পুলিশের হাতে ধরা পড়ল উত্তর ২৪ পরগনার অশোকনগরের দাগি দুষ্কৃতী রাম শীল। অশোকনগর থানার পুলিশ রবিবার বিকেলে স্থানীয় কচুয়ামোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে চার কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে এ দিন বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন তার জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, ধৃতের বিরুদ্ধে চুরি, ডাকাতি, খুন, তোলাবাজি-সহ বহু অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশের ওই দুষ্কৃতী গত ৮ মার্চ দোলের দিন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে বোমাবাজ ও গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের রোগী এবং চিকিৎসক ও নার্সদের মধ্যে আতঙ্ক ছড়ায়। হাসপাতালের সুপার পুলিশ ও প্রশাসনের কাছে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েনের দাবি জানিয়ে চিঠি দেন। যদিও পুলিশ-প্রশাসন ওই দাবির প্রেক্ষিতে কোনও সাড়া দেননি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। দোলের দিনের ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হলেও রাম পলাতক ছিল।
পুলিশ জানিয়েছে, রামের এক বাইকে খুন করে দুষ্কৃতীরা। তার বদলা নিতে স্থানীয় এক দুষ্কৃতী দলে নাম লেখায় রাম। এর পরে ভাইয়ের খুনের বদলা নিতে সে বিরুদ্ধে দলের একজনকে খুন করে। তার পর থেকেই দুই দুষ্কৃতী দলের লড়াই লেগেই রয়েছে। দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নতুন দোকান কেনা-বেচা করতে হলে রামকে তোলা দিতে হত। বিভিন্ন পুজোয় জোর করে চাঁদা তুলত। এমনকী জুয়ার আড্ডাও বসিয়েছিল সে।
এলাকার প্রাক্তন বিধায়ক সিপিএমের সত্যসেবী কর বলেন, “রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে এলাকায়।” বর্তমান বিধায়ক তৃণমূলের ধীমান রায় বলেন, “সিপিএম এতদিন ওই সব সমাজবিরোধীদের ব্যবহার করত। তবে আমরা কোনও সমাজবিরোধী কার্যকলাপকে প্রশ্রয় দেব না।” |