নরওয়ে থেকে সাগরিকা এবং অনুরূপ ভট্টাচার্যের সন্তানদের ফেরানোর ব্যাপারে আজ নরওয়ের প্রধানমন্ত্রী জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। পরমাণু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে। সেখানেই এ বিষয়ে কথা হয় দু’জনের।
জানা গিয়েছে, ভারতে পরিবারের গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী স্টোলটেনবার্গকে বলেন, “মা-বাবাই সন্তানদের সব থেকে ভাল ভাবে প্রতিপালন করতে পারেন। সে দিকে নজর রেখে এই বিষয়টির যথাযথ ও বন্ধুত্বপূর্ণ সমাধান চায় ভারত।” নরওয়ে-কাণ্ডে ভারত সরকারের এই ভূমিকাকে সমর্থন জানিয়ে আজ বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণকে একটি স্মারকলিপি দেন বিরোধী সাংসদরা। অনুরূপ-সাগরিকার পাশে থাকতে সরকারকে অনুরোধ করেছেন তাঁরা।
নরওয়ের প্রবাসী দম্পতির দুই সন্তান সাড়ে তিন বছরের অভিজ্ঞান এবং এক বছরের ঐশ্বর্যা এখন নরওয়ে সরকারের অধীনস্থ শিশু কল্যাণ দফতরের অফিসারদের তত্ত্বাবধানে রয়েছে। নরওয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দুই সন্তানের দায়িত্ব তুলে দেওয়া হবে না ওই দম্পতির হাতে। অনুরূপবাবুর ভাই অরুণাভাস ভট্টাচার্য ওই দুই সন্তানের পালক-পিতা হিসেবে তাদের দেখভাল করবেন। অরুণাভাসবাবু এখন নরওয়েতেই রয়েছেন।
সোমবার তিনি ভাইপো-ভাইঝি-কে দেখতে রোগাল্যান্ডের কাউন্টি কমিটিতে যান। সেখানেই রয়েছে দুই শিশু।
যে চুক্তি মারফত দুই ভাই-বোনকে তাদের কাকা-র হাতে তুলে দেওয়া হয়েছে, তাতে বলা আছে, অভিজ্ঞান-ঐশ্বর্যা তাদের কাকা-র সঙ্গে ভারতে ফিরে আসতে পারবে। যত দিন না তারা সাবালক হচ্ছে, তত দিন তাদের দেখভালের দায়িত্ব থাকবে কাকা-র উপরে। যদিও দুই ছেলে-মেয়ের চিকিৎসা ও অন্যান্য খরচ বহন করতে হবে অনুরূপ ও সাগরিকাকে।
এর মধ্যেই সোমবার অনুরূপ ভট্টাচার্য দাবি করেন, সাগরিকা কোথায় তা তিনি জানেন না। কলকাতায় ফিরে এসেছেন কি না তা-ও তাঁর জানা নেই। তবে সাগরিকা নরওয়েতে নেই বলে জানান অনুরূপ। নরওয়ে থেকে ফোনে তিনি বলেন, “আমি জানি না ও (সাগরিকা) কোথায় আছে। ওর কোনও ফোন নম্বরও আমার কাছে নেই।” সম্প্রতি অনুরূপ ও তাঁর বাড়ির লোকেরা অভিযোগ করেন, সাগরিকা মানসিক রোগগ্রস্ত। তিনি স্বামী ও সন্তানদের নাকি নিয়মিত মারধর করতেন।
এ দিনই বিরাটিতে সাগরিকার বাপের বাড়িতে গিয়ে দেখা যায় গেটে তালা ঝুলছে। সাগরিকা বা তাঁর বাবা-মা মনোতোষ ও শিখা চক্রবর্তী, দেখা মেলেনি কারওরই। ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি মনোতোষবাবুর সঙ্গেও। ফলে সাগরিকা কোথায় রয়েছেন, তিনি আদৌ ফিরে এসেছেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে। |