দঃ দিনাজপুরে ২টি ছাত্রীনিবাস |
সংখ্যালঘু ছাত্রীদের শিক্ষা প্রসারে দক্ষিণ দিনাজপুরে দুটি মহিলা হস্টেল তৈরির উদ্যোগ নিল জেলা প্রশাসন। জেলার বংশীহারি এবং কুমারগঞ্জ ব্লকে হস্টেল দুটি তৈরি করা হবে। প্রশাসন সূত্রের খবর, সংখ্যালঘু উন্নয়ণ দফতর থেকে খরচ বাবদ ২ কোটি ৩০ লক্ষ টাকা জেলায় পাঠানো হয়েছে। বালুরঘাট শহরে সংখ্যালঘু ছাত্রীদের একটি হস্টেল রয়েছে। জেলার আর কোনও জায়গায় সংখ্যালঘু দুস্থ ছাত্রীদের হস্টেল নেই। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “পূর্ত দফতর হস্টেল বাড়ি তৈরির প্রক্রিয়া শুরু করেছে। বংশীহারিতে জায়গা নির্ধারণ হয়েছে। কুমারগঞ্জে জায়গা চিহ্নিত করার কাজ চলছে। শতাধিক ছাত্রীর বসবাসের জন্য হস্টেল দুটি তৈরি করা হবে।” জেলা সংখ্যালঘু সেলের আধিকারিক ভবেশ গঙ্গোপাধ্যায় বলেন, “বংশীহারি হাইস্কুলের পেছনে সরকারি জায়গায় হস্টেলটি গড়ে তোলা হবে।” পাশাপাশি জেলার সংখ্যালঘু অধ্যুষিত ৬৯ স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরির কাজ চলছে। বসানো হয়েছে পানীয় জলের জন্য গভীর নলকূপ। উত্তরবঙ্গ উন্নয়ন কমিটির সদস্য তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “জেলায় সংখ্যালঘুরা উচ্চশিক্ষায় পিছিয়ে। তাঁদের উন্নতির কথা চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই দুটি হস্টেল ছাড়াও বালুরঘাটে আরও একটি সংখ্যালঘু ছাত্রীদের জন্য হস্টেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছেয়” বালুরঘাটে আদিবাসি ছাত্রদের জন্য ৫৫ লক্ষ টাকা খরচ করে একটি দোতলা হস্টেল বাড়ি তৈরি করেছে অনগ্রসর কল্যাণ দফতর। আসবাব ও আবাসিক পড়ুয়াদের বাসন বাবদ প্রায় ২ লক্ষ টাকা সরকারি বরাদ্দ না আসায় তিন মাস পরেও হস্টেলটি চালু করতে পারেনি জেলা প্রশাসন।
|
গভীর রাতে ফরওয়ার্ড ব্লকের জেলা কার্যালয় ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ১৮ নম্বর ওয়ার্ডের কল্যাণী সদরঘাট এলাকায়। রবিবার জেলা কার্যালয়ের সদর দরজা, জানলা, আলমারি ভাঙা পড়ে থাকতে দেখে দলীয় কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে তদন্তের আশ্বাস দিলে উত্তেজনা কমে। ফব’র জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বলরাম প্রামাণিক স্থানীয় তিন জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, কার্যালয়ের পাশে ফাঁকা পড়ে থাকা একটি জায়গা শনিবার সেচ দফতর থেকে ঘেরা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ওই জায়গায় পুজো, অনুষ্ঠান করে বলে কিছু যুবক জায়গা ঘিরতে আপত্তি তোলে। ফরওয়ার্ড ব্লক থেকে জায়গা ঘিরতে সেচ দফতরকে উস্কানি দেওয়া হয় বলে এলাকায় গুজব ছড়ানো হয়। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তালা ভেঙে ব্যপক ভাঙচুর চালায় বলে বলরামবাবুর সন্দেহ।
|
প্রতিবাদীকে প্রহার, অভিযোগ |
তোলাবাজির প্রতিবাদ করায় এক এসএফআই নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। রবিবার রাত ৯ টা নাগাদ মালদহের কালিয়াচক থানার কাছে চৌরঙ্গী মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, জখম এসএফআই নেতা মাসিদুর সেখ সংগঠনের কালিয়াচক ব্লকের সম্পাদক। এ দিন রাতে এলাকার মোয়াজ্জেম বাজারে দুষ্কৃতীরা ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা তুলছিল বলে অভিযোগ। কাপড় ব্যবসায়ী সফিকুল শেখের থেকে জোর করে টাকা তুলতে গেলে দোকানে থাকা তাঁর ভাগ্নে মসিদুর প্রতিবাদ করেন। দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। ব্যবসায়ীরা দুষ্কৃতীদের তাড়া করলে তারা বোমা ছুড়ে পালায়। মাসিদুরকে কালিয়াচকের সিলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বুকে এবং মাথায় চোট রয়েছে বলে চিকিৎসক জানান। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “দুষ্কৃতীরা ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পেয়েছি। বোমাবাজিও চালায় দুষ্কৃতীরা। পুলিশ এলাকায় গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।”
|
রবিবার ফুলবাড়ি-২ অঞ্চল কংগ্রেস কমিটির পঞ্চায়েত সম্মেলন অনুষ্ঠিত হল স্থানীয় আমাইদিঘি প্রাথমিক স্কুলে। সম্মেলনে হাজির ছিলেন জেলা ও ব্লক স্তরের নেতা-নেত্রীরা। পঞ্চায়েত ভোট সামনে রেখে দলকে আরও শক্তিশালী করে তুলতে সম্মেলনে নেতা-নেত্রীরা দলের কর্মী ও সমর্থকদের প্রতি আহ্ববান জানান।
|
গম কাটা যন্ত্রের ধাক্কায় মৃত্যু হল রসুল শেখ (১৫) নামে মালদহের মানিকচক থানার ঈশ্বরটোলা এলাকার এক কিশোরের। সে বীরভূমের রামপুরহাট থানা এলাকায় নুরে আলম শেখের বাড়িতে কাজে এসেছিল। শনিবার দুর্ঘটনা ঘটে। |