টুকরো খবর
ইডেনে দু’রকমের উইকেট চাইলেন গম্ভীর
কলকাতায় ঝটিকা সফরে এসে সিএবি-র কাছে দু’ধরণের উইকেটের দাবি পেশ করে রাখলেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। এক, পেস সহায়ক উইকেট। যেখান থেকে ফায়দা তুলতে পারবেন তাঁর টিমের পেসাররা। আর দুই, পাশেই রাখতে হবে ব্যাটিং-বন্ধু উইকেট। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিচার করে নাইট অধিনায়ক ঠিক করবেন, শেষ পর্যন্ত কোন উইকেটে তাদের ফেলা হবে! চব্বিশ ঘণ্টারও কম সফরের মেয়াদ। সোমবার রাতে নাইটদের শিবিরে অধিনায়ক ঢুকে পড়লে কী হবে, বেরিয়ে গেলেন এ দিন দুপুর-দুপুর। মাঝে কখনও ব্রেকফাস্ট টেবিলে বসে পড়লেন টিমকে নিয়ে। কখনও ঘুরে গেলেন ইডেন। খুঁটিয়ে দেখে নিলেন ইডেন উইকেটের হালহকিকত। আলাদা করে কথা বলে গেলেন পিচ কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়ের সঙ্গে। সিএবি-কে জানিয়ে গেলেন, কোচ ট্রেভর বেলিসের ভারতীয় উইকেটের সঙ্গে বিশেষ পরিচয় নেই। যা ডাভ হোয়াটমোরের ছিল। তাই গম্ভীর চান, এ বার উইকেট নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নিজে নিতে। তিনি খোঁজ নিয়ে দেখেছেন, দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে নাইটদের উদ্বোধনী ম্যাচে মাহেলা জয়বর্ধনে-রস টেলর সহ চার ক্রিকেটারকে পাচ্ছে না সহবাগের দিল্লি।
মঙ্গলবার ইডেনে গম্ভীরের ছবি তুলেছেন শঙ্কর নাগ দাস
গম্ভীর শহর ছাড়ার কিছুক্ষণের মধ্যে আবার নাইট শিবিরে ঢুকে পড়লেন লক্ষ্মীপতি বালাজি। প্র্যাক্টিস শেষে উইকেট নিয়ে অবধারিত প্রশ্ন তাঁর কাছেও এল এবং বালাজির জবাব, “এ বার তো রঞ্জি খেললাম এখানে। উইকেট অসম্ভব ভাল ছিল। এ বার আইপিএলে এমন উইকেট চাইব, যেখানে বল করে তৃপ্তি পাওয়া যাবে।” বালাজির আরও মনে হচ্ছে, নাইটদের এ বারে যা প্রস্তুতি, তাতে ভাল কিছু হতে পারে। বলছিলেন, “আমাদের টিমে কিছু বদল হয়েছে। নতুন কোচ এসেছেন। তার মানে, নতুন কিছু ভাবনাচিন্তাও ঢুকবে টিমে। গত বার থেকেই আমাদের ফর্ম ভাল চলছে। গম্ভীরের মতো ডাকাবুকো নেতা আছে আমাদের। খারাপ কিছু হবে কেন?” এ দিকে, নাইটদের প্রাক্তন পেসার ইশান্ত শর্মা চলতি আইপিএলে নেই। তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার হবে বলে জানিয়েছে তাঁর দল ডেকান চার্জার্স।

বড় বিতর্কে সুনীল
ভাইচুং ভুটিয়ার মতোই মোহনবাগানে বিতর্কে জড়ালেন সুনীল ছেত্রী। পুণে থেকে দলের সঙ্গে কলকাতায় না ফিরে তিনি সোজাসুজি চলে গেলেন দুবাই। চ্যাম্পিয়ন্স লিগের বিশেষজ্ঞের মতামত দিতে। কর্তারা চটে লাল। সুনীল কোচ সুব্রতকে বলে গেছেন, “একটা কাজ আছে। একদিনের মধ্যেই ফিরে আসব।” সচিব অঞ্জন মিত্র অবশ্য বললেন, “আমি খোঁজ নিয়ে দেখছি কেন আসেনি। জানার পর যা করার করব।” ক্লাব সূত্রের খবর ম্যানেজারের কাছে রিপোর্ট চেয়েছেন ক্লাব সচিব। রবিবার ডেম্পো ম্যাচ। ক্ষুব্ধ হলেও তাই কড়া কোনও পদক্ষেপ নেননি কর্তারা। এ দিকে সোমবার মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করা এয়ার ইন্ডিয়ার স্ট্রাইকার মননদীপ সিংহ এবং প্রয়াগের অর্ণব মণ্ডলের ইস্টবেঙ্গলে জার্সি পরে পরের মরসুমে খেলা প্রায় পাকা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.