পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের মনোবল বাড়াতে আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমার হাটে কর্মিসভা করলেন সাংসদ তথা রাজ্যের যুব কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নুর। রবিবার শালকুমার হাটের প্রত্যন্ত অঞ্চলগুলিতে গিয়ে বিভিন্ন জনজাতির মানুষের কাছে কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ কতটা বাস্তবায়িত হয়েছে তার খোঁজখবর নেন মৌসম। শালকুমার হাটে যুব কংগ্রেসের কর্মিসভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়, প্রদেশ কংগ্রেসের সধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার, যুব কংগ্রেস নেত্রী দীপিকা পান্ডে সিংহ-সহ অন্যরা। |
শালুমারহাট ১ পঞ্চায়েতের কলাবাড়ি এলাকায় এ দিনের সভায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি বলেন, “আলিপুরদুয়ার মহকুমাকে পৃথক জেলা ঘোষণার দাবি রয়েছে দীর্ঘ দিনের। রাজ্য সরকার নতুন জেলা ঘোষণার আগে সর্বদল বৈঠক ডাকার কথা বললেও তা হয়নি।” এ দিন শালকুমার হাটে রাভা জনজাতিদের সঙ্গে কথা বলে মৌসম জানান, ৩৪ বছরের বাম শাসনে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পানীয় জল, শৌচাগার ও বিপিএল তালিকা সঠিক ভাবে তৈরি হয়নি। ইন্দিরা আবাস, বার্ধক্য ভাতা-সহ দরিদ্র মানুষদের প্রাপ্য নিয়ে দুর্নীতি হয়েছে। আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, “শালকুমার এলাকা থেকে আলিপুরদুয়ার ও ফালাকাটার দূর হওয়ায় এলাকায় উন্নয়নে হচ্ছে। বহু বছর আগে জলদাপাড়া জঙ্গলের ভেতর দিয়ে মণিরাম কার্জি রোড ছিল। ওই রাস্তা দিয়ে শালকুমার হাটের কয়েক হাজার মানুষ মাদারিহাট যাতায়াত করতেন। ওই রাস্তা দিয়ে যাতায়াতের অনুমতি পাওয়া গেলে এলাকায় দ্রুত উন্নয়ন সম্ভব।” এদিন আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি এলাকায় কংগ্রেসের একটি কাযার্লয়ের উদ্বোধন করেন মৌসম। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার জানান, আলিপুরদুয়ারকে জেলা ঘোষণার দাবিতে পঞ্চায়েত নির্বাচনের আগে আন্দোলনে নামবে কংগ্রেস। |