দাঁতালের হানায় জখম হলেন দু’জন। রবিবার ভোরে গলসি ও বুদবুদ থানা এলাকার ঘটনা। হাতির তাণ্ডবে বেশ কয়েকটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে। জখম দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাতিটিকে দামোদর পার করে বাঁকুড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বন বিভাগের তরফে জানানো হয়েছে। তবে বীরভূমের দিক থেকে আসা অন্য একটি দাঁতাল কাঁকসা ও বুদবুদ এলাকায় ঘোরাফেরা করছে বলে জানিয়েছেন বন দফতরের কর্তারা।
|
গলসির লোয়াপুর গ্রামে বোরো খেতে সেচের জল দিতে ভোরে মাঠে গিয়েছিলেন রবি বেসরা। সঙ্গে ছিলেন আরও কয়েক জন। রবিবাবুর ভাই বুধি বেসরা এ দিন বর্ধমান মেডিক্যালে জানান, মাঠে আচমকাই হানা দেয় দাঁতালটি। অন্যেরা চম্পট দিলেও রবিবাবু পালাতে পারেননি। হাতিটি তাঁকে শুঁড়ে করে তুলে আছাড় মারে।
দাঁতালের আক্রমণে জখম হয়েছেন বুদবুদের কেন্দুয়াটিকুরি গ্রামের বাসিন্দা গয়শর মণ্ডলও। তাঁর ছেলে শেখ আলিমুদ্দিন বলেন, “বাবা সকালে গরুকে খাবার দিতে গিয়ে গিয়েছিল। হঠাৎ হাতিটি গোয়ালে চড়াও হয়। তার আক্রমণে চারটি গরু মারা গিয়েছে। গরুদের বাঁচাতে গিয়েই হাতির মুখে পড়ে যায় বাবা। শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারায়া বাবার কোমর ও হাতে গুরুতর চোট লেগেছে।” |