আরামবাগে অনশন করতে গিয়ে অসুস্থ দুই
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আমরণ অনশন কর্মসূচি চালাতে গিয়ে বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লেন আরামবাগ মহকুমা হাসপাতালের দুই ঠিকা শ্রমিক। তাঁদের মহকুমা হাসপাতালেই ভর্তি করা হয়েছে। সুপার নির্মাল্য রায় বলেন, “পঙ্কজ নন্দী ও প্রদীপ দাস নামে ওই দু’জনের চিকিৎসা শুরু হয়েছে। বিষয়টি জেলা স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে।” রাজ্য শ্রম দফতরের নির্ধারিত দৈনিক মজুরির দাবিতে মঙ্গলবার থেকে বিভিন্ন হাসপাতালে অনশন শুরু করেছেন ঠিকাকর্মীরা। আরামবাগ মহকুমা হাসপাতালের ৪৫ জনের মধ্যে ১০ জন ঠিকাকর্মী এই কর্মসূচিতে সামিল হয়েছেন। বাকিরা রিলে অনশন করছেন। হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক উন্মেষ বসু বলেন, “বিষয়টি রাজ্য স্বাস্থ্য দফতর দেখছে।” |
দুর্ঘটনার জেরে লরিতে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বুধবার সকালে আরামবাগের বসন্তপুর-সংলগ্ন লিঙ্করোডে দাঁড়িয়ে থাকা একটি লরির পাশ দিয়ে মোটর বাইক নিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরিতে ধাক্কা মারেন স্কুলশিক্ষক অরুণেন্দু রায়। পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তিকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে পাঠানো হয়েছে কলকাতায়। লরিটি বেআইনি ভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার ফলেই এই দুর্ঘটনা বলে স্থানীয় মানুষের অভিযোগ। উত্তেজিত জনতা লরিটিতে ভাঙচুরও চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
অন্য একটি ঘটনায়, মঙ্গলবার বিকেলে খানাকুলের কেটেদল গ্রামের বাসিন্দা অপর্ণা ধাড়া (৩৯) মোটর ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন। এবড়োখেবড়ো রাস্তায় তিনি পড়ে যান চলন্ত ভ্যান থেকে। খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানেই মারা যান অপর্ণাদেবী। পুলিশ দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে। |
বালিতে লরির ধাক্কায় মৃত্যু ট্রাফিক-কর্মীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সকাল থেকে যানবাহন সামলেছেন। কাজের পরে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার পুলিশকর্মীর। বুধবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটেছে বালি বাদামতলায়। পুলিশ জানায়, মৃতের নাম শুভদীপ কোনার (২৪)। তিনি বালি বেলানগরের বাসিন্দা। পুলিশি সূত্রের খবর, এ দিন সকালে জয়সোয়াল হাসপাতাল মোড়ে শুভদীপের ডিউটি ছিল। কাজের শেষে তিনি এবং তাঁর বন্ধু প্রশান্ত পাত্র সাইকেলে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাওড়ার দিক থেকে একটি লরি তীব্র গতিতে বালির দিকে আসছিল। জিটি রোডে বাদামতলায় লরিটি পিছন থেকে শুভদীপকে ধাক্কা মারে। ছিটকে পড়েন ওই যুবক। লরিটি তাঁর উপর দিয়ে চলে যায়। ছুটে আসেন বালি থানার আইসি দীপক সরকার এবং অন্য দুই অফিসার। তাঁরাই শুভদীপকে লরিতে তুলে জয়সোয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পরে লরিটি একটি ট্যাক্সিকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করছিল। স্থানীয় লোকজন লরিটিকে ধরে ফেলেন। পুলিশ লরিচালক বিকাশ সিংহকে গ্রেফতার করেছে। |
লিটল ম্যাগাজিন মেলা উত্তরপাড়ায়
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
উত্তরপাড়ার সংগঠন ‘গণ উদ্যোগ’-এর ব্যবস্থাপনায় গত শনি ও রবিবার লিটল ম্যাগাজিন মেলা হয়ে গেল। সেই সঙ্গে আয়োজন করা হয়েছিল প্রবন্ধ প্রতিযোগিতা এবং আলোক চিত্র প্রদর্শনী। উত্তরপাড়ার জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগারে ওই কর্মসূচি নেওয়া হয়েছিল সংগঠনের অন্যতম রূপকার প্রবীর বিশ্বাসের স্মৃতিতে। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত হালদার জানান, দু’দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ‘প্রবীর বিশ্বাস স্মারক’ বক্তৃতা হয়। ‘বর্তমান সময়ে লিটল ম্যাগাজিনের গুরুত্ব’ এবং ‘বিকল্প উন্নয়ন ভাবনা’ শীর্ষক দু’টি আলোচনা সভা হয়। ৩৬টি লিটল ম্যাগাজিনের
স্টল বসেছিল। পাঠকের ভিড় ছিল চোখে পড়ার মতো। লিটল ম্যাগাজিন মেলায় পর্যবেক্ষকের দায়িত্ব ছিলেন শ্রীরামপুর কলেজের শিক্ষক বিজিত ঘোষ। দু’টি বিভাগে প্রবন্ধ প্রতিযোগিতা হয়। দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছেলেমেয়েদের জন্য প্রবন্ধের বিষয় ছিল ‘জলাভূমি ও আমরা’। সর্বসাধারণের জন্য প্রবন্ধের বিষয় ছিল ‘উন্নয়নে পরিবেশ ভাবনা’। |
২৫ কেজি গাঁজা আটক, দুষ্কৃতী ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গাঁজা পাচার করতে গিয়ে বুধবার হাতেনাতে ধরা পড়ে গেল মধ্য হাওড়ার এক কুখ্যাত দুষ্কৃতী। ধৃতের নাম সুমন অধিকারী ওরফে বিট্টু। তার কাছে ২৫ কেজি গাঁজা মিলেছে। পুলিশ জানায়, ওই দুষ্কৃতী বেলেপোল দিয়ে একটি গাড়িতে গাঁজা পাচার করছিল। আটক করা হয়েছে সেই গাড়িটিকেও। |
ক্রেন ভেঙে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাঁশবেড়িয়া |
জুটমিলে কর্মরত অবস্থায় গায়ের উপর ক্রেন ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিলে। পুলিশ জানায়, মৃতের নাম অবোধরাজ যাদব (৫৭)। তিনি থাকতেন সেখানকার শ্রমিক আবাসনে। আদি বাড়ি উত্তরপ্রদেশের আজমগড়ে। তাঁর দেহ নিয়ে মিলে বিক্ষোভ দেখান সহকর্মীরা। কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। |
চল্লিশ বছরের পুরনো, পরিত্যক্ত একটি অসম্পূর্ণ বাড়ির সিঁড়ি ধসে মৃত্যু হল এক মহিলার। বুধবার সকালে, হাওড়ার ধর্মতলায়। মৃতার নাম জ্যোৎস্না মণ্ডল (৪৬)। তাঁর স্বামী সুনীল মণ্ডলও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, ফুল পাড়তে ওই বাড়ির সিঁড়িতে ওঠেন তাঁরা। সিঁড়ি ভেঙে চাপা পড়েন জ্যোৎস্নাদেবী। সুনীলবাবু ছিটকে পড়েন। তাঁর বুকে আঘাত লাগে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় জ্যোৎস্নাদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। |