে ম্যাচে জিতে সেমিফাইনালে ওঠার পথে চেলসি অনেকটা এগিয়ে গেল। মঙ্গলবার তারা বেনফিকাকে ১-০ গোলে হারাল। ম্যাচের একমাত্র গোলটি কালু করলেও দুরন্ত খেললেন চেলসির ফের্নান্দো তোরেস। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.