টুকরো খবর |
অ্যাসিড-হানার কাছে হার ১৬ বছর পর
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
এই বছরই দেশের অ্যাসিড-আক্রমণের শিকার মহিলাদের নিয়ে ছবির জন্য প্রথম অস্কার পেয়েছে পাকিস্তান। সেই ভয়াবহ অত্যাচারের পরিচিত মুখ ফাকরা ইউনুস তাঁর জীবন শেষ করে দিলেন ইতালির ছ’তলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে। পাকিস্তানের বিদেশমন্ত্রী হিনা রব্বানি খারের সম্পর্কিত ভাই বিলাল খারের স্ত্রী ছিলেন ফাকরা। অভিযোগ, বিয়ের মাত্র তিন বছর পরই বিলাল অ্যাসিড ছোড়েন ২২ বছরের স্ত্রীর মুখে। ১৬ বছর লড়াইয়ের পর হার মানলেন ফাকরা। বিলালের প্রাক্তন সৎ মা তথা ‘মাই ফিউডাল লর্ড’-এর লেখিকা তেহমিনা দুরানি একটি লেখায় জানিয়েছেন, ফাকরার মুখ বলে আর কিছু ছিল না। শরীরের বেশ কিছু অংশ, এমনকী হাড় পর্যন্ত গলে গিয়েছিল। তাঁর চেহারা এতটাই বীভৎস হয়ে গিয়েছিল যে কেউ দেখলে ভয় পেত। ফাকরাকে ইতালিতে নিয়ে এসে প্রায় তিন ডজন প্লাস্টিক সার্জারি করালেও অবস্থার উন্নতি হয়নি। |
সোলে মনমোহন-গিলানি সাক্ষাৎ
সংবাদসংস্থা • সোল |
পরমাণু সুরক্ষা সম্মেলনে পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে দেখা হয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। অভ্যাগতদের জন্য আয়োজিত নৈশভোজে দেখা হয় তাঁদের। কূটনৈতিক সূত্রে খবর, গিলানিকে সম্ভাষণ জানিয়েছেন মনমোহন। সম্মেলনে দুই প্রধানমন্ত্রীর আলাদা বৈঠকের আয়োজন করা হয়নি বলে আগেই জানিয়েছিল ভারত ও পাকিস্তান। তবে তাঁদের হঠাৎ দেখা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি কূটনীতিকরা। |
|