টুকরো খবর
দুষ্কৃতীর দেহ উদ্ধার জগদ্দলে
ব্যারাকপুর কোর্ট লক-আপ থেকে পালানো এক দুষ্কৃতীর দেহ জগদ্দলের কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে স্থানীয় লোকজন মহম্মদ জাভেদ (৩২) নামে ওই দুষ্কৃতীর দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুুমান, ঘাড়ের কাছে ধারাল কোনও অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে জাভেদকে। তার বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন এই খুনের পিছনে রয়েছে বলে পুলিশের সন্দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতি, বেআইনি অস্ত্র রাখা, গাঁজার ব্যবসা-সহ একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাঁকিনাড়ার বাসিন্দা জাভেদকে বছর দুয়েক আগে গ্রেফতার করা হয়। বেশ কিছু দিন হাজতবাসের পরে একটি মামলায় বছর খানেক আগে ব্যারাকপুর আদালতে হাজির করানো হয় জাভেদকে। এজলাস থেকে লক-আপে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে পালিয়ে যায় সে।

ডাকাতি আগেই গ্রেফতার ৫
ডাকাতি করার আগেই পুলিশের হাতে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতী। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা বনগাঁর পাইকপাড়া, পেট্রাপোল ও গোপালনগরের হরিশপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের কাছ থেকে হাতুড়ি, ছোট-বড় কাটারি, শাবল উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা মূলত একটি গাড়ি করে বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি করত। রাস্তার ধারে ফাঁকা এলোকায় বাড়িঘরই ছিল তাদের লক্ষ্যবস্তু। চুরি-ডাকাতি ছাড়াও বাইক পাচারের কাজও করত তারা। পুলিশ একটি গাড়িও আটক করেছে।

দলের প্রতি আনুগত্যের পরামর্শ দিলেন মুকুল
সাম্প্রতিক সময়ে নানা বিষয়কে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। রেলমন্ত্রী হওয়ার পরে মুকুল রায় রবিবার বীজপুরে দলের কর্মিসভায় এসে সেই গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না বাড়ে সে বিষয়ে সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন। মুকুলবাবুর ছেলে শুভ্রাংশু এই বীজপুরেরই বিধায়ক। হালিশহরের রামপ্রসাদ মাঠে আয়োজিত ওই কর্মিসভায় রেলমন্ত্রী বলেন, “দল হল জল। আর সাংসদ-বিধায়কেরা মাছের মতো। জল না থাকলে মাছ বাঁচবে কী করে? দলের প্রতি অনুগত থাকুন। আমরা কেউ দলের ঊর্ধ্বে নই। দল আমাকে যে পদ ও সম্মান দিয়েছে, মানুষের পাশে থেকে তা পালনের চেষ্টা করব।” মুখ থুবড়ে পড়া ব্যারাকপুর শিল্পাঞ্চল নিয়ে মুকুলবাবু বলেন, “এখানকার শিল্পগুলির দিকে গুরুত্ব দিতে হবে। ব্যারাকপুরের উন্নয়নের জন্য এখানকার সাংসদ ও বিধায়কেরা আছেন। এখানকার শিল্পকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং উন্নয়নের দিকটি মাথায় রেখেই কাজ করতে হবে। কে কী বলছে, ভাবলে চলবে না। তৃণমূল কংগ্রেস একটাই পরিবার।”

সিপিএম-তৃণমূল সংঘর্ষ হাড়োয়ায়
মেছোভেড়ির দখল নিয়ে রবিবার হাড়োয়ায় সিপিএম-তৃণমূল সংঘর্ষে চলল বোমা-গুলি। গুলিতে জখম দু’জন গ্রামবাসী। কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালানো হয়। পুলিশ জানায়, গুলিবিদ্ধ লুৎফার মোল্লা ও জামসেদ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও র্যাফ। হাড়োয়ার গোপালপুর পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে একটি ভেড়ি নিয়ে তৃণমূল কর্মী সিদ্ধেশ্বর সর্দার ও সিপিএম নেতা বাহার মোল্লার মধ্যে বিবাদ রয়েছে। ১১টা নাগাদ কয়েকশো সিপিএম সমর্থক ভেড়ির দখল নিতে গেলে সংঘর্ষ বাধে। অভিযোগ, সিদ্ধেশ্বর ও তাঁর দলবলকে মারধর করে সিপিএমের লোকজন ভেড়ির দখল নেয়। বাহারকে পুলিশ আটক করেছে। বিকেলে আমড়াডেঙ্গি গ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে হামলার জেরে ফের সংঘর্ষ হয়। জখম ৮ জন।

মোটরবাইকে লরির ধাক্কা, ৩ জনের মৃত্যু
বারাসতে লরির সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে বারাসতের হেলাবটতলায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে। মৃতদের বয়স ২৮ থেকে ৩০ বছর। তবে পুলিশ তাঁদের পরিচয় জানতে পারেনি। মোটরবাইকটি বারাসত থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরবাইকের আরোহীদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান। বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদের সঙ্গীরও মৃত্যু হয় বলে পুলিশি সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার পরেই লরিটি পালিয়ে যায়। এ দিন রাতেই দমদম ও বেলঘরিয়া স্টেশনের মাঝখানে ট্রেনের ধাক্কায় রবীন্দ্রভারতীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। রেল পুলিশ জানায়, মৃতের নাম ভাস্কর সিংহ (২২)। রাত পৌনে ৯টা নাগাদ রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটছিলেন ভাস্কর। আচমকা আপ ও ডাউন লাইনে একই সঙ্গে ট্রেন চলে আসে। কোনও একটি ট্রেনের ধাক্কায় তিনি মারা যান বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

গাড়ি চুরি
এটিএম থেকে টাকা তোলার সময় এক তৃণমূল নেতার গাড়ি চুরি হয়ে গেল। শরদিন্দু ভাণ্ডারি নামে ওই তৃণমূল নেতা ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির মৎস্য ও কৃষি দফতরের কর্মাধ্যক্ষ। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শরদিন্দুবাবু ক্যানিং বাসস্ট্যান্ডের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলছিলেন। সেই সময় এটিএমের সামনে থেকে তাঁর মোটর সাইকেলটি নিয়ে পালায় দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের করা হলেও রবিবার রাত পর্যন্ত গাড়িটির কোনও খোঁজ পাওয়া যায়নি।

ধৃত ৭ বাংলাদেশি
চোরাপথে এ দেশে ঢোকার অভিযোগে সাতজনতে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। রবিবার রাতে হরিদাসপুর সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশের নাগরিক। বাড়ি যশোহর জেলায়। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা কাজের উদ্দেশ্যে এ দেশে এসেছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.