ছোট-বড় অগ্নিকাণ্ডে সোমবার আতঙ্ক ছড়াল শহরে। তবে হতাহতের কোনও খবর নেই। দুপুরে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে একটি অফিসবাড়িতে আগুন লাগে। ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি পুলিশের। পুলিশ ও দমকল সূত্রে খবর, জি পি ব্লকে ‘বিষ্ণু চেম্বার’ নামে ছ’তলা ওই বাড়ির ছাদে বাতিল জিনিস ভর্তি গুদামে আগুন ধরে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। দমকলের ধারণা, ঘরটিতে জ্বলন্ত কিছু পড়ে আগুন ধরে। তবে বাড়িটির অগ্নিনির্বাপক ব্যবস্থা কার্যকর থাকায় আগুন দ্রুত নেভে। দুপুরেই প্যাকিং-এর থার্মোকলের বাক্সে আগুন লেগে আতঙ্ক ছড়ায় হাওড়া মাছ বাজারের পাশে পান বাজারে। দমকলের ৩টি ইঞ্জিন আধ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অন্য দিকে, সকালে বড়বাজারের পগেয়াপট্টি রোডের একটি দোকানে আগুন লেগে প্রচুর কাপড় ও নথি পুড়ে যায়। দমকলের দু’টি ইঞ্জিন আধ ঘণ্টায় আগুন নেভায়। দমকল জানায়, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। সকালেই আগুন লাগে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের একটি খাবারের দোকানে। দমকলের দু’টি ইঞ্জিন যায়। প্রাথমিক তদন্তে দমকল জানায়, রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে এই ঘটনা। জোড়াবাগানের মহর্ষি দেবেন্দ্রনাথ রোডের একটি পরিবহণ সংস্থার গুদামেও আগুন লাগে। পাঁচটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়।
|
মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে যুবক ধৃত |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা থেকে রবিবার গভীর রাতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃত গৌতম মল্লিক পেশায় দুধ ব্যবসায়ী। বাড়ি শিবপুরে। মোটরবাইকের লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় নথি না-থাকায় তাঁকে গ্রেফতার করে সোমবার আদালতে তোলা হয়। পুলিশ জানায়, রবিবার রাত ২টো নাগাদ হরিশ চ্যাটার্জি রোড ও বলরাম বসু ঘাট রোডের মোড়ে ওই যুবককে নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠি ছিল গৌতমের সঙ্গে। তাতে ব্যবসা সংক্রান্ত সমস্যার কথা লেখা ছিল। চিঠি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বলে পুলিশকে জানান গৌতম। |
কেপমারির অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। সোমবার, হাতিবাগান থেকে। ধৃতের নাম শেখ রেজাউল। পুলিশ জানায়, রেজাউল আরজিকরের সামনে ঘুরে বেড়াত। গ্রামগঞ্জ থেকে যে সব রোগী আসতেন, তাঁদের নিখরচায় চিকিৎসার সুযোগ করে দেওয়ার নামে হাতিবাগানে নিয়ে যেত। রোগীর পরিজনদের গরিব সাজানোর জন্য তাঁদের গয়না বা মোবাইল নিয়ে নিত। পরে তা প্যাকেটে ভরে ফেরত দিত। পুলিশের দাবি, তখনই আসল জিনিসগুলি সরিয়ে নিত রেজাউল। |