ঝাঁ চকচকে বিদেশি পিস্তল হাতে বাড়িতে চড়াও হয় মুখ বাঁধা এক দল যুবক। অস্ত্র দেখিয়ে লুঠ করে নিয়ে যায় সর্বস্ব। দিনে দুপুরে একের পর এক ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন গৃহস্থ থেকে পুলিশ।
তবে ডাকাতদের হাতের ওই পিস্তলের দাম মেরেকেটে পঞ্চাশ টাকা! হয়তো কাছেপিঠেরই কোনও খেলনার দোকান থেকে কেনা। এমনই তথ্য দিচ্ছে জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ডাকাতি করতে এসে দুষ্কৃতীরা এই খেলনাই ব্যবহার করত। বাড়ির লোকেরা সেগুলো আসল মনে করে সর্বস্ব তুলে দিতেন ওই ডাকাতদের হাতে।”
সম্প্রতি একটি ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে উঠে এসেছে এমনই সব তথ্য। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, দিন দুয়েক আগে রানাঘাট থেকে তিন সমাজবিরোধীকে গ্রেফতার করা হয়। আর সেখান থেকেই জানা গিয়েছে খেলনা পিস্তলের এই তথ্য। দুষ্কৃতীদের কাছ থেকে দু’টি নাইন এম এম পিস্তল-সহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মিলেছে চার রাউন্ড গুলিও। সেই সঙ্গে পাওয়া গিয়েছে খান চারেক ‘বিদেশি পিস্তল’।
অত্যাধুনিক ওই পিস্তল দেখে প্রথমটায় চমকেই গিয়েছিলেন ঘটনার তদন্তকারী পুলিশ অফাসার এবং জেলা পুলিশের কর্তারাও। তবে হাত দিতেই বুঝতে পারেন আসলে এগুলো খেলনা।
পুলিশ সুপার বলেন, “সম্প্রতি রানাঘাট। চাকদহ ও গাংনাপুরের একাধিক ডাকাতি ও সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের জেরে একাধিক খুনের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমেই এই তথ্য পাওয়া গিয়েছে। শুক্রবার তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তাদের কাছে চারটি খেলনা পিস্তল পাওয়া গিয়েছে।” প্রাথমিক ভাবে ডাকাতির ঘটনার তদন্তে নেমে ডাকাতদলের কাছে একাধিক ‘অত্যাধুনিক’ পিস্তলের কথা জানতে পারে পুলিশ।
ডাকাতির ঘটনার তদন্তকারী এক পুলিশ অফিসার জানালেন, “সাধারণ কোনও ডাকাতদলের কাছে ওই অস্ত্র থাকা সম্ভব নয়। তাও আবার এতগুলো পিস্তল একসঙ্গে থাকার কথা শুনেও খটকা লাগে। শুক্রবার খেলনাগুলো উদ্ধারের পরে ব্যাপারটা পরিষ্কার হয়।”
তিনি আরও বলেন, “ডাকাতির ঘটনায় এমনিতেই সকলে আতঙ্কিত হয়ে পড়েন। ফলে আগ্নেয়াস্ত্রগুলো আসল না নকল তা বোঝার কোনও জায়গাই থাকে না। সেই সুযোগটাই নেয় এই ডাকাতদলগুলো। আর বাড়িতে চড়াও হয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকালে কোনও মানুষের পক্ষেই তা আসল না নকল বোঝার উপায় থাকে না। তাঁরা বিশ্বাস করতে শুরু করেন, ওই অস্ত্রগুলো আসল। বাড়ির সব টাকাগয়না তারা প্রাণের ভয়ে ডাকাতদের হাতে তুলে দেন।”
পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত তিন জনের মধ্যে এক জন রানাঘাটে তিনটি খুনের ঘটনায় অভিযুক্ত।” |