নিজস্ব সংবাদদাতা • ত্রিবেণি |
হুগলির ত্রিবেণী বিটিপিএস টাউনশিপের ডাকঘরে ডাকাতির ঘটনায় আগ্নেয়াস্ত্র-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে তাদের ধরা হয়। তদন্তকারীদের দাবি, আগ্নেয়াস্ত্র ছাড়াও ধৃতদের কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার হয়েছে। আটক করা হয় ডাকাতিতে ব্যবহার করা গাড়ি।
পুলিশ জানিয়েছে, বুধবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক সকলকেই ১০ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অশেষ বিশ্বাস বলেন, “ওই ঘটনায় জড়িত আরও এক জনের খোঁজ চলছে। আর কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কিনা, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ জানায়, গত ১৭ মার্চ দুপুরে ওই ডাকঘরে হানা দেয় চার জন দুষ্কৃতী। ডাকঘরটি তখন বন্ধ করার তোড়জোড় করছিলেন পোস্টমাস্টার এবং চতুর্থ শ্রেণির এক কর্মী। গ্রাহক ছিলেন না। জল খাওয়ার অছিলায় এক দুষ্কৃতী পোস্টমাস্টার অনন্তচন্দ্র চন্দের ঘরে ঢোকে। রিভলভারের বাঁট দিয়ে অনন্তবাবুর মাথা ফাটিয়ে প্রায় ২ লক্ষ টাকা লুঠ করে দুষ্কৃতীরা পালায়। পুলিশ তদন্ত শুরু করলেও দুষ্কৃতীরা অধরা ছিল।
শেষ পর্যন্ত, মঙ্গলবার রাতে এক দুষ্কৃতীকে ত্রিবেণী থেকে এবং এক জনকে মগরা স্টেশন চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে আরও একজন মগরা স্টেশনের সামনে থেকেই ধরা পড়ে।
ধৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শটার রিভলভার এবং দু’রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশের দাবি, জেরায় ডাকাতির কথা স্বীকার করেছে ধৃতেরা। তদন্তকারীরা মনে করছেন, দুষ্কৃতীদের সঙ্গে আরও কয়েক জনের যোগসাজস ছিল, যারা ঘটনার ছক সাজিয়ে দিয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। |