টুকরো খবর
রাস্তার কাজ বন্ধ, ক্ষোভ রাজনগরে
রাস্তার কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদার হঠাৎ কাজ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন রাজনগরের রানিগ্রাম, সাহাবাদ, জাহানাবাদ-সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ১ মার্চ থেকে রাজনগরের গাংমুড়ি-জয়পুর পঞ্চায়েত এলাকার রানিগ্রাম থেকে গাংমুড়ি-মোড় পর্যন্ত ৬০০ মিটার একটি ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছিল। রাস্তাটির কিছুটা অংশ ঢালাই হওয়ার পরে রাস্তায় ইট, বালি, পাথর ফেলে রেখে দিন দশেক আগে থেকে কাজ বন্ধ করে দিয়েছেন এই কাজের দায়িত্বে থাকা ঠিকাদার। ফলে চলাফেরায় চরম সমস্যা তৈরি হয়েছে। বাসিন্দাদের দাবি, রাজনগরের বিডিওকে জানানো হলেও কবে কাজ শেষ হবে, সে উত্তর পাওয়া যায়নি। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে পশ্চিমাঞ্চল উন্নয়ণ পর্ষদের প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছিল রাস্তাটি। কিন্তু হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রানিগ্রামের রামকৃষ্ণ রায়, প্রহ্লাদ দত্ত, সাহাবাদের চন্দ্রমোহন ঘোষ, জাহানাবাদের অজিত সাহারা বলেন, “রাস্তাটি তৈরি হলে গাংমুড়ি-জয়পুর পঞ্চায়েত এলাকা ও লাগেয়া ঝাড়খণ্ডের বেশ কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন। কিন্তু এখন যে ভাবে রাস্তায় ইট, বালি, পাথর পড়ে রয়েছে তাতে চলাচল করতেও ভীষণ সমস্যা হচ্ছে। বিডিও প্রভাংশু হালদার বলেন, “স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে লিখিত অভিযোগ না করলেও মৌখিক ভাবে জানিয়েছেন। ওই কাজের দায়িত্বে থাকা ঠিকাদার তাঁর পরিবারের অসুস্থ কোনও সদস্যকে বাইরে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন বলে শুনেছি। তাঁকে ডেকে পাঠিয়েছি। আশা করি শীঘ্রই সমস্যা মিটবে।”

পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, জখম পাঁচ
হাওড়া থেকে সিউড়িগামী একটি লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃত বাইক আরোহীর নাম তাপস শিকদার (৩৮)। তাঁর বাড়ি ইলামবাজার থানা এলাকার সাহেবডাঙা এলাকায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। গাড়ির চালক ও খালাসি পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলামবাজার থানার সাহেবডাঙার বাসিন্দা পেশায় হাতুড়ে পশু চিকিৎসক তপন সিকদার ছেলেকে নার্সারি স্কুলে দিয়ে ফিরছিলেন। ওই সময়ে পানাগড়-মোরগ্রাম জাতীয় সড়কের ইলামবাজার বাসস্ট্যান্ডের কাছে একটি পেট্রোল পাম্পে তেল নিয়ে যাওয়ার সময়ে ১০ চাকার একটি লরি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ এসে গাড়িটি আটক করে। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অন্য দিকে, সোমবার সকালে মোরগ্রাম-রানিগঞ্জ জাতীয় সড়কে মহম্মদবাজার থানা এলাকায় দু’টি দুর্ঘটনা ঘটেছে। তাতে ৫ জন জখম হয়েছেন। পুলিশ জানায়, সোমবার সকাল ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দা বুদি মুর্মু সাইকেলে করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। অন্য দুর্ঘটনটি ঘটেছে কালীতলা বাসস্ট্যান্ডের কাছে। দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কায় কয়েকজন আহত হন। তাঁদেরও সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পাল্টা অভিযোগ জেলা সভাপতির
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট পরিকল্পিত ভাবে সন্ত্রাস ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে। বোলপুরে এক সাংবাদিক বৈঠকে পাল্টা অভিযোগ করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, “মানুষের মনে ভীতি সঞ্চয় করে বামফ্রন্ট ক্ষমতায় আসার চেষ্টা করছে। বামফ্রন্টের নেতারা আমাদের নেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণ ভাবে অপপ্রচার চালাচ্ছেন।” প্রসঙ্গত, গতকালই আরএসপি-র নবম বীরভূম জেলা সম্মেলনে দলীয় নেতৃত্ব আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলী সন্ত্রাসের আশঙ্কার কথা জানিয়েছিলেন। আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্য পুলিশ ও প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগও এনেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই অনুব্রতবাবুর এই পাল্টা তোপ বলে মনে করা হচ্ছে।

টাকা চুরি
ব্যাঙ্কের মধ্যে ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটল সাঁইথিয়ার একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ময়ুরেশ্বর থানার বাজিতপুর গ্রামের কল্পনা মণ্ডল মেয়ে মাম্পিকে নিয়ে ধান বিক্রির টাকা জমা দিতে ব্যাঙ্কে গিয়েছিলেন। টাকা জমা দেওয়ার ফর্ম ভর্তি করার পর ব্যাগ খুলে দেখেন ব্যাগে টাকা নেই। কল্পনাদেবীর দাবি, “ধান বিক্রির ৪৫ হাজার টাকা ছিল। ব্যাঙ্ক ম্যানেজার ও পুলিশকে বিষয়টি জানিয়েছি।” ওই ব্যাঙ্কের ম্যানেজার গুণধর সাহা বলেন, “পুলিশ তদন্ত শুরু করেছে। আমরাও পুলিশকে সাহায্য করব।” জাতীয় সেমিনার। পূর্ব ভারতের কৃষিতে বৈচিত্র আনার উপায়, কৃষির সমস্যা ও প্রতিকার নিয়ে গত শুক্রবার থেকে একটি জাতীয় সেমিনার হয়েছে বিশ্বভারতীতে। এই সেমিনারের উদ্বোধন করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ সান্যাল। রবিবার পর্যন্ত সেমিনারটি চলবে।

আর্থিক সাহায্য
দুবরাজপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ সাত ব্যবসায়ীকে এককালীন ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিল দুবরাজপুর পুরসভা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে সোমবার বিকেলে পুরপ্রধান পীযূষ পাণ্ডে সাত জনকে ওই টাকা তুলে দেন। গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে বাজারে আগুন লেগে ভষ্মীভূত হয়ে গিয়েছিল বেশ কয়েকটি দোকান। তখনই পুরসভা ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.